নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কে তুমি আমারে ডাকো অলখে লুকায়ে থাকো ফিরে ফিরে চাই দেখিতে না পাই ”-- গৌরী প্রসন্ন মজুমদার

অলিভিয়া আভা

আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা - রবী ঠাকুর

অলিভিয়া আভা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা অথবা অভিশাপ

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫





অনেক কথা অনেক অনুভূতি যা যা জমা থাকতে পারে মানুষের মনে
আমার মনেও রোজ জমে ঠিক তা’ই তা’ই।
হয়ত আমারও কেউ আছে তেমন কেউ, যাকে বলে প্রেমিক কিংবা স্বামী ---
হয়ত তাকে আমি বাসি ভালো -
তবুও তো ভালোবাসা-
সরলরৈখিক সমীকরণ নয় -
আমি তাই প্রেমে পড়ি যার তার;
যেখানে সেখানে খুঁজে বেড়াই একজোড়া নীল চোখ।

আজকাল আশেপাশে যত মানুষ দেখি মনে হয়-
প্রায় প্রত্যেকেই চোখে আলাদা একটা মায়া নিয়ে তাকায়,
কী জানি কেউ কেউ হয়ত মাথায় নরম হাত রেখে জিজ্ঞেস করতে চায়-
‘ভালো আছো?’, ‘শরীর ভালো?’; বড্ড আদুরে।

সেই যে বহুদিনের অপেক্ষা - সে কী আমাকে বাসবে না ভালো?
এই যে আমার দ্বিমুখীতা---- সে কী আমাকে দেবে না অভিশাপ?

মন্তব্য ৪১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ বিষণ্ণ বিকেল!
ভালো লাগা কবিতায় +

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

অলিভিয়া আভা বলেছেন: ধন্যবাদ সৌরভ, ভালো থাকবেন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং। ব্লগে যদিও আপনি ইতিমধ্যে আট আটটি মাস অতিক্রান্ত করেছেন। কিন্তু প্রথম পোস্ট। প্রথম পাতাতেই দেখলাম ।অভিনন্দন আপনাকে।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

অলিভিয়া আভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ এটাই আমার ১ম পোষ্ট, এতদিন ব্লগে সেফ ছিলাম না। আজকে লগিন দিয়ে দেখলাম কখন যেন আমাকে সেফ করে দেয়া হয়েছে। তাই আজকেই প্রথম পোষ্ট দিলাম। ভালো থাকুন, আপনার জন্যও শুভ কামনা।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। বেশ তো ! এমন দ্বিমুখীতা চলতে থাকুক।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

অলিভিয়া আভা বলেছেন: আবারও ফিরে এসে মন্তব্য করায় কৃতজ্ঞতা, কবিতা সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।
থ্যাংকস এগেইন।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

আকতার আর হোসাইন বলেছেন: +++++

হোক আপনার মনোবাসনা পূর্ণ..

শুভকামানা জানবেন....

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

অলিভিয়া আভা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
ভালো থাকুন।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন আপনাকে। যাক শেষ পর্যন্ত লিখলেন। এভাবে লিখুন মন খুলে। ++++

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

অলিভিয়া আভা বলেছেন: হ্যা অনেকদিন থেকেই ভাবছিলাম ব্লগে লিখব। কিন্তু হয়ে উঠছিল না। কি লিখব তা নিয়েও ভয়ে ছিলাম। যাহোক, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আপনাকে কৃতজ্ঞতা জানাই ।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: হৃদয় ছোঁয়া।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস এ লট। ভালো থাকবেন।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার....
আপনার অপেক্ষার শুভ সমাপ্তি হোক :)

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

অলিভিয়া আভা বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স , ভালো থাকবেন।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

বলেছেন: এমন দ্বিমুখীতা এক জীবনে কতোটাই আর বোঝা যাবে ---

কবিতায় +++

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

অলিভিয়া আভা বলেছেন: জীবনের কতটাই বা আর কে বুঝতে পারে। তবুও যে যার মত করে চেষ্টা করে যায়।
ধন্যবাদ ভালো থাকবেন

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতাতে প্লাস।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস প্লাসের জন্য। ভালো থাকবেন মাহমুদুর রহমান সুজন

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯

জাহিদ অনিক বলেছেন: বাহ ! নিজের সাথেই নিজের দ্বিমত-- দুটি পথা।
চমতকার কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস জাহিদ অনিক। আপনার কবিতাও বেশ সুন্দর। ভালো লাগলো মন্তব্য পেয়ে।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: নিজের সাথে যুদ্ধ !
নাকি নিজেকে চেনা ?

ভালোলেগেছে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

অলিভিয়া আভা বলেছেন: সত্যি বলতে নিজের সাথে যুদ্ধ - গৃহযুদ্ধ কিনা সেটা জানি না। যখন মন যা বলে সেটাই লিখে রাখি।
থ্যাংকস, মনিরা সুলতানা। ভালো থাকবেন।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:


এবার একমুখী হয়ে যান

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

অলিভিয়া আভা বলেছেন: চাইলেই কি ফিরিয়ে নেয়া যায় নিজেকে?
মন্তব্যের জন্য ধন্যবাদ অপু। ভালো থাকবেন।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৩

রাফা বলেছেন: সর্বনাশ ,যাকে ,তাকে ভালোবেসে প্রেমে পড়া কি ঠিক হইতেছে! :)

একেবারেই না।কিন্তু কবিতার জন্য হইতেই পারে।
ভালো হইছে,কবিতা।ধন্যবাদ,অ.আভা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

অলিভিয়া আভা বলেছেন: জানি না কি ঠিক আর কি বেঠিক! মন তো কত কিছুই চায়।
হ্যা কবিতার জন্য সাত খুন মাফ। থ্যাংকস রাফা। ভালো থাকবেন।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

কানিজ ফাতেমা বলেছেন: প্রথম পোষ্টে অভিনন্দন ।

শুরুটা চমৎকার হয়েছে । সাবলীল উপস্থাপনা ।

শুভ কামনা রইলো ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস কানিজ ফাতেমা আপনাকে। ভালো থাকবেন।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫

তারেক ফাহিম বলেছেন: শুভ ব্লগিং।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস তারেক ফাহিম। ভালো থাকবেন।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাগতম ব্লগে :)

কবিরা কি আর এক বা দুই মূখি হয় ? তবিরা হয় বহুমূখি ;)
নইলে ভাবনারা যে ডানা মেলতে পারেনা!
হা হা হা

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

অলিভিয়া আভা বলেছেন: ব্লগে স্বাগতম পেয়ে ভালো লাগলো। থ্যাংকস আপনাকে বিদ্রোহী ভৃগু।
সত্যিই আপনি ঠিক বলেছেন, কবিরা হয় বহুমুখী। ভালো থাকবেন।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

কাজী মাসউদ বলেছেন: লিখতে থাকুন। আর কবিতাগুলো জমা রাখূন। বই মেলায় বই বের করতে হবে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস। আমি প্রফেশনাল কবি/লেখক নই। যখন মনে কিছু আসে চট করে লিখে ফেলি।
ভালো থাকবেন।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫

শিখা রহমান বলেছেন: অলিভিয়া আপনি যে সেফ ছিলেন না জানতাম না। অভিনন্দন প্রথম পাতায় আসার জন্যে।

কবিতাটা মন ছুঁয়ে গেলো। ঠিক যেন আমার কথাগুলোই আপনি কবিতায় লিখে দিয়েছেন। আমিও যে প্রেমে পড়ি যার তার।

শুভকামনা সতত!! আরো মনকাড়া কবিতার অপেক্ষায় রইলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস শিখা রহমান। কংগ্রাচুলেশন পেতে কার না ভালো লাগে। আসলে সেভাবে তো কোনো লেখা দেই নাই তাই হয়ত সেফ ছিলাম না। তবুও আপনাদের লেখা পড়তে মাঝে মাঝে উকি দিতাম। কবিতা ভালো লেগেছে ও আপনার মনের মত করে লিখেছি সেটা শুনে সত্যিইই ভালো লাগলো খুব। কবিতা আমার হয় কীনা জানি না। তাছাড়া আমার আবার খুব বানান ভুল হয়। টুকটাক লিখি আপনাদের সাথে সাথে।
ভালো থাকবেন।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস সেলিম আনোয়ার। ভালো থাকবেন।

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন। অভিনন্দন।

শুভ হোক পথচলা।

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস নতুন নকিব। মন্তব্য পেয়ে ভালোলাগলো। ভালো থাকুন।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

খায়রুল আহসান বলেছেন: প্রথম পোস্টের জন্য আন্তরিক অভিনন্দন, অলিভিয়া আভা! শুরুটা সুন্দর হয়েছে, অব্যাহত থাকুক আপনার এ ব্লগযাত্রা!
মানুষের মনের সহজাত প্রবৃত্তি ভালবাসার কাছে বশ্যতা স্বীকার করা। মাটি-জল-রোদ পেলে পুষ্পকোরক যেমন প্রস্ফূটিত হয়, ভালবাসা পেলে মানুষের মনও তেমন উন্মনা হয়। কল্পনা মানুষের এক বড় আশ্রয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.