![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করেন ছাত্র শিবিরের এক বড় ভাই।
শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।
গত শুক্রবার রাতে রাজীব হত্যাকাণ্ডে জড়িত নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ ছাত্রকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন ফয়সাল বিন নাইম (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রোমান (২৩), নাঈম সিকদার (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)।
পুলিশের জিজ্ঞাসাবাদে সবাই রাজীব হত্যার কথা স্বীকার করেছেন বলেই জানান মনিরুল ইসলাম।
তিনি বলেন, “আটক ছাত্ররা জানিয়েছেন রাজীবকে হত্যা করা তাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে বলেই তারা এটা করেছে।”
মূল পরিকল্পনাকারী শিবিরের সেই বড় ভাইকে গ্রেফতার করা হয়নি জানিয়ে মনিরুল ইসলাম বলেন, “তাকে গ্রেফতারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনিও নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম (পশ্চিম), ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান, এডিসি মশিউর রহমান, অতিরিক্ত উপকমিশনার মানস কুমার পোদ্দার, সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম।
তার নেতৃত্বে একাধিক টিম ঢাকা মহানগরীর কাঁকরাইল, বারিধারা বসুন্ধরা, পান্থপথ এবং খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী এবং ব্লগার রাজীব হায়দাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি চাপাতি, ৪ টি ছোরা, ১টি বাই সাইকেল, ১ জোড়া কেডস, ৭টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন সেট ও ১টি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি পল্লবী পলাশ নগরে নিজ বাসার সামনে ব্লগার রাজীব হায়দার অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নিহত হন এবং এই হত্যাকাণ্ডের পর পল্লবী থানায় নিয়মিত মামলা দায়ের হয়। পরে পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৫ জনকে।
আটক আসামিদের মধ্যে ফয়সাল বিন নাঈমের বাড়ি মাতুয়াইল, ঢাকা এবং অনিকের বাড়ি- কেরাণীগঞ্জ এবং তারা দু’জনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র।
নাঈম কোডা কলেজ, ঢাকা থেকে এইচ এস সি পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, অনিক ম্যাপল লিফ থেকে ও-লেভেল এবং এ-লেভেল পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। রুম্মানের বাড়ি ঝিনাইদহ জেলায় ও ইরাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তারা দু’জনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। গ্রেফতার হওয়া অন্য আসামি নাফিস ইমতিয়াজ সান সাইন গ্রামার স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল পাশ করে একই বিশ্ববিদ্যালয়ের বিবিএ’তে ভর্তি হয় এবং বর্তমানে সে তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি সন্দ্বীপে।
গ্রেফতার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নামাজ কক্ষে নামাজ পড়তে গিয়ে একে অপরের সঙ্গে পরিচিত ও ঘনিষ্ঠ হয়। সেই সূত্রে তারা ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত এবং ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য শেয়ার করত। তাদের গ্রুপের এক বন্ধু একসময় বাংলাদেশ ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সেই বন্ধুটি তাদের ইন্টারনেটের বিভিন্ন ব্লগের ঠিকানা দেয় এবং সেইসব ব্লগ থেকে ডাউনলোড করা তথ্য তাদের মধ্যে সরবরাহ করে। এই বন্ধু গ্রুপের সদস্যরা এইভাবে থাবা বাবাসহ বিভিন্ন ব্লগারের লেখার সঙ্গে পরিচিত হয় এবং একপর্যায়ে ‘থাবা বাবা’ সম্পর্কে রটানো বিভিন্ন গুজবে বিশ্বাস করে থাবা বাবা নামধারী ব্লগারকে সনাক্ত করে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করে।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে পল্লবীর পলাশ নগর এলাকার নিজ বাসার সামনের রাস্তায় এই উগ্রপন্থী ও ধর্মান্ধ আসামিদের হাতে থাবা বাবা নামধারী ব্লগার রাজীব হায়দার নিহত হন।
মনিরুল বলেন, “আটক ব্যক্তিরা সবাই আলোচনা সাপেক্ষে ব্লগার রাজীবকে হত্যা করার পরিকল্পনা করে। তারা রাজীবের ব্লগে এবং ফেসবুকে ঢুকে রাজীব সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং রাজিবের বন্ধুদের পরিচয় ও ছবি দেখে রাজীবকে ফেসবুকে শনাক্ত করে। তারা নিয়মিতভাবে রাজিবের ফেসবুক একাউন্ট সার্চ করে এবং শাহবাগ গণজাগরণ আন্দোলন শুরু হওয়ার পর তারা রাজীবের ফেসবুক স্ট্যাটাস থেকে জানতে পারে রাজিব শাহবাগে আসবে।
তখন তারা তাকে শনাক্ত করার জন্য একটি গ্রুপ যার নাম ‘ইনটেল গ্রুপ’এবং শনাক্ত করে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার জন্য অপর গ্রুপ যার নাম ‘এক্সিকিউশন গ্রুপ’ গঠন করে। ইনটেল গ্রুপের সদস্য হচ্ছে- এহসান রেজা রুম্মান, মাকসুদুল হাসান অনিক, নাঈম সিকদার ইরাদ সহ আরও দু’জন। এক্সিকিউশন গ্রুপের সদস্য হচ্ছে- ফয়সাল বিন নাঈম, মাকসুদুল হাসান অনিকসহ আরও একজন। ইনটেল গ্রুপের সদস্যরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ ও রেকি করবে।
ইনটেল গ্রুপের সদস্যরা ৯ ফেব্রুয়ারি শাহবাগ যায় এবং থাবা বাবা নামধারী ব্লগার রাজীবকে খোঁজা শুরু করে। এর ২/১ দিনের মধ্যেই ‘থাবা বাবা’র বন্ধুদেরকে চিহ্নিত করার মাধ্যমে ব্লগার রাজীবকে চিনতে পারে তারা। রাজীবকে চেনার পর ইনটেল গ্রুপের সদস্য মো. এহসান রেজা রুম্মান শাহবাগ থেকে সাইকেলযোগে বাসে ওঠা রাজীবকে অনুসরণ করে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত যায়। প্রথম দিন রাজীবের বাসা চিহ্নিত করতে পারে নি। এর পরে পুনরায় তাকে একইভাবে অনুসরণ করে রাজীবের পল্লবীস্থ পলাশনগরের বাসা চিহ্নিত করে।
রাজীবের বাসা চিহ্নিত করার পর কয়েকদিন ধরে ইনটেল গ্রুপের সদস্যরা তাকে রেকি করা শুরু করে। এসময় বিভিন্ন তথ্যও সংগ্রহ করে। তারা রাজীব কখন বাসায় আসে, কখন বের হয়, কার সঙ্গে ঘোরাফেরা করে এবং কি ধরনের কাজ করে সমস্ত বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে। ইনটেল গ্রুপের সদস্য মাকসুদুল হাসান অনিক হত্যাকাণ্ড সংশ্লিষ্ট বিভিন্ন অস্ত্র কেনা ও অন্যান্য খরচ বাবদ টাকা দিয়ে সাহায্যে করে।
অনিক নিজেই বাড্ডা নতুন বাজারের একটি দোকান থেকে ৩ হাজার টাকা দিয়ে চাপাতি ও ছোরা কেনে। তথ্য সংগ্রহ ও যাবতীয় প্রস্তুতি শেষে ঘটনার দিন সবাই মিলে সাইকেলে ও বাসে চড়ে বিকাল ৪টার দিকে পল্লবীর পলাশ নগরে অবস্থিত রাজীবদের বাসার গলিতে অবস্থান নেয় এবং স্কুল ব্যাগ, ক্রিকেটের ব্যাট ও বল ইত্যাদি সঙ্গে রাখে। আসামিরা সবাই মিলে গলিতে ক্রিকেট খেলে এবং রাজীবের বাসায় ফেরার অপেক্ষায় থাকে।
সন্ধ্যার দিকে রাজীব যখন পল্লবীর বাইশটেকি হয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন তখন ইনটেল গ্রুপের সদস্যরা তাকে অনুসরণ করে এবং বাসার গেইটের কাছাকাছি পৌঁছার পর এক্সিকিউশন গ্রুপের সদস্যদের একজন ফয়সাল বিন নাঈম ওরফে দীপ চাপাতি দিয়ে কোপ দেয়। এতে আহত হয়ে রাজীব চিৎকার করে দেয়ালের ওপর পড়ে যান। তারপর ফয়সাল রাজীবকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। আসামি অনিকও তার হাতে থাকা ছোরা দিয়ে এ হত্যাকাণ্ডে অংশ নেয়।
এসময় কেউ একজন খুন খুন বলে চিৎকার করলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।
মনিরুল আরও জানান, হত্যাকাণ্ড ঘটিয়ে ঘটনাস্থল ছাড়ার আগে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি রাস্তার মোড়ের পানের দোকানের সামনে ফেলে যায় তারা। রাজীবকে হত্যা করার সময় আসামি নাঈমের এলোপাথাড়ি কোপের একটি কোপ অনিকের পায়ের জুতোয় লাগে। এতে তার পায়ের বুড়ো আঙ্গুলের কিছু অংশ কেটে যায়।
পরে অনিক রুম্মানের সঙ্গে কাঁকরাইল এলাকায় জুতাজোড়া খুলে জাতীয় চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের পুকুর পাড়ে ফেলে যায়।
অনিক গ্রেফতার হওয়ার পর তার সহায়তায় জুতাজোড়াও উদ্ধার করা হয় জানিয়ে মনিরুল আরও জানান, গ্রেফতার হওয়া আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আরও একটি চাপাতি ও চারটি ছোরা শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশে ড্রেনের মধ্যে ফেলে যায়। তাদেরই দেওয়া তথ্য ধরে সেগুলো উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয় বলে জানান তিনি।
এ হত্যাকাণ্ডে আসামিরা একটি সাইকেল ও দু’টি স্কুল ব্যাগ ব্যবহার করেছে। সেগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানান মনিরুল।
প্রাথমিক তদন্তে আলোচিত এ হত্যাকাণ্ডের সঙ্গে মোট ৭ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “গ্রেফতার করা ৫জন ছাড়া পলাতক অপর ২ জন আসামিকে গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে।
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি বাংলাদেশি, আর বাংলাদেশ ভালবাসি। ভারত-পাকিস্তান এর গুষ্টিমারিনা।
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগু আর ছাগিয়তাবার যখন এক হয়ে যায়, তখন তো কতকিছুই মনে হবে। আওমিলিগ সমর্থন কে করে? তো সেইজন্যে কি আমাকে ছাগু হইয়া ল্যাদাইতে হবে বাঁ জামায়াত এর নতুন মহিলা আমির খালাদাজিয়াকে মাইন্য গইন্য করতে হবে? নিজেদের দিকে দেখেন, মানুষকে ভারতীয় বলে নিজের শরীরে আবার বেজন্মা কুত্তার পাকিস্তানীর ট্যাগ লাগিয়ে নেওয়া হচ্ছে না তো?
ভেবে দেখবেন কিন্ত। শুধু ব্লগের বয়সের কারনে আর কিছু বললাম না। ট্যাগ দেওয়া শেখার আগে ছাগলের দল ছাইড়া দিয়া।
২| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
শোয়েব হাসান বলেছেন: Eita taile dada ami aj bujlam
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভারত তোমার ওইটার ভিতরে ঢুকায় দিলে ভাল হইত না? খানঃপোঃ নিজেরা তো বাংলাদেশি হতে পারলি না, মানুষকে ট্যাগ দিস। আমাকে কতটুকু চিনিস????? যে ট্যাগ দিস? কয়টা পোস্ট পরছিস? ফালতু লোকজন।
৩| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
খ্যাংরা কাঠি বলেছেন: Click This Link
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধুরবাল! এইটা তোমার ধারনা!!!! আর ফ্যাক্ট!? আমিতো নিউজ শেয়ার দিছি। মানতে এতো আপত্তি ক্যান? লাগে না কি জায়গা মতো?
৪| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
খ্যাংরা কাঠি বলেছেন: বাপস.।.।.।।।পইড়া মনে হইল শিবির তিগো পোলাপাইন গুলারে special ops ট্রেনিং দেয়। আবাল পাইছনি বাংলাদেশের মানুষগোরে!
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শিবির এর সাথে ঘষো নি?
৫| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: আমিতো আরো জানতাম এটা হাম্বাহারুনের উত্তারাধিকারী :>
@সরোজ রিক্ত
আপনে এটা কি কইলেন
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উশটা খাইছিস নি কোনদিন? ড্যানিস চা হইয়া যাবি তখন।
৬| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
রশিক রশীদ বলেছেন: মাহমুদুর রহমানও কোন না কোন ভাবে এই খুনে জড়িত।
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাহমুদুরচুদুরবুদুর একজন কঠিন ষড়যন্ত্রকারী, দেশকে ধ্বংসের প্ল্যান শালার আর বিম্পির কাছে সে হিরু।
৭| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
খ্যাংরা কাঠি বলেছেন: নাঈম কোডা কলেজ,অনিক ম্যাপল লিফ অন্য আসামি নাফিস ইমতিয়াজ সান সাইন গ্রামার স্কুল থেকে পড়া। এগোরে শিবির বানাইবো কেডা!
আমার মনে হয়,রাজীব হত্যাকান্ডের চিপায় ফালায়া কিছু ইসলামের ধারক-বাহক ভাল পোলাপাইনরে(দেইখা যতটুকু বুঝসি আর কি) হয়রানি করা হইতেছে
০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভ্য ভ্যা, ম্যা ম্যা, ব্যা ব্যা।
৮| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: @খ্যাংরা কাঠি
হাম্বালীগের আরেকটা নাটক...আরেকটি মিথ্যাচার ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভ্য ভ্যা, ম্যা ম্যা, ব্যা ব্যা। ছাগলের পাল দেখলে মেজাজ গরম হয়।
৯| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
আদনান মাননান বলেছেন: Click This Link
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১০| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
এম.ডি জামান বলেছেন: পুরো রিপোর্টে এরা যে শিবিরের কর্মী তার কোন উপযুক্ত তথ্য বাংলা নিউজ২৪ এর রিপোর্টার দিতে পারেনি।
আমার মনে হচ্ছে এরা হিজবুত তাহরীর সদস্য হতে পারে। তবে সরকার শিবিরকে ফাসাঁনোর জন্য যা যা করা দরকার তার সবই করবে আশা করা যায়।
আর কিছু দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন রাজীব হত্যাকারী হিসাবে ৫ জন কে আটক করা হয়েছে, তাহলে ওরা কোথায় এবং কারা?
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাহ, এরা শিবির সদস্যই, স্বীকারোক্তি মূলক জবান বন্দিও দিয়েছে।
১১| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
স্পাইসিস্পাই001 বলেছেন: ব্লগ তো ছাগুতে ভরে গেছে ..... সোনা ব্লগের ছাগুরা তো দেখি এইখানে আইসা গেছে......
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাদের টাইম মতো পাইনা, ছাগিয়তবাবাদ জিন্দাবাদ।
১২| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
মেকগাইভার বলেছেন: যদি ঘটনা সত্য হয় তাহলে চিন্তার ব্যাপার।
এরা কিভাবে রাজিবের আসল পরিচয় আর ঠিকানা যোগার করলো সেটা জানতে চাই।
যতদূর জানি রাজিব তার আসল পরিচয় ব্লগ আর ফেইসবুকে গোপন রাখছিলো।
ষাধারন কিছু ছাত্র কিভাবে ইন্টারনেটের যেকোন ব্লগারের আই, পি, ফলো করে তার ফিসিকাল এড্রেস খুজে পেলো?
রাজিবের মতন ধর্মকে গালা গালি করা ব্লগার দের আমি মোটেও পছন্দ করি না। কিন্তু তাকে খুন করা আরো বেশি জঘন্য কাজ।
আমি তো নিজেও খালেদা হাসিনা কে ব্লগে গালা গালি করি। এখন কি তাহলে নিরাপত্তার ভয়ে আমরা সেটাও করতে পারবো না?
বাংলাদেশের একমাত্র বাক স্বাধিনতার যায়গাটাও কি আমরা হারাবো শেষপর্যন্ত?
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রশ্ন এই বিষয়ে অনেকই রয়ে গেছে। আসা করি সব সামনে আসবে।
১৩| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: বালগাছ পন্থীরা এইখানে প্রশ্ন তুলবেই এইটা স্বাভাবিক । কিন্তু কথা হচ্ছে কয়েকটা খান্কির পোলা অফটপিক টাইনা কি তুলছে বেজন্মা মাল্টির দল একটারে চিনছি খানকির পোলা তোরে রিয়েল নিকে আয় যদি সাহস থাকে
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিম্পির মানুষজনরে ঘষেটি বেগম এর ভাসুন এর পড়ে লাফাইতে দেইখা অসহ্যই লাগছে। ইহাকেই বলে ছগিয়তাবাদ।
১৪| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
আকাশ৮৬ বলেছেন: এগুলো কমলা নাকি, লক্ষ টাকা খরস কইরা কমলা খাটে..মূল আসামী ধরা পরে নাই ..নাটক এগুলো বিস্সাস হচ্ছে না..
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক সামনে কি আসে।
১৫| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
নির্জন সৈকত বলেছেন: ছাগুরা এইখানে কাঁঠাল পাতার লোভে ভীড় জমাইসে দেখি… সবাইরে একটা একটা কইরা কাঁঠাল পাতা বিতড়ন কইরা দেন। আর ব্লগার রাজীবের খুনিদের ফাঁসির দাবী করতেসি। আর ওই বড় ছাগুটাকে তাড়াতাড়ি ধরা উচিত।
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বহুত কিছু দিয়া দেখছি, ছাগল ম্যা দিবেই, এবার অন্য ওষুধ আবিষ্কার করা দরকার।
১৬| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
বাংলার হাসান বলেছেন: কমেন্ট পড়ে মজা পাইলাম অনেকেই পোষ্টের মুল বক্তব্য রেখে আজাইরা কমেন্ট করে।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইহা স্বভাবের দুষ।
১৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪১
সীমানা ছাড়িয়ে বলেছেন: স্পাইসিস্পাই001 বলেছেন: ব্লগ তো ছাগুতে ভরে গেছে ..... সোনা ব্লগের ছাগুরা তো দেখি এইখানে আইসা গেছে......
একদম ঠিক কথা। ছাগুরা তোমরা পাকিস্তানের গিয়া লেদাও।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১৮| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: sotto udghatito hok
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম!
১৯| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: তুমি ব্লগের নব্যপয়দা নেয়া হারুনেরপয়দা :> তো তুমি হাম্বালীগের ওয়ার্ড কমিটির কোন পদে আছো :>
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পরিচয় সময় হইলেই পাইযাবা! চিন্তা লিওনা!!
২০| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
ওই চোরা বলেছেন: সরকারও দেখি মেজিক দেখায় মানুষকে বিনোদন দেয়ার জন্য। কিন্তু সরকার খোদইযে একটা ম্যাজিক তা কি হাসিনা বানু জানেনা??
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ! সেই ম্যাজিক বিম্পিকে দেখাইছিল কয় বছর আগে, কিন্তু বিম্পি সেই ম্যাজিক বুঝতারেনাই, এখনও আগের পথেই হাঁটে!
২১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
নির্জন সৈকত বলেছেন: তাইলে এক কাজ করেন, ইন্দুর মারার বিঁষ খাওয়ায় দেন। ইন্দুরের মত মরুক।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
সরোজ রিক্ত বলেছেন: দাদা, তুমি নাকি কলকাতা থেকে ব্লগাও? তুমি নাকি লোকও ভাল। তয় বাংলাদেশের ব্যাপারে তোমার অবস্থান কেমন জানি।
বাংলাদেশ আওয়ামী লীগ ভারতীয় শাখার কোন্ পদে আছো দাদা!!