নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣ কবিতাঃ “মহাকালের প্রেতাত্মার হারানো ক্ষণটি” ♣

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

___________________________________________________



নই মহাকালের স্মরণীয় মহাত্মাদের, যা কাল থেকে কালে স্থায়িত্বের দাবি করে,

যার কান্না শত সহস্র বছর কাঁদায় কোটি সৃষ্টিকে সে বিশালতা নই।

আমি শুধু বিলীন হয়ে যাওয়া এক প্রেতাত্মার দীর্ঘশ্বাস,

তোমাদের মাঝেই করে গেছি বসবাস।

তোমরা চেননি আমায়, উপাধি দিয়েছিলে অবহেলায়, “সাধারণ।”

সে ঝরে পড়া পাতার গল্প আমি, বৃক্ষ যাকে ডেকে নেয়নি আবারও,

হয়ত ঈষৎ ব্যাথায় ভুগেছিল শেকড় মুহূর্ত মাত্র, তবু এই ছিল-

এই ছিল মরণশীলের ভাগ্যে, শুকিয়ে হারিয়ে যাবার ছিল, হবার ছিল নীল।



আমি নির্বাক ধ্বংস দেখেছি, স্বত্ব লাভ করে উপযোগের চূড়ান্ত উপভোগে ব্যাস্ত হতে দেখেছি,

আমি নামক সৃষ্টিকে হারিয়ে যেতে দেখেছি নিঃশেষ ব্যাবহারে,

চূর্ণ হতে দেখেছি কত দম্ভ, হতে দেখছি মৃদু কত পদক্ষেপ, অহংকারে।

আমার আমারিত্বে লুকিয়ে পড়া আমাকে কেউ খুঁজে নেয়নি,

সে প্রয়োজন হতনা কোন কালেই, সময়ের দাস হয়ে এসেছিলাম, পাইনি সময়ের দিশা।

বাঁচিনি অনন্তকালের হয়, শুধু সাময়িকতায় সবকিছু, বড় নশ্বর,

বড় সংক্ষিপ্ত, বড় অপ্রতুল করেছ হে ঈশ্বর!



আমি কিংবদন্তি নই, শত আবেগের নই কোন পূজনীয় দেবতা,

মানুষ থেকে কিছুটা কম হয়ে বেঁচেছি আমি, হয়েছি বিনাশ মানুষ হবার শত প্রয়াসে।

শুন্যতায় বিশাল হবার ধৃষ্টতা দেখানো কোন আবেগি পথিক,

শুধু পথে হেঁটে গিয়েছি গন্তব্যহীন, অরণ্য শত পেরিয়ে মরু উপত্যকায় আজ বিচরণ,

তোমাদের কান্না শুনিনা আমি আর, হাসি দেখিনা, ঘৃণা আর ছুঁয়ে যায়না আমাকে,

সবথেকে নীচ আমি সবকিছুর উর্ধে চলে গিয়ে দেখ রক্তাক্ত তবু

কাঁদিনা মোটেই! লালসার লোভে মত্ত শুধু, পাইনা দেখা কভু।





সময়ের ক্ষুদ্রতর একক বলছি,

তোমাদের থেকে হারিয়ে গেছি।

হয়েছি নিখোঁজ তবু তোমাদের মাঝেই রয়েছি।

আজ তোমারা আমায় দেখতে পাওনা চোখে, আমি শত ডেকেছি

দাওনি সাড়া তাই একা রয়েছি।

দেখোনা তোমরা, শুনোনা আমাকে, আমি বিলীন প্রেতাত্মা বলছি,

অশুভ কিছু হারানো মুহূর্ত আমি, অবলুপ্ত

বৃথা জন সে, ভুলেছ সবাই, জানি সেই মহাসত্য।

আমি স্মরণীয়ও হতে আসিনি, আমি ধ্বংস প্রাপ্ত হবার আকাঙ্খা মাত্র,

মহাকালের মহাশিক্ষকের সেই ভুলে যাওয়া ছাত্র।




___________________________________________________

শুধু হারানোর জন্যে জন্ম, বেঁচে থাকা অধিকাংশের। পদচিহ্নহীন পথের শেষে পৌঁছে পেছনে ফিরে তাকানো তাদের জন্যে করুনা হয়। পেছনে ফেরা আর হয়না, সামনে শুধুই বিশাল শুন্যতা। করুনা হয় নিজের তরেও।



মন্তব্য ৩৫ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

নিয়েল ( হিমু ) বলেছেন:
কার লেখা এই অসাধারন কবিতা ? B:-) B:-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একান্তই আমার, আপনার কথায় অনেক অনুপ্রাণিত হলাম ভাইয়া।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

shfikul বলেছেন: অসাধারণ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

শুভকামনা জানবেন। :)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কঠিন কবিতা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি কঠিন শব্দ লিখতে অপারগ, কবিরা পারে, আমি কবি নই।


অনেক ভাল থাকবেন, অনুপ্রেরনার জন্যে ধন্যবাদ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

ছোট্ট নিথী বলেছেন: আপনি দেখি দিন দিন মহাকবি হয়ে যাচ্ছেন!! বেশ বেশ!! অসাধারণ লিখেছেন!! +++ :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লজ্জা পাইছি মেঠাম :!> :!> :#>

তবে ধন্যবাদ অনেক অনেক!! অনুপ্রাণিত হলাম।


আর আপনার প্রপিকও কিন্তু দিন দিন সুন্দরতর হয়ে চলেছে, তাই আপনাকেও শুভকামনা :-B :-B

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

বনলতা মুনিয়া বলেছেন: শুধু হারানোর জন্যে জন্ম, বেঁচে থাকা অধিকাংশের। পদচিহ্নহীন পথের শেষে পৌঁছে পেছনে ফিরে তাকানো তাদের জন্যে করুনা হয়। পেছনে ফেরা আর হয়না, সামনে শুধুই বিশাল শুন্যতা। করুনা হয় নিজের তরেও।


+++++++++++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে,


নিরন্তর ভাল থাকুন এই শুভকামনা।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: অসাধারণ, সত্যের এতো সহজ অথচ বাড়াবাড়ি কথন চোখে জল এনে দেয়। বড় ভাল লাগলো। ++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম ভাল লেগেছে জেনে।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

একজন আরমান বলেছেন:
সময়ের ক্ষুদ্রতর একক বলছি,
তোমাদের থেকে হারিয়ে গেছি।
হয়েছি নিখোঁজ তবু তোমাদের মাঝেই রয়েছি।


অসাধারণ।

অলি ভাই আপনি আসলেই অনেক সুন্দর কবিতা লিখেন।
আপনার মতো এতো শক্ত করে কবিতা লেখার জোর এখনও আমার হয়নি। :|

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই যে কি বলেন, আমি আপনার লেখার একজন ভক্ত! অনুপ্রেরনাটুকু রেখে দিলাম ভাইয়া!!


অনেক ভাল থাকুন, সেই শুভকামনা।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমি বিস্মিত হয়েছি।আপনি এতো সুন্দর কবিতা লিখেন জানা ছিলোনা।চমৎকার হয়েছে।লিখতে থাকুন। শুভকামনা সবসময়ের জন্য।

বি।দ্রঃ কবিতা বোল্ড করাটা অপ্রচলিত মনে হয়।কিছু মনে করবেন না,মনে আসলো তাই বলে ফেললাম।
+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল লেগেছে যেন আপ্লুত!!!

কেন জানি বোল্ড করতে ইচ্ছে হল, আমিও কখনও করিনি আগে।

ভাল থাকবেন ভাইয়া.। :) :)

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

আমিই মিসিরআলি বলেছেন: মহাকালের সাধারন উপাধিতে ভূষিত এক দিকভ্রান্ত পথিকের দীর্ঘশ্বাস

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

লাবনী আক্তার বলেছেন: সত্যি অসাধারণ কবিতা! ভালোলাগা রইল অনেক!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার সুন্দর প্রসংশা পংতির জন্যে।


নিরন্তর ভাল থাকুন!

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

এম ই জাভেদ বলেছেন: অলি ভাই, এত কঠিন কথা আসে কই থেইকা ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই মন যা বলে তাই লিখে প্রকাশের প্রয়াস মাত্র, অনুপ্রাণিত হলাম।


নিরন্তর ভাল থাকুন, এই শুভকামনা!!

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

ইখতামিন বলেছেন:

+++++++++++++++
সময়ের ক্ষুদ্রতর একক বলছি,
তোমাদের থেকে হারিয়ে গেছি।
হয়েছি নিখোঁজ তবু তোমাদের মাঝেই রয়েছি।

আমি স্মরণীয়ও হতে আসিনি,
আমি ধ্বংস প্রাপ্ত হবার আকাঙ্খা মাত্র,
মহাকালের মহাশিক্ষকের সেই ভুলে যাওয়া ছাত্র।


না কবি, আমি ভুলিনি, তুমি তো শ্রদ্ধার পাত্র।




১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

স্বপনবাজ বলেছেন: এক কথায় অসাধারণ !!!
আমি নামক সৃষ্টিকে হারিয়ে যেতে দেখেছি নিঃশেষ ব্যাবহারে,
চূর্ণ হতে দেখেছি কত দম্ভ, হতে দেখছি মৃদু কত পদক্ষেপ, অহংকারে।++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সুন্দর প্রসংশার জন্যে অনেক ধন্যবাদ ভাইয়!!! :)

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: বেশ লাগলো ভাই, অনেক গভীর হয়েছে, একদম ছুঁয়ে গেল। চালিয়ে যান, শত শুভকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী অনেক ধন্যবাদ, আপনাকে শুভকামনা!!

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

htusar বলেছেন: খুবই জটিল ; সব উপর দিয়া গেল ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুব সহজ বিষয়টি, হারিয়ে যাওয়াই আমার মতো সামান্যের নিয়তি। আমাকে কেউ মনে রাখবেনা, হয়ত কাঁদবে একটু, কিন্তু একসময় ভুলে যাবে। এটা সাধারনের প্রতি করুনা স্বরূপ লেখাও বলতে পারেন।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

রোজেল০০৭ বলেছেন: চরম লাগলো।

+++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, মন্তব্যতে অনেক উৎসাহিত হলাম।।


নিরন্তর ভাল থাকুন এই শুভকামনা।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

মনিরা সুলতানা বলেছেন: পদচিহ্নহীন পথের শেষে পৌঁছে পেছনে ফিরে তাকানো তাদের জন্যে করুনা হয়। পেছনে ফেরা আর হয়না, সামনে শুধুই বিশাল শুন্যতা। করুনা হয় নিজের তরেও ।
কবির আক্ষেপ

আপনি কি জানেন , এমনি একটা সৃষ্টি ই যথেষ্ট পদচিহ্ন রাখার জন্য :)
আমাদের আক্ষেপ গুল ই আমাদের সৃষ্টি শীলতা বাড়ায় ।
অনেক শুভকামনা আপনার জন্য ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি বড়ই সামান্য, এতো বড় প্রসংশা হয়ত বইতে পারবোনা, শুধু বিনম্র ধন্যবাদ জানাই।


অনেক শুভকামনা আপনাকেও, অমর একুশের কোটি শুভেচ্ছা। আমার ব্লগ পাতায় প্রথম মন্তব্য বলে স্বাগতও জানাই।


ভাল থাকবেন সবসময়।

১৮| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

রাইসুল নয়ন বলেছেন: আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.