নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কম কথার মানুষ

চিনতিত

চড়কা

চলছি। নিজের চড়কায় তেল দিতে চাই।

চড়কা › বিস্তারিত পোস্টঃ

ভূতত্ত্বের পঠিত বিষয়

২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৫

মিনারলজি বা খনিজবিদ্যা- মিনারেল বা খনিজ পদার্থের উৎপত্তি, গঠন, প্রকারভেদ, ব্যবহার, মূল্য ইত্যাদি।



প‌্যালিঅনটলজি বা ফসিলবিদ্যা- প্রাণী ও উদ্ভিদ কিভাবে ফসিলে পরিণত হয় সে বিষয়ে অালোচনা করে। এর মাধ্যমে তাদের পরিবেশ, প্রতিবেশ, জীবনযাপন প্রণালী ইত্যাদি জানা যায়।



পেট্রলজি বা প্রস্তরবিদ্যা- প্রস্তর বা পাথর বিষয়ক গবেষনার ক্ষেত্র। কি কি মিনারেল দিয়ে পাথর গঠিত হয়, তাদের বিভিন্ন প্রকারভেদ, গঠন, ব্যবহার ইত্যাদি আলোচনা করে।



পেট্রোলিয়াম জিওলজি বা তেল-গ্যাস বিদ্যা- প্রকৃতিতে তেল-গ্যাসের উদ্ভব, প্রাপ্তিস্থান, ব্যবহারযোগ্যতা, মজুদ, বাণিজ্যিক মূল্য ইত্যাদি ইত্যাদি।



স্ট্রাকচারাল জিওলজি বা গঠনিবদ্যা - পৃথিবীর উপরিভাগের গঠন, কার্যকরণ, ইত্যাদি। পৃথিবীর এই গঠনের সাথে এর মধ্যে তেল-গ্যাসের অবস্থানের সম্পর্ক অাছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.