নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর

০৩/২৮/২০১৩

ওমর শ।িকল

Protiti manuser jibonei na kichu sopno thake, thake sopno puroner golpo. Thake sopnovanggar hotashao. tobe amader jibone sopno puroner cheye sopno vanggar golpotai beshi. Kintu sopno puron hok ba na hok, manus tar jiboner shes dinti porjonto dekhe jay. Ashar prodip jaliye rakhe nirbicchinno. R doshjon sadharon manuser moto amio ekjon manus, tai amaro kichu sopno ache, sopno puroner akankka. Jani na amar sopno gulo kokhono puron hobe kina. Ei sopnomoy prithibitake biday janar ag muhurto porjonto ami sopno gulake lalon kore jabo.....

ওমর শ।িকল › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহিন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

@১@

চিঠি পৌঁছে যাবে, শহর জোড়া

চিঠি পৌঁছে যাবে, সবুজ গ্রামে

চিঠি পৌঁছে যাবে, পৃথিবীর প্রান্তে

চিঠি পৌঁছে যাবে, রঙিন খামে



চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে

আসছে খবর হবে ক্ষিদের অবসান,

রুদ্ধ দারিদ্রের চির ঠিকানায়

চলে যাক চিঠি চেনা ভরসায়…



একটা চিঠি, যার বিবরণ ছিল লক্ষ্য শিশুর ইতিহাস

শিশুর দুচোখে কান্নায় লিখা ছিল ক্ষিদে মুক্তির বসবাস,

একটা রঙিন খামে ঠিকানা ছিল কোনো এক সবুজ গ্রাম

শিক্ষার সংলাপে দূর হয়ে যাবে দারিদ্রের অভিধান।



চিঠি পৌঁছে যাবে, ক্ষিদের ঠিকানা

চিঠি পৌঁছে যাবে, অপার আশায়

চিঠি পৌঁছে যাবে, মনের প্রান্তে

চিঠি পৌঁছে যাবে, ভালবাসায়



চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে

আসছে খবর হবে ক্ষিদের অবসান

রুদ্ধ দারিদ্রের চির ঠিকানায়

চলে যাক চিঠি সবুজ ভরসায়…



চিঠি পৌঁছে যাবে, মিছিলে মিছিলে

আসছে খবর হবে ক্ষিদের অবসান

অন্ধ দারিদ্রের চির ঠিকানায়

চলে যাক চিঠি সবুজ ভরসায়



@২@

যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম

যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম

যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ

সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ





মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল

মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ

যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল

যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল

যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে

অবিরাম ঝড়ে সবুজ সাজায় ......



মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল

মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ



যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত

আমায় ভাবিয়ে যায়

যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ

সবুজ ছুঁয়ে ভাবায় আমায়

একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু'চোখ যেখানে শেষ

এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,

আমার বাংলাদেশ ......



@৩@

Borsha manena

Jhoreche jolodhara,



Janina, janina katbe ki ghonogota



Onunoy manena

Obarito monokotha,



Janina, janina thambe ki ghonogota



Nirjhor gogone, opolok cheye roi

Bisrito kobitay, anoka pobone

Mithla kobekar sritimoy batayon

Bole jay tumay onobo valobashi



Dipika shayore, onimesh cheye roi

Mithila borosha, oloko dohone

Meghla kobekar sritimoy batayon

Bole jay tumay onobo valobashi



Borsha manena

Jhoreche jolodhara,



Janina, janina katbe ki ghonogota



@৪@

নিয়ন আলোর রাজপথে, টি এস সি'র মোড়ে, চায়ের দোকানে,

বুলেট কিংবা কবিতায়...



যদি ফেরার পথে ভুল হয়ে যায় ...



মাঝে মাঝে সবুজ পতাকা দু'হাতের মাঝে বন্দি,



অজস্র কবিতা আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ,



কবি আর কবিতা...

রাজপথ ছুয়ে যায়...



শত শত কবি এমনি এক টি এস সি'র মোড়ে

প্রতি রাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে...



যদি ফেরার পথে ভুল হয়ে যায়...



অসময়ে...

অন্ধকারে...



দেয়াল জুড়ে বর্ণমালার মিছিল

ক্লান্ত করুণ চোখে...



স্লোগান স্লোগান আর মিছিলের নগরে

টি এস সি'র নিঃশ্বাস,



বুলেট কিংবা কবিতার খাতায়

কবি আর কবিতা খুন হওয়া আস্বাস



দেয়াল লেখা থেকে বর্নমালা যদি

আলোর মিছিল হয়ে যায়



টি এস সি'র মোড়ে রাতের রাজপথ

বুলেট...... কিংবা কবিতায়...



যদি ফেরার পথে ভুল হয়ে যায়



মৃত কবিদের কবিতার আসরে ছবি হয়ে থাকে না রাতের রাজপথ



পল্টন ময়দান, টি এস সি'র মোড়, জনসমাবেশ আর বিশাল অবরোধ



এরই অবসরে দেয়াল লেখা যদি মানচিএ হয়ে যায়



অজস্র কবিতার জনসমাবেশ থেকে

বুলেট...... কিংবা কবিতায়...



যদি ফেরার পথে ভুল হয়ে যায়......



নিয়ন আলোর রাজপথে, টি এস সি'র মোড়ে, চায়ের দোকানে,

বুলেট কিংবা কবিতায়...



যদি ফেরার পথে ভুল হয়ে যায়...



মাঝে মাঝে সবুজ পতাকা দু'হাতের মাঝে বন্দি,

অজস্র কবিতা আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ,



কবি আর কবিতা...

রাজপথ ছুয়ে যায়......



@৫@

নার্সারি ছারিয়ে, চৌরাস্তার মোড়ে

বাস স্টপেজ...... ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে

বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন

বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত



কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে

ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস

চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে

সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ

এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে

কিছু স্বপ্ন বিক্রি করে যারা

জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস

বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন

বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা "তোমায় ভালবাসি"

চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরে



বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী

বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি

বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ

উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ

এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে

কিছু স্বপ্ন বিক্রি করে যারা

জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।



@৬@

পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া

উঁকি দিয়ে দেখি,

এক কাপ চা, গরম তৃষ্ণায়

অজস্র এলোমেলো শব্দের ভীড়ে



তোমার শীতল চোখ ভিজিয়ে যায় আমায়।



যেখানে তোমার ঠোঁট ভালবাসা

আমি বুড়ো কবিতার মত চুপচাপ।

যেখানে তোমার চোখ খুনী

আমি খুন হই...... প্রতিদিন।



@৭@

অদৃশ্য চাদরে, দিগন্ত রেখায় বসে আছে সে,

অসংখ্য অনাবিল, পথ পেরিয়ে আশার স্মৃতির ভীড়ে-

রূপালী চাঁদের আলোয় জড়িয়ে থাকা সেই পিচঢালা পথ,

বিষন্ন চারিধার, ছড়িয়ে থাকা মৃদু কুয়াশা-



বিষন্ন ধোঁয়াশায় ধূসর স্মৃতি ঘিরে আছে, তাকে,

আঁধার লহরীর নীল সাজানো আকাশ ছুঁয়ে

জোছনা ভাঙা বালুচরে হারিয়ে যাওয়া,

মনে পড়ে যায় ফেলে আসা পথ পেরিয়ে, সোনালী প্রহর



তবুও সবুজ পথ পেরিয়ে, অসীম ছায়াপথ নিমেষে ছাড়িয়ে,

অবাক বিস্ময়ে।

জীবন স্নৃতি যেন এলোমেলো হয়ে উড়ে যায় একই পলকে,

একই নিমেষে।



তোমায় স্বাগত জানাই, ঝড়া পাতার মত সন্ধ্যায়,

আলোময় বিচরন, দ্বিতীয় জীবন,

ছায়াময় মননে, অবাক নয়নে,

ছায়া সুনিবিড়, বিস্ময়ে দেখি,

দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন।



@৮@

Raatri klanto, jirno-shirno adho chander alo

Pitch dhala poth kokhono dhushor kokhono ba kalo

Sharata poth jure ami eka

Hente jai akash taarar paane cheye

Neel jochonay smritiro bhire

Hariye jay mon andhare



Andhar raate pothe nemeshe ashe shishirer chaya

Nibhe geche durer kono smritiro maya

Nishshim charpash, kono shara nei

Tobu ek dipti roye geche

Sharata poth jure ami eka....

Jay mon andhare I





Joto duure jete chai nilimar pothe

Aro duure shore jay raater akashe

Chupchap shohore nishshash phele ashi

Ei nnirob batashe

Sharata poth jure ami eka....

Jay mon andhare I



@৯@

কথা ছিলো সূর্যের মৃত্যুকালে ছিনাবি তাহার আত্মা ।

কথা ছিলো নীল মেঘ হতে নিয়ে আসবি যন্ত্রনা ।

কথা ছিলো পাপ হতে ধুয়ে ফেলবি তোর শঙ্খ শরীর ।

কথা ছিলো সাঁঝকালে ভালবাসবি মোর নীরজাকে ।

শুয়ে শুয়ে হাত পাতি আধার মাঝে

যদি ঝরে পড়ে তোর অশ্রু ।

কান পাতি শব্দহীন অলিক চরাচর

যদি ভেসে আসে তোর আহবান ।



ঘুম ভেঙ্গে জেগে দেখি দাসত্বের সহস্র বছর

ঘুম ভেঙ্গে জেগে দেখি মৃত্যু শিয়রে শুনছে প্রহর



কথা ছিলো মোর অপরাধের তরীতে ভাসাবি তোর সস্ত্বা ।

কথা ছিলো অর্থহীন চুম্বণ পাবে নতুন সময় ।

কথা ছিলো পঙ্কিল সাগর হতে নিয়ে আসবি আমায় ।

কথা ছিলো আজন্ম অমাবস্যার মৃত্যু এখনি ।



শুনে দেখি কান দিয়ে শুধু শূন্যতা

ছুঁয়ে দেখি চোখ দিয়ে, প্রিয়া অন্যথা

র্নিবান যন্ত্রনায় লাশকাটা ঘরে

ঘুমোও আমার মানুষ ।



@১০@

মিছিলের আর কিছু বাকি, কেও অধিকার খোঁজ নাকি

গণতান্ত্রিক রুপকথা সাইনবোর্ড হয়ে ঝুলে থাকি

অযথা হেঁটে যায় যারা, স্লোগান দিতেই দিশেহারা

গোলাপের বাগানে বারুদের উত্তাপ জ্বলা তারা



সহসা মিছিলে…সংলাপের দলে…আড্ডায় কোলাহলে



ঝড় উঠে তোলপার, কোন অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা

তাই হেঁটে হেঁটে যাই, পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা

দুহাতে রক্তের দাগ, হৃদয়ে বরফ, ভাঙছে না বিপ্লবী চেতনা

তাই দেয়াল লেখার মানচিত্রে খুঁজে ফিরি জীবনের ঠিকানা



সহসা একদিন তোমাদের না বলা কথা

মিছিলের স্লোগান হবে, ঝড় তুলে ভেঙে যাবে সব একাকার

স্লোগান এর আঘাতে কতকাল জেগে থাকা

অজস্র তারার ভীড়ে খুঁজে ফিরি তোমাদের অধিকার



চকচকে গ্লাসে লেগে আছে রক্তের টান

বন্দী জেগে থাকে দুচোখে অন্ধ স্বপ্ন নিয়ে

বাতাসে ভেসে যায় বারুদের তীব্র ঘ্রাণ

কতকাল হেরে যেতে হবে আর স্বপ্ন দেখতে গিয়ে…



সহসা মিছিলে…সংলাপের দলে…আড্ডায় কোলাহলে



ঝড় উঠে তোলপার, কোন অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা

তাই হেঁটে হেঁটে যাই, পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা

দুহাতে রক্তের দাগ, হৃদয়ে বরফ, ভাঙছে না বিপ্লবী চেতনা

তাই দেয়াল লেখার মানচিত্রে খুঁজে ফিরি জীবনের ঠিকানা



@১১@

উড়তে কি পারো বন্ধু আমার?

ধরতে কি পারো তুমি মেঘের জল?

গাইতে কি পারো তুমি আমার গান?



শুনতে কি পারো তুমি আমার কান্না?

দেখতে কি পারো নিঃস্ব প্রাতে

নিঃসঙ্গ মোর একলা চলা ।



ভাসতে কি পারো তুমি আমার সুরে

বুঝতে কি পারো তুমি আমার কথায়?

মিথ্যার বেসাতিতে তোমার জগৎ ।



র্স্পশ করো তুমি আমার কষ্ট

মেঘদল হতে আনো সূর্য সকাল

গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।



আমি তাকিয়ে রই, নীল আদিগন্ত

মানুষ ভরা খোলা প্রান্তরে,

আর চেয়ে দেখি, তোর খোলা চুলে

ভেসে যায় আমারি স্বপ্নগুলো ।

নিশ্চুপ আধারে ।



তুই উড়িয়ে যা তোর ফানুস, যত ইচ্ছে সাজা মেঘমালা

তুই চেয়ে দেখ কত মানুষ, পথে নেমে ভুলে যা কষ্ট

তুই উড়িয়ে যা তোর ফানুস, তুই বেঁচে থাক নিয়ে আশা

তুই দেখ তোরি মত মানুষ, তুই গেয়ে যা তারই ভাষায়

আমি তাকিয়ে রই খোলা প্রান্তরে, তুই যা, যা ভুলে যা সবই ।







উড়তে কি পারো বন্ধু আমার?

ধরতে কি পারো তুমি মেঘের জল?

গাইতে কি পারো তুমি আমার গান?



ভাসতে কি পারো তুমি নীল জোছনায়?

শুনতে কি পারো মোর প্রিয়ার ঠোটে?

অচেনা আলোর এক মুক্ত বয়ান ।



ভাঙ্গতে কি পারো তুমি দেবতার ঘুম?

দেখতে কি পারো তুমি আমার চোখে?

অক্ষম চিৎকারে বাঁচার নেশা



অগ্নিকন্ঠ হোক তোমার শব্দ

অতল নরকে সাজো তোমার বাসর

গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।



@১২@

আমি না অন্যকেউ নিয়ে যায় তোমায়

যেখানে অবিরত ভেঙে পড়ে সময়;

আমি না অন্যকেউ নীরবে বাঁচে

রক্তসিদুঁর আঁকে যেথা নবআশা;

আমি না অন্যকেউ নিয়ে যায়

আমার কন্ঠ হতে প্রতিবাদ প্রলয়।



তুমি না অন্যকেউ মোর শয্যাতে

জেগে দেখি পূব কোনে তমসা ক্ষয়



তুমি না অন্যকেউ ফিরে আসে আর

ডেকে তোলে বৃত্তবন্দী মন।



সঙ্গী তুমি সোনালী ভোরে অজানা কোনো আলো

আলোয় ভরা আনন্দলোকে নিঃস্ব প্রাতে চলো

তবু জেগে উঠো, বেঁচে উঠো, গেয়ে উঠো আমার এ গান-



তুমি না অন্যকেউ শিয়রে কাঁদে, অধরা ছায়া শূন্যমাঝে ভেঙে পড়ে



তুমি না অন্যকেউ মেলে দেয়

ভোরের আকাশে সোনালীডানা চিল।



যাবে কি তুমি মোর সাথে?

আকাশ উর্ধ্বে ঐ নীল মাঝে,

যেথা অন্ধ বিশ্ব খোঁজে তোমাকে

যাবে কি তুমি মোর সাথে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.