নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

বিচার পুনঃবিবেচনার দাবি জানালেন মুক্তিযোদ্ধারা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। রায় পুনঃবিচারের দাবি জানিয়ে তারা অভিযোগ করে বলেছেন, রায়ে অস্বচ্ছতা রয়েছে।



আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দুপুর সাড়ে ১২টার দিকে সুপ্রিমকার্টের বাইরে অপেক্ষমান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের সময় বাচ্চু রাজাকার যত অপরাধ করেছে কাদের মোল্লা তার থেকে ‍অনেক বেশি অপরাধ করেছে। আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু এই রায় আমরা মানি না। সরকারের কাছে এ বিচার পুনঃবিচেনার দাবি জানাচ্ছি।”



কাদের মোল্লার ফাঁসি দাবি করে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার কুতুব উদ্দিন অভিযোগ করেন, “টাকার বিনিময়ে রায় হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান ডেভিড বৌদ্ধও অভিযোগ করেন এ রায় নিয়ে। রায়ে ভেজাল হয়েছে বলে তার অভিযোগ। কাদের মোল্লার ফাঁসি না হলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ভবিষ্যতে আর কোনো কর্মসূচিতে তিনি অংশ নেবেন না বলেও জানান তিনি।



যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, “মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য রাজাকার কাদের মোল্লার ফাঁসি হওয়া উচিত ছিল। এই রায়ে আমরা হতভম্ব হয়েছি। আমরা সরকারের কাছে বিচার পুনঃবিচেনার দাবি জানাই। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আসা মনিরুজ্জামানও জানালেন তার ক্ষোভের কথা। তিনি বলেন, “একাত্তরে জঘন্য হত্যাকাণ্ডের জন্য কাদের মোল্লার ফাঁসি হওয়া উচিত। এই রায় আমরা ম‍ানি না।”



প্রসঙগত, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।



___________________________________________________

মুক্তিযোদ্ধাদের রায় ফাঁসি, তরুনদের রায় ফাঁসি। রাজপথে হুংকার তোলা প্রতিটি প্রানের দাবি ফাঁসি।



মানুষ মানেই তো দেশ! আর কাদের দরকার তোমাদের? জাতির শ্রেষ্ঠ সন্তানদের আদালতের উপরে তোমার কোন আদালত মানিনা।



ফাঁসি চাই। ফাঁসি চাই।

ফাঁসি ছাড়া কথা নাই!

জামায়াত শিবির নিপাত যাক,

সোনার বাংলা মুক্তি পাক!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

শিপু ভাই বলেছেন: আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু এই রায় আমরা মানি না। সরকারের কাছে এ বিচার পুনঃবিচেনার দাবি জানাচ্ছি।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: শিপু ভাই বলেছেন: আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু এই রায় আমরা মানি না। সরকারের কাছে এ বিচার পুনঃবিচেনার দাবি জানাচ্ছি।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
রাজাকারদের ফাঁসি চাই,
দাবি এই একটাই!!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

শ্বর্ণকিট বলেছেন: চল চল চল
সব শাহাবাগ চল

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

শ্বর্ণকিট বলেছেন: Click This Link

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: দি ইন্টারন্যাশনাল (ক্রাইমস) ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩ এর ২১ ধারা অনুযায়ী
21. (1) A person convicted of any crime specified in section 3 and sentenced by a Tribunal shall have the right of appeal to the Appellate Division of the Supreme Court of Bangladesh against such conviction and sentence.

(2) The Government shall have the right of appeal to the Appellate Division of the Supreme Court of Bangladesh against an order of acquittal.

তার মানে সরকার পক্ষে কেবলমাত্র আসামীর খালাস হওয়ার বিরুদ্ধে আপীল করতে পারবে, আসামীর সাজা বৃদ্ধির জন্য আপীল করতে পারবে না।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

আমিই মিসিরআলি বলেছেন: রায় শোনার পর থেকে অজানা আশংকায় অন্তরাত্মা কেঁপে উঠেছিল,
আমরা নতুন প্রজন্ম কি আবার ১৯৭১'র অপেক্ষায় আছি !!!
আরেকটা গনজাগরনের দরকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.