![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করলেও এখন জীবন যুদ্ধে অর্থের অভাবে হেরেই যাচ্ছেন অসহায়-দরিদ্র মুক্তিযোদ্ধা আলী আকবর। বি.বাড়িয়া সদর হাসপাতালের চারতলার একটি কক্ষে তার হচ্ছে নাম মাত্র চিকিৎসা। তিনি বিপত্নীক এবং আপন বলতে তেমন কেউই নেই, স্ত্রী আর একমাত্র মেয়েও মারা গেছেন।। ফলাফলে চিকিৎসা বা যত্ন তার জন্য অতিকল্পনা।
এমনই অসহায় অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে কাতরাচ্ছেন সত্তরোর্ধ হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা আলী আকবর। প্রতিবেশির সহায়তায় হাসপাতালে ভর্তি হলেও অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা দিলেও অর্থাভাবে তা করতে পারছেন না।
গত সোমবার অজ্ঞান অবস্থায় প্রতিবেশি মহব্বত আলী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করান বীর মুক্তিযোদ্ধা আলী আকবরকে। চিকিৎসকরা ঢাকায় পাঠাতে বললেও অর্থাভাবে তা সম্ভব হয়নি। সদর হাসপাতালের চিকিৎসক শ্যামলচন্দ্র দেবনাথ বলেন, ‘আমরা ধারণা করছি তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে ঢাকা নিয়ে যাওয়া দরকার।’
এদিকে, এখন পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তাদের কেউ খোঁজ নেয়নি তার। আলী আকবরের বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলীনগর গ্রামে। তার মুক্তিযোদ্ধা সনদ নম্বর মুক্তি/ ব্রাহ্মণবাড়িয়া প্র: ৩/২৭/২০০২/৩৬৯৬।
তার মেয়ের জামাই হানিফ জানান, ডাক্তাররা জানিয়েছেন তার (আলী আকবর) অবস্থা খুব খারাপ। ঢাকা নিয়ে যেতে বলেছেন তারা। কিন্তু টাকার জন্যে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
দেশ দিয়ে যাওয়া মানুষগুলো কি বিনা চিকিৎসায় এই দেশের বুকে মরবে, আমরা চেষ্টাও করবো না তাকে বাঁচাবার? ধন্যবাদ বাংলাদেশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
--------------------------------------------------------------------------
প্রকাশিত খবরের লিংকঃ
অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা মুক্তিযোদ্ধা আলী আকবরের
চিকিৎসা হচ্ছেনা মুক্তিযোদ্ধা আলী আকবরের
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপডেট, আমরা চিন্তা করছিলাম কীভাবে তাকে বিবাড়ীয়া থেকে ঢাকায় নেয়া যায়, ইতোমধ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে। একজন ডাক্তার তার চিকিৎসার ব্য্যভার বহনে এগিয়ে এসেছেন। বাকীটা জানামাত্র ব্লগে জানাবো ইনশা আল্লাহ। সবাই এগিয়ে আসবেন আশা করি।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: দ্বিতীর কমেন্ট টা পড়ে ভালো লাগলো !
৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪
প্রিন্স মাহমু দ বলেছেন: আহারে ! আশাকরি একটা ব্যবস্থা হবেই ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৬
মুশে হক বলেছেন: মুক্তিযুদ্ধে মৃত্যুবরণ না করে স্বাধীনতার পতাকা নিয়ে বেচে ফেরা বাংলাদেশে পাপ তা না হলে স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতি করার লোক এদেশে কেমন করে পাওয়া যায়?
করুণা করে মুক্তিযোদ্ধার চিকিৎসা করার কোন প্রয়োজন নেই আমরা যারা বেচে আছি মৃত্যুই তাদরে প্রাশ্চিত্ব
৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৭
লাবনী আক্তার বলেছেন: আমাদের মুক্তিযোদ্ধারা অনাদরে অবহেলায়ইতো দিন যাপন করছেন। কেউ সবজি বিক্রেতা, কেউ মুচি, কেউ রিক্সা চালায় কেউ ভিক্ষা করে। কেউ কষ্ট করতে করতে মারাও গেছেন ।এটা নতুন কোন কিছু না।
তবে এসব জেনে সত্যি অনেক কষ্ট লাগে। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন , এদেশকে স্বাধীন করেছেন সেই মানুষদের করুন পরিনতি খুবই খারাপ লাগে।
যাক, উনার সুস্থতা কামনা করছি।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনি চলে গেলেন আমাদের ছেড়ে..
৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সরকারের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বড় বড় লেকচার থাকলেও
আমাদের দেশের গর্ভিত গরীব মুক্তিযুদ্ধাদের দিকে তাকানোর কোন সময় নেই।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: এভাবেই জাতির শ্রেয্ট সন্তানেরা চলে যায় ও যাবে। আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখে যাব। হায়বে মানবতা
১০| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল আছ নিশ্চয় , আর পোষ্ট দাওনি কেন
দিক ভ্রান্ত
১১| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
যোগী বলেছেন:
এতটা লজ্জাজনক খরব আজকাল আর নিতে পারিনা।
অ.ট. ভাই বন্ধুরা কেমন আছে জানতে ব্যাকুলতা অনুভব করি সাথে বিব্রতও বটে!!!!!
১২| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
জাগতিক ভালবাসা বলেছেন: শুধু মুক্তিযুদ্ধ করলে কি হবে?
রাজনীতি করতে হবে না?
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
তাহমিদুর রহমান বলেছেন: আমাদের কিছু করা উচিত।
View this link