নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

শব্দকটা 'তোদের' জন্য, 'আপনি দের' জন্য নয়!

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫





সফল ব্যাবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলেদের পেশাটুকু শুধুই মুখোশ। তাদের আসল বৈশিষ্ট্য হচ্ছে তারা মুলত কিডনাপার, চোর কিংবা ছিনতাইকারী!



এলাকার ভ্যেগানবন্ড, নিষ্কর্মা ছেলেটা, রবীন্দ্রনাথ রচনাবলীর রিমিক্স করা কবিটা, দেশ নিয়ে বসে বসে অযথাই ভেবে চলা অসামাজিকটা কিংবা উষ্কখুষ্ক-রুক্ষ চুল-দাড়ির অমনোযোগী ছাত্রটার প্রেম ভালোবাসা যে শুধুই গল্প-কবিতা-সিনেমার বিষয়বস্তু হয়ে যায় এক সময়ে তার দায়-দায়িত্ব সমাজের এই মহানদের উপরেই কোন ভাবে বর্তায়!



পাড়ার গলি-ঘুপচিতে অকারণেই হেঁটে বেড়ানো 'অমানুষটার,' চায়ের দোকানে উদাসী উচ্ছলতায় সিগেরেট ফুঁকে তারই ধোঁয়ায় নিজেকে হারিয়ে খোঁজা ছেলেটির ভালোবাসা কখনও হয়ে যায় ছিনতাই, কখনও স্বপ্নের মেয়েটিকে মুখ ফুটে চাওয়ার স্পর্ধাটুকুই বুকের মাঝে বাসা বাঁধার সাহস করে উঠতে পারে না, সাহসটুকু সফলদের ঝনঝানানিতে হয়ে যায় ম্রিয়মাণ-বিধ্বস্ত! ওরা ধ্বংস হয় নিজেদের অযোগ্যতার বিষণ্ণতায় ডুবে!



ওদের ছেঁড়া পকেটে ভালোবাসার তারল্যটুকু ধারনা করা শক্ত বড়। একা একা নদীর পাড়ে বসে শব্দ চাষ করা এই চাষীরা শুধু কাঁদতে জানে, এদের হাঁসিটুকুও যে সাথে ছিনতাই হয়ে যায়।



তোদেরকে আমিও ভালোবাসিনা, সময় সুযোগ হলে খানিক করুনা করে নেই! তোদের জন্য ভালোবাসা আশা করা অন্যায় যেমন ঠিক তেমনই কাউকে ভালোবাসাও পাপ। যে ভালোবাসা শুধু কষ্ট দেবে, কুড়েকুড়ে খাবে প্রতিটি মুহূর্তে তার জন্ম দেয়া অথর্ব জন্মদাতা তোদের প্রতি রইলো আমার ঘৃণা!

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ রাগ ঝারা কথা দেখলাম
আজিকার পোষ্টে
আসলে বাখ্রাবাজ এরা
দেশটাই শেষটায় ভরে যাবে দুষ্টে ।।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম এরা আস্তাকুড়বাসী :)

২| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩

মাহাবুব১৯৭৪ বলেছেন: সফল ব্যাবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলেদের কল্যানেই তো এলাকার ভ্যেগানবন্ড, নিষ্কর্মা ছেলেটা, রবীন্দ্রনাথ রচনাবলীর রিমিক্স করা কবিটা, দেশ নিয়ে বসে বসে অযথাই ভেবে চলা অসামাজিকটা কিংবা উষ্কখুষ্ক-রুক্ষ চুল-দাড়ির অমনোযোগী ছাত্রটা নায়কের স্থান পাচ্ছে।

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কল্প-কাহিনীর কথা বলছেন বুঝি? আমি বাস্তবতার কথা বলছিলাম! সিনেমায় যতবড় নায়কই হোক বাস্তবে এরা বঞ্চিত!

৩| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: আগুন ঝরা শব্দকটা'র সাথে আমিও আছি । আপনার অনুভুতিকে শত সহস্র সালাম জানাই ।


+++

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি অবশ্য সফলদের দলে! তাই করুনা কিনা ঠিক ধরতে পারলেম না ;) ;)

৪| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যপাতাব্রো!

৫| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর :) :)

৬| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অগ্নিঝরা পোষ্ট, শুভকামনা থাকলো।

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনিও নিরন্তর ভালো থাকুন এই কামনা করি! :)

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

েভােরর স্বপ্‌ন বলেছেন: শুধু কি সফল ব্যাবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়াররা চোর ডাকাত ? আমলা, সাংবাদিক, এরাকি সাধু..... ? নিতী নির্ধারক রাজনৈতিক নেতারা কি মহা পূণ্যবান ... ??

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুণ্যবান বা নিষ্পাপ তো কেউ নন! কিন্তু একটি বিশেষ অর্থে এই ভালোমানুষ - সফলমানুষরা নিজেদের অজান্তেই চোর বাটপার হয়ে যায় প্রেমিক হৃদয়ের কাছে!

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

েভােরর স্বপ্‌ন বলেছেন: বুঝচি... কাহিনি আছে........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.