নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কে তুমি আমারে ডাকো অলখে লুকায়ে থাকো ফিরে ফিরে চাই দেখিতে না পাই ”-- গৌরী প্রসন্ন মজুমদার

অলিভিয়া আভা

আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা - রবী ঠাকুর

অলিভিয়া আভা › বিস্তারিত পোস্টঃ

ঐকতান

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫২





কথা দাও- সত্যি এবার ভুলে যাবে আমাকে
বলো, আমাকে অভিশাপ দেবে জন্ম-জন্মের মত?
ঠিক যেভাবে উন্মাদের মত ভালোবাসতে আমাকে-
যেভাবে ডাকতে সর্বনাম ধ'রে-
ভীরু প্রেমিক, বলো আর আমাকে ডাকবে না একলা ঘরে।

একরাত্রে বুকে মাথা পেতে যেভাবে শুনেছিলে মহাভাঙনের শব্দ-
যেভাবে শুনেছিলে মেঘের ডাক, জোয়ার জলের শব্দ-
সংযত প্রেমিক, বলো আমাকে লণ্ডভণ্ড করে দেবে ঝড়ের মত!
বলো, আমাকে জলাঞ্জলি দেবে; বিসর্জন দেবে চন্দ্ররাতে?

তোমার সমস্ত অবেলার সব ভালোবাসা নেব না আমি-
সত্যিকার একাকিত্বের বড্ড প্রয়োজন আমার;
কথা দাও হে অল্পপ্রাণ প্রেমিক,
আমার মৃত্যুতে বাজবে একশ' তীব্র ভায়োলিন।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস ভাইয়া।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৬

জাহিদ অনিক বলেছেন: বাহ ! খুব ভালো লেগেছে। যেন সুরের ঐকতান মৃত্যর পরে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস জাহিদ অনিক।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

শাহারিয়ার ইমন বলেছেন: শক্তিশালী অভিব্যক্তি ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস শাহারিয়ার ইমন। ধন্যবাদ

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

অলিভিয়া আভা বলেছেন: থ্যাংকস কাজী ফাতেমা ছবি।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতায় যেন বেহালার সুর শুনতে পেলাম। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.