![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ লাগছে হাঁটতে। আসেপাশের ধূসর জগতের দিকে তাকিয়ে "সব সুন্দরের" পথে হাঁটছি আমি। পায়ের নীচে মিহি তুষার কণা, হিমবায়ু চারিদিকে। তবে অবাক করা বিষয় হল, সাধারণ পোষাকেও এতটুকু শীত করছে না। ঠাণ্ডায় অবশ হয়ে যাচ্ছে না হাত-পা। নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছেনা এতটুকু। সুখের অনুভূতি যেন ঘিরে রেখেছে। চারিদিক যেন সুন্দর ও শান্তির সংজ্ঞা দিচ্ছে। হঠাৎ প্রচণ্ড ধাক্কা, উঁহু, শব্দ। জগতটি মিলিয়ে গেল।
নিজেকে আবিষ্কার করলাম বিছানায়, কম্বলের তলে গুটিসুটি মেরে শুয়ে আছি। ধাক্কা বা শব্দ আসছে দরজা থেকে, মা ডাকছে।
সারা দিলাম। উঠতে ইচ্ছে করছে না, প্রচণ্ড আলসেমি হচ্ছে। স্বপ্নটি হুবহু মনে করতে পারছি । ঠিক যেমনটি সচেতনভাবে মনে রাখতে পারি চার বছর বয়স থেকে। এতো সুন্দর জায়গাটি! যাই হোক, ক্লাস আছে, উঠে পড়লাম। এই যাহ, আমাকে তো আপনারা কেউ চিনেন না। আমি রায়ান, রায়ান আলফ্রেড। বাবা বেঁচে নেই, মায়ের সাথে থাকি। আর বাকি ব্যাক্তিগত বিষয়গুলো না হয় নাই জানলেন।
স্বপ্নবাজ মানে কি? আক্ষরিক বিচারে হয়ত আমাকে বলাও যায়। প্রচুর স্বপ্ন দেখি, জেগে থেকে ভবিষ্যতের নয়, ঘুমিয়ে ঘুমিয়ে কালহীনতার স্বপ্ন। অন্যদিকে আমি আবার প্রচণ্ড ঘুমকাতুরে। বেশ লম্বা সময় ধরে ঘুমানোর বিষয়টি রয়েছে আমার মাঝে। তবে আমার বিষয়ে আশ্চর্য বিষয় যেটি, আমার দুইটি জগত রয়েছে। সেখানে সমানভাবে বিচরন করি আমি। সেই জগতে আমি সম্পূর্ণ আলাদা, সেখানকার সবকিছুই আলাদা। ওখানকার মানুষ, জীবন, খাদ্য সবই আলাদা। আমার শব্দগুলো হয়ত ঠিক নেই। মানুষ বলে না ওদের, একই বৈশিষ্ট্য ও আকৃতির প্রাণীদের ওই জগতে বলা হয় Spebug(স্পেবাগ), আর সেই জগতের নাম স্পেলুকান। হাসি পেলে আমার কিছুই করার নেই। এসবই আমার অতিকল্পনা, অসুস্থতা নাকি সত্য সে প্রমান দিতে পারবো না। তবে ইটস ওকে! আমি মেনে নিয়ে অভ্যস্ত হয়ে গেছি। এই বিষয়ে কিছু বলার অনুমতিও নেই পৃথিবীর কাউকে, তাই লিখছি।
সেখানে একটি নির্দিষ্ট স্তরে না গেলে নাম পাওয়া যায়না। আমাদেরকে সংখ্যায় সম্বোধন করা হয়। এই “সংখ্যা সময়টিকে” বলা হয় শিশুকাল। তবে ওখানে সংখ্যা পদ্ধতি আলাদা, এখানকার সাথে মিলে না।
এখন বলি স্পেলুকান বিষয়ে। আমার পরিবারে আছেন মা ও বাবা, ওনারা যা যা বলেছেন তাই লিখছি। পৃথিবী হচ্ছে স্পেলুকান এর স্বপ্ন বা কল্পনা। আর পৃথিবীর অস্তিত্ব হচ্ছে স্পেবাগদের জীবনচক্রের একটি নির্দিষ্ট সময়ে দেখা স্বপ্নের মাঝে। প্রতি একশ বছরের সমপরিমান সময়ে একজন করে স্পেবাগ এমন ক্ষমতা নিয়ে জন্মায় যে দুই জগতেই সমান বিচরন করতে সক্ষম। আমি এই শতকের সেই বিশেষ স্পেবাগ। খুবই উন্নত জগত স্পেলুকান, খুবই সুন্দর, সবকিছু সহজ ও সাজানো, কন্সেপ্টে কিছুটা কল্পনার স্বর্গের সাথে মিলে যায়। স্বর্গকে পৃথিবীতে ধারনই করা হয়েছে স্পেবাগদের জীবনকে কল্পনা করে। ওখানে শুধু জগতের স্বার্থে ও প্রয়োজনে কাজ করতে হয় বিভিন্ন সময়ে, বিনিময়ে সব চাহিদা পূরণ করা হয় আমাদের লিডার স্পেবাগের দ্বারা। তবে স্পেলুকানের প্রানিদের মাঝে শুধু একটা জিনিষ নেই, অতিরিক্ত ইমোশন, তারা ইচ্ছা করলেই এটি নিয়ন্ত্রন করতে পারে। ভালবাসা, মায়া-মমতা ওদের মাঝে বৃহত্তর প্রভাবক নয়। কিছুটা যান্ত্রিক কিন্তু অপার সুখের সে ভুবন। সবকিছু নিয়মে বাঁধা হলেও ওখানে সবাই সুখী।
শিশু স্পেবাগদের মনে বেশ আবেগের খেলা চলতে থাকে, তাই স্পেবাগদের কল্পনা অংশ এই মানবজীবন অংশে বেশ প্রকট হয়ে ধরা দেয়। আমার বয়স প্রায় চব্বিশ(পৃথিবীর হিসেবে), এতদিনে যা বুঝেছি, ক্ষুধা, দারিদ্র, ধনী-গরীব, সুখ-দুঃখ এবং ক্ষমতাবান-ক্ষমতাহীন শব্দগুলো শুধু পৃথিবীর জন্যেই বরাদ্দ। বা পৃথিবীর জায়গায় আমার কল্পলোক শব্দটি ব্যাবহার করা উচিত হবে। সেখানে যেমন নেই কোন দুঃখ-কষ্টের অবস্থান, নেই কোন শেষ। সেখানে মৃত্যু নেই। হ্যাঁ তবে ধ্বংস আছে। এবং তা হয় শুধুই স্বেচ্ছায় যদি কেউ তা বরন করতে চায়। স্পেলুকানেও বিবাহের মতো একটা ব্যাবস্থা আছে। “কম্প্যাটিবিলিটির” ভিত্তিতে পেয়ার নির্ধারণ করা হয় এবং তাদেরকে একসাথে থাকার অনুমতি দেওয়া হয়। মিলের পূর্ব-পর্যবেক্ষণ কখনই ভুল হয়না।
শিশুটি জন্মানোর পরে একটি বয়স পর্যন্ত বেড়ে ওঠে। তবে এটি নির্দিষ্ট নয়। এই সময়কাল কখনও ১৫/২০ বছর আবার কখনও ৮০/১০০ বছর। শরীরের বিভিন্ন খনিজ এর তারতম্যের ভিত্তিতে এই সময়কাল নির্ধারিত হয়। এই বেড়ে ওঠার সময়টিই মুলত স্পেবাগরা ঘুমায়। বৃদ্ধির তারতম্যে এই ঘুমের পরিমানেও কম বেশী হয়ে থাকে। এই ঘুমের সময়টুকুতেই স্পেবাগদের কল্পনা করতে হয়, এটি বৃদ্ধির মানসিক অংশ। তবে এই কল্পনা বিশাল এক ক্যানভাসে এঁকে যাবার মতো। যেখানে তুলির আঁচড় দেওয়া চলে কিন্তু মুছে ফেলা চলে না। তাই এক স্পেবাগ আগুন জ্বালাতে শিখল তো আরেক স্পেবাগ দেখল চাঁদের পিঠ কি রকম। কোন কোন অসাধারণ প্রতিভাধর স্পেবাগ কল্পনায় গড়ে তুললো মহাবিশ্বের বিশালতা যা স্পেলুকানের তুলনায় এক মহাসুমুদ্রে একবিন্দু জলের সমানও নয়। কল্পনায় তারা গড়ে তোলে পরিবার এবং স্পেলুকানের ধারা বজায় রাখতে সেই পরিবার এগিয়ে চলে। কল্পনাও এগিয়ে চলে তার সাথে। অনেক অনেক অনেক গত বা বর্তমান স্পেবাগের কল্পনা হচ্ছে আজকের এ পৃথিবীর সমস্ত কাহিনী। আর ভবিষ্যৎ অশেষ স্পেবাগ হবে এই মহাবিশ্ব বা অশেষ ঘটনা প্রবাহের বিষয়। তারা এখানে নতুনত্বের খেলায় মাতবে, আবিষ্কারের নেশায় বুঁদ হবে, সৃষ্টিশিলতায় হতে চাইবে পরিপূর্ণ! কিন্তু এসবই একটি শিশু স্পেবাগের খেলা। পুতুল খেলার মতো বিষয়টি। তবে এই খেলার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে, এটি চির চলমান। স্পেবাগ এর শেষ হবেনা, ধ্বংস হবেনা স্পেলুকান, আর কল্পনা করে যাওয়া হবে এই পৃথিবীকে, স্পেবাগদের স্বপ্নে।
স্পেবাগের বেড়ে ওঠার শেষ হয় এক সময়ে, মস্তিষ্কের বিকাশও পূর্ণতা লাভ করে। তখন আর ঘুম আসেনা, কেউ ঘুমাতে পারেনা বা প্রয়োজন হয়না। কল্পনাও আর আসেনা তখন। তাই পৃথিবী বলে কোন কিছুর অস্তিত্ব আর থাকেনা তার জন্যে। আপাত অস্তিত্বহীন এই পৃথিবী গ্রহে স্পেবাগদের স্বপ্ন বুনে যাওয়া তবু চলতে থাকে।
কল্পনার মাঝে মৃত্যু হয়, কল্পনায় অবসান হয় কল্পনার মৃত্যু দিয়েই।
আমি কখনই দুঃস্বপ্ন দেখিনি। তবে আমি জেনেছি, কল্পনার অভিজ্ঞতা পড়েছি, শুনেছি। অনেকের সাথে কথা বলে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছি। পরে প্রশ্ন করে জেনেছি, প্রতিটি স্পেবাগের ব্যাক্তিগত বৈশিষ্ট্য অনুসারে তার স্বপ্ন নির্ধারণ হয়। এতে ভুমিকা থাকে শারীরিক উপাদানগুলোরও।
আমি অনেককে চিনি, যারা আমার আসেপাশেই রয়েছে। আমি জানি ওদের বিকাশ কবে পূর্ণ হয়ে যাবে, তবে আমার বলার অনুমতি নেই। আর অপ্রাপ্তবয়স্ক স্পেবাগদের কল্পনার খাতিরে অনেক চরিত্র এখানে কো-একজিস্ট করে। যেমন আমার কারনে আমার মা হিসেবে একজন রয়েছেন যার ওরিজিন মুলত স্পেলুকান। তবে এর উপরে আমার নিয়ন্ত্রন নেই। এ শুধুই আমার মস্তিষ্কের খেলা।
স্পেলুকানে আমার পরিবার আমাকে ভালভাবে ব্রিফ করেছে সবকিছুই। আগামীকাল আমি আমার বিকাশ স্তর শেষ করতে যাচ্ছি। আজ রাতেই আমি জেগে উঠবো স্পেবাগে, আর কল্পনায় ফিরতে পারবো না। পৃথিবীর অস্তিত্ব আমার জন্যে বিলীন হয়ে যাবে। আর আমি চিরজীবন থাকবো "একমাত্র" জগতে। এই পূর্ণ জাগরন হয় প্রচণ্ড এক ব্যাথার মধ্যে নিয়ে। এটাই নিয়ম। আর ব্যাথাটি হয় মানসিক, অর্থাৎ স্বপ্নের মাঝে কিন্তু তা শরীরে ছড়িয়ে গিয়ে জাগিয়ে তোলে। স্পেলুকানে "সে" ঘুমন্ত বা জাগ্রত থাকুক, স্পেবাগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে ব্যাথাটি আবশ্যক।
আজকের স্বপ্নটিই আমার শেষ স্বপ্ন। আমি স্পেলুকানে জেগে থাকা অবস্থায় আমার শিশুকাল শেষ করতে যাচ্ছি, আজ রাতে। আমার নিয়তি আমি জানি, পৃথিবীর কেউ যা জানেনা। ডায়েরিটা রেখে দিলাম একপাশে, আমার কল্পনায় রেখে যাচ্ছি এই ডায়েরি, যেই পড়বে, বিশ্বাস করতে পারবেনা কিছুই। তাই ভয়ের কিছু নেই। কল্পনা আর বাস্তবতায় এতো ভারী পর্দা টেনে দেওয়া রয়েছে, কেউ কোনোদিন দেখতে পারবেনা সত্যটি। কেউ জানতে পারবেনা, পৃথিবী শুধুই অলীক কল্পনার নাম। জীবন ধারন শুধুই কল্পনার খেলা। যাদের এসব জানতে নেই, তাদের জানিয়েই বা কি লাভ। কি লাভ এটি জেনে যে, পৃথিবীতে ঘুমিয়ে দেখা জগত আমাদের কল্পনা নয়, বরং সত্য। পৃথিবীতে জেগে থাকা প্রতিটি মুহূর্ত শুধুই আমাদের কল্পনা, স্পেবাগদের।
আমি ঘুমিয়ে পড়ছি। আমি বিদায় নিচ্ছি, আমি জানি এই ঘুম আমার ভাংবেনা... অথবা ঘুম আমার ভেঙ্গে যাচ্ছে চিরতরেই। আমি আমার মা-বাবাকে অপেক্ষায় দাঁড়ানো দেখতে পাচ্ছি। অসীম আলোর ওপারে ওরা দাঁড়িয়ে। সামনে স্পেলুকানের পথ, অপূর্ব। কল্পনার মা, বাবা, বন্ধুরা আজ বাস্তব হবে সবাই, বাস্তব জগতে। আমার এখন যাবার কথা, তবু যেতে ইচ্ছে করছে না কল্পনাকে পেছনে ফেলে।
আমি চিৎকার করে বললাম, "আমার একটি প্রশ্ন রয়েছে", “স্পেলুকানের বাইরে কি রয়েছে?”
অপেক্ষমাণদের জবাব এলো, “স্পেলুকানের বাইরে কিছু নেই। স্পেলুকান হচ্ছে শুরু থেকে অশেষ। স্পেলুকানই সবকিছু। স্পেবাগই অস্তিত্ব। বাকি সবই অলীক। অলীকতা শুধু কল্পনায় শ্রেয়, বাস্তবে এর কোন অবস্থান নেই। তোমাকে এখন বাস্তবে ফিরতেই হবে, তুমি আর কল্পনা করতে পারোনা।”
কল্পনার জঞ্জালের দিকে শেষ দৃষ্টিপাত আমার। ছুটতে শুরু করলাম, জাগরনের পথে। আমার বুকে প্রচণ্ড ব্যাথা......
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।।
২| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: কনসেপ্ট ভাল ছিল কিন্তু ছবিগুলো মনে হচ্ছে গল্পের থিমের সাথে যাচ্ছে না। আর গল্পের মাঝে মাঝে ছবি দেওয়াতে গল্পের মান কমেছে বলে মনে হয়েছে।
আর গল্পের নামটা অন্য কিছু দিলেও পারতেন। নামকরনেই কিন্তু গল্পের স্টোরি বলে দিয়েছেন আপনি!
তবে ওভারল ভাল হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাম নিয়ে আর কিছু আসেনাই তবে ছবির বিষয়টি আমিই তখন ঠিক করছিলাম, এখন প্রায় হয়েছে মনে করি।
অনেক ধন্যবাদ ভাই।
৩| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
রওনক বলেছেন: +
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৪| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ইখতামিন বলেছেন:
ভালো লাগা.
অনেক দারুণ হয়েছে.
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
স্বপনবাজ বলেছেন: স্বপ্নবাজ মানে কি?
আমারে নিয়া তানাটানি কেন ব্রো ?
সেই রকম হয়েছে ! ২ বার পড়লাম !
১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে রে, স্বপ্ন নামের পুলাপাইনদের জন্যে তো দেখি স্বপ্ন দেখা যাইব না! কপিরাইট নি মিয়া ভাই?
অনেক ধন্যবাদ ভাইয়া সুযোগ করে পড়ে ফেলার জন্যে!!!!!!
৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
মাক্স বলেছেন: অনেক সুন্দর লিখেছেন! ভালো লাগলো।
আর নাজিম ভাইয়ের কমেন্টেটা ভেবে দেখুন আমি উনার সাথে একমত!
১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: করেছি কিছু সংশোধনী। উনি যা বলেছেন সেই ভাবনা শুরুতেই হচ্ছিল
৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০
শিপু ভাই বলেছেন:
নাজিম ভাইয়ের সাথে সহমত।
এই গল্পটাকে এখানেই শেষ না করে এটাকে বড় একটা গল্পের ভূমিকা বা পটভূমি হিসেবে ভাবতেই বেশি ভাল লাগছে।
এটা সায়েন্স ফিকশন না ফ্যান্টাসী এটাও একটু ভাবতে হবে!!!
সুন্দর প্রচেষ্টা++++++++++
১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ভাইয়া!!!! সুন্দর মন্তব্য ও সময় করে পড়ার জন্যে অনেক কৃতজ্ঞতা।
৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: +
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই!!!!!!!!!
৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
তন্ময় ফেরদৌস বলেছেন: ্বেশ ভালো লেগেছে।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ তন্ময় ভাই।
১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: থিমটা দারুণ লেগেছে লিও। এই থিমে অনেক সাইন্স ফিকশান পড়েছি। ইন্টারেস্টিং একটা থিম। আশা করি আরো লিখবেন। ভাল লাগলো।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি!! সময় করে পড়ে দেখার জন্যে!!! ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম
১১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই ব্লগে গল্প-উপন্যাসের চলটা খুব জরুরি। আগে প্লাস। পড়ে দেখছি।
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়!
১২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
তারছেড়া লিমন বলেছেন: খুবই ভাল লেগেছে আমার +++++
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
১৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬
আমিই মিসিরআলি বলেছেন: সাইক্লোজিকাল ফ্যান্টাসি ++++++
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। সমস্যার মধ্যে পড়েছেন।
১৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২
এম হুসাইন বলেছেন: দ্বাদশ তম ভাললাগা।
চালিয়ে যান ব্রো। সাতে আছি।
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, দ্বিতীয় অংশ "স্পেলুকানের দিনপঞ্জি" এখন লিখছি।
১৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২
ঘুড্ডির পাইলট বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: বানানে বা লেখায় ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। ধরিয়ে দিলে খুশীই হবো।
টেকা দিবাইন
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্নে ভাই মানুষ ট্যাহা নিবাইন ক্যারে?
১৬| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩
শের শায়রী বলেছেন: আপনার লেখা অন্যতম শ্রেষ্ট গল্প। সামু যদি কোনদিন গল্প বাছাই করে এটা অবশ্যই সেই শর্ট লিষ্ট যাবে।
অসাধারন। নিজে প্রচুর গল্প পড়ি বলে গল্প নিয়ে সামান্য ধারনা আছে সেই আঙ্গিকে বললাম।
আবারো বলি অসাধারন। মুগ্ধ।
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার মন্তব্য নিঃসন্দেহে দারুনভাবে অনুপ্রানিত করবে। অনেক ধন্যবাদ ভাইয়া!!
১৭| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!! সায়েন্স ফিকশন লিখলে আপনি অনেক ভালো করবেন।
আচ্ছা,
মানুষ বলে না ওদের, একই বৈশিষ্ট্য ও আকৃতির প্রাণীদের ওই জগতে বলা হয় Spebug(স্পেবাগ), আর সেই জগতের নাম স্পেলুকান। হাসি পেলে আমার কিছুই করার নেই। এসবই আমার অতিকল্পনা, অসুস্থতা নাকি সত্য সে প্রমান দিতে পারবো না।
এই স্পেবাগ এবং স্পেলুকান টার্মদুটি কি আপনার সৃষ্টি না অন্য কোথাও পেয়েছেন? কিংবা আদতেই আছে???
এবার আপনার হাসি পেলেও আমার কিছু করার নাই।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লেগ পুল দিলেন ক্যান গো বাই???????????????
১৮| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
রেজোওয়ানা বলেছেন: সুন্দর লিখেছেন..
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ আপু!
১৯| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
রিমন রনবীর বলেছেন: দারুন হইছে
আরো লিখুন।স্পেবাগ ফিকশন চলুক।
+++
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দ্বিতীয় পর্ব লিখছি ভাই।
২০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
রিমন রনবীর বলেছেন: দারুন হইছে
আরো লিখুন।স্পেবাগ ফিকশন চলুক।
+++
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২১| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
আহনাফ আহমেদ আবির বলেছেন: ঘুম ভাঙ্গা বা না ভাঙ্গার বিষয়টি বোধগম্য হল না
কিন্তু পুরো লেখাটা অসম্ভব ভালো লাগলো
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিষয়টি সহজ। পৃথিবীর জীবন যাপনটি আমাদের অরিজিনের স্বপ্ন/কল্পনা। কিন্তু এটি চলমান।
২২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
কাজী মামুনহোসেন বলেছেন: রিমন রনবীর বলেছেন: দারুন হইছে
আরো লিখুন।স্পেবাগ ফিকশন চলুক।
+++
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: চলবে ইনশা আল্লাহ, আপনারা সাথে থাইকেন
২৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬
নিয়েল ( হিমু ) বলেছেন: এবার মেলায় জাফর ইকবাল স্যারের একটাও Science fiction বের হয় নাই । তুমি আরো কয়েকটা লেখলে এই খোভ টা একটু ভুলতে পারতাম
ভাল লাগল
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাইরালা, আম্রে মাইরালা ধন্যবাদ ভাই, লেখতেছি, আপনাদের ভাল লাগ্লেই হবে।
২৪| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২
মামুন রশিদ বলেছেন: থিম অসম্ভব সুন্দর । গল্পটাও ভালো হয়েছে । স্পেলুকান এর আইডিয়া নিয়ে আপনি যেতে পারেন অনেক দুর । চালিয়ে যাবেন আশা রাখছি ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: চেষ্টা করছি এগিয়ে নেবার, সাথে থাকবেন ভাইয়া!! অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি।
২৫| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
মুসাব্বির৬৬৬ বলেছেন: ভাল লাগলো গল্প। আরও লেখেন প্লিজ। পড়তে ইচ্ছা করে।
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাথে থাকবেন, অবশ্যই চেষ্টা করছি।
২৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬
টুনটুনি সুখি বলেছেন: সুন্দর হইছে ,
১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ আপনাকে
২৭| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
একজন নিশাচর বলেছেন: শুরুতেই বাজিমাত!
চালিয়ে যান। পরবর্তী ফিকশনের অপেক্ষায় থাকলাম।
+++
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সময় করে পড়েছেন !!
২৮| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
আমিনুর রহমান বলেছেন: অনন্য সুন্দর ও অনেক গোছানো লিখায় +++
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
২৯| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রচুর সায়েন্স ফিকশন পড়ার জন্যই হয়তো থিম টা ধরে ফেলেছিলাম আগেই।
কিন্তু একজন নন সাইন্স ফিকশন লেখক হিসেবে খুব ম্যাচিওরড লেখা।
++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: অতিকল্পনাও বাস্তবকে বাজেভাবে নাড়া দিতে পারে! খুবই ভাল লেগেছে আমার!!! +++++