নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারণ মানুষ । সাধারণের ভীড়েই ,সাধারণ কিছু নিয়ে বেচে থাকি,অতি সাধারণ ভাবে......

শামিম অমি

খুব সাধারণের মাঝেই ,বেচে থাকা

শামিম অমি › বিস্তারিত পোস্টঃ

.৩০৩ রাইফেলB-)B-)

০৬ ই আগস্ট, ২০১২ সকাল ৭:২১



চেনেন নাকি কেউ .৩০৩ রাইফেল ;) বা লি- ফিল্ড







বোল্ট অ্যাকশান, ম্যাগাজিন ফিড , রিপিটিং রাইফেলটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মূল অস্ত্র ১৮৯৫ থেকে ১৯৫৭ পর্যন্ত ।



আফ্রিকায় ১৮৮৯ এ দ্বিতীয় বোয়ার যুদ্ধ্ব চলাকালীন ব্রিটিশ বিখ্যাত মাউসার রাইফেলের উন্নত মডেল ১৮৯৩ এবং ৭*৫৭ মিঃমি হেভি ক্যালিবারের , লং রেঞ্জ এর চাহিদার পেক্ষিতেই এই লিকলিকে কালো সাপ টির জন্ম। যা, আজও আমাদের দেশের পুলিশের কাছে প্রায় দৃশ্যমান হয়!!!!



উল্লেক্ষ্যঃ প্রথম এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধে সমান গুরত্ব ছিল রাইফেলটির!!









স্থানঃ ব্রিটিশ

সার্ভিস ইতিহাসঃ ১৮৯০- বর্তমান

ব্যবহারঃ অনেক যুদ্ধে

সংখ্যা ১২,৩৪,৪৫৭ মোট নির্মিত

ওজনঃ ৯ পাউণ্ড

লম্বাঃ ১১৭৮ মিমি)

চোঙ্গ দৈর্ঘ্যঃ ৬৬০ মিমি)

কার্তুজ .৩০৩ ব্রিটিশ

ধীশক্তি .৩০৩ ইঞ্চি (৭.৭ মিমি)

গতি বেগঃ ২৩১৪ ফুট ( ঘণ্টায়))

কার্যকর পরিসীমাঃ ৪০০ মিটার

সিস্টেমঃ ৫ বৃত্তাকার, চার্জার রিলোড গুলি









দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন সময়ে স্লোভাকিয়ার সৈনিকরা





১৯৮৫ সালে আফগান মুজাহিদিনের







ম্যাগাজিন ক্লিপ







ব্রিটিশরা ওয়েস্টটার্ন ফন্টে লড়াই করছে ১৯৪৪





ব্রিটিশ রাজের ভারতীয় সৈনিকরা ১৯৪৩





মুক্তির পথে মুক্ত নারীরা ( কোন তথ্য জানা নেই)





মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর মূল অস্ত্র ছিল এই ৩০৩ রাইফেল





সেনা সদস্যদের হাতে চাইনিজ এস,কে, এস সেমি- অটোমেটিক রাইফেল , যদি ও ৩০৩ থেকে আধুনিক কিন্তু তুলনায় নস্যি:P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন: খুবই সুন্দর সাজানো পোষ্ট। ছবিগুলো অনেককিছুই মনে করে দেয়। বিশেষকরে শেষ দুটো b/w ছবি আগে কোথাও দেখিনি। সেজন্য ধন্যবাদ।

রাইফেল-মেশিনগানের ছবি নিয়ে ৭১এ মুক্তিযুদ্ধের আস্ত্র-সস্ত্র , আমার এই লেখাটিও পরে দেখবেন।

০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:১০

শামিম অমি বলেছেন: জি, দেখলাম। চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.