নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারমুক্ত ব্লগ : ভুলেও ঢুকিস না!!!

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

অমি রহমান পিয়াল

বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

অমি রহমান পিয়াল › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিল জিতলো নাকি আর্জেন্টিনা হারলো!

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৩

বহুদিন গো-ও-ও-ল কইরা চেঁচানো হয় না আমার। আইজও হইলো না। তবে দৃশ্যটা কল্পনা করছি। এমন একটা জায়গা, পসিবলি হোস্টেল, যেখানে আর্জেন্টিনা ব্রাজিল দুই দলেরই সমর্থক আছে। ৬৭ মিনিটে ডাটোলোর গোলে স্বাগতিকরা যখন ব্যবধান কমাইলো, সেই সময়টায় আর্জেন্টিনা সাপোর্টারগো গলা কত ডেসিবেলে উঠছিলো সেইটাই ভাবছি। এরপর ফ্যাবিয়ানোর গোলে সেইটা কত হারে পোতায়া গেলো সেইটা আর ভাবা হয় নাই। তখন আমি দ্বিতীয়বারের মতো মুষ্ঠি পাকায়া বাতাসে ঘুষাইছি। নিঃশব্দ এই অভিব্যক্তি শুধু গোল উদযাপনেরই ভঙ্গিমাই না, আমার অনুমান সত্যি হওয়ারও । ব্রাজিল এইবার গোল করবে- ইনটুইশনের সাফল্যে এই কাণ্ড করছি প্রথমবার। স্পোর্টস রিপোর্টার্স ইনটুইশন।



মনে পড়তাছে মামুনের কথা। আর্জেন্টিনার সাপোর্টার যে কতো পাগলা হইতারে, তা মোস্তফা মামুনরে না দেখলে বিশ্বাস হইবো না। আর উৎপল শুভ্র আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ রিপোর্ট তারে দিয়াই লিখাইতো। ব্রাজিল ভক্ত শুভ্রদা আসলে মজা নিতো কিনা সেইটা বোঝার উপায় ছিলো না। কারণ মামুন ওয়াজ দ্য বেস্ট রিপোর্টার অব দ্য কাইন্ড, আর মনে কাঁনলেও কলমে সেটার প্রকাশ ছিলো না। আমরাই খালি ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তারে স্বান্তনা দেওয়ার কথা ভাবতেও পারতাম না। মারধোর খাওয়ার ভয় ছিলো। সর্বশেষ কনফেডারেশন কাপ ফাইনালে একবার মামুনের জন্য মায়া লাগছিলো, আর লাগলো এইবার। তবে তাবৎ স্পোর্টস রিপোর্টারগো লাইগাও। কারণ এই ম্যাচ নিয়া তারা আসলে কি লিখবো!



পরিসংখ্যানগত বকাবাজি ছাড়া আসলেই কিছু লেখার নাই। ৩-১ গোলে ম্যাচ জিতা ব্রাজিল তিন ম্যাচ হাতে রাইখাই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করছে। একই যাত্রায় ভিন্ন ফলে আছে আর্জেন্টিনা। প্লে অফে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসির দলের। আশঙ্কা আছে ‘৭০এর পর আবারও চূড়ান্ত পর্ব মিস করার। তবে এইসব নিতান্তই পরিসংখ্যানগত অনুমান। সবচেয়ে চমকপ্রদটা সম্ভবত সর্বশেষ আর্জেন্টিনা থিকা ব্রাজিল জিতা গেছিলো ১৯৭৬ সালে। জিকো আর লুলুর গোলে। একটা অবশ্য ফেরত দিছিলো ম্যারিও ক্যাম্পোস (সেই অপমান কিংবা কীর্তি দেখার সৌভাগ্য হয় নাই এই ম্যাচের বেশীরভাগ খেলোয়াড়ের। জানেত্তি আর ভেরনই জন্মাইছে শুধু তার আগে )। এই ক্যাম্পোসই ‘৭৮ সালে বিশ্বকাপ উপহার দিছিলেন আর্জেন্টিনারে। সেইবার এই রোজারিওতেই গোলশুন্য ড্র করছিলো দুইদল। (এইসব রেকর্ড আমি মিলানোর সুযোগ পাই নাই, ধারাভাষ্যকাররা যা বলাবলি করছে তাই মাথায় টুইকা রাখছিলাম)।



এইবার ম্যাচে আসি। সুপার ক্লাসিকো ট্যাগ দেওয়া হইলেও আমার কাছে এইটা ঢাকা লিগের ওয়ারী ওয়ান্ডারার্স ম্যাচ মনে হইছে। মেসি ওয়াজ রিয়েলি মেসি (messy)। একটা ফ্রি শট পাইলো, তাও বাম পায়ে- কিন্তু মারলো পোস্টের ১০০ হাত বাইরে। ব্যাস ওইটুকুই ওর জারিজুরি। ডুঙ্গা দায়িত্ব নিয়া ব্রাজিলরে ইউরোপিয়ান ফুটবল শিখাইছে। ডিফেন্স জমাট রাইখা আক্রমণ করো। নো সাম্বা। এতে ব্রাজিল জিতে ঠিকই। তবে তাতে নান্দনিকতা থাকে না কোনো। প্রথম গোল আসলো সেভাবেই। রিপোর্টার হয়তো লিখবো ম্যাচের ধারার বিরুদ্ধে। এলানোর এই ফ্রিকিকটার আগে আমার মনে পড়ছিলো ‘৯৪ বিশ্বকাপে ব্রাঙ্কোর সেই গোল। মন কইতাছিলো গোল হবে। লুইজাওরে কেউ গার্ড দেয় নাই। কোনাইচ্চা হেড, গোল। দ্বিতীয়টাও সেট পিস। এইবারও ব্যাক্কলের মতো খাড়ায়া আর্জেন্টাইন ডিফেন্স। ফ্যাবিয়ানোর দশ ম্যাচে দশম গোল।







ডুঙ্গার একটা থিওরি ভাল্লাগছে, সেইটা হইলো তুমি ইউরোপে যত টপই হও, যত টপ ক্লাবেই খেলো, ফর্ম নাই তো টিমে নাই। এই অজুহাতেই রোনালদিনিয়ো ম্যাচে নাই। কিন্তু কাকা আর রবিনিওরে কেনো নিছে এইটা পুরা ফার্স্ট হাফ ভাবছি। কাকা তাও উপ্তা খাইয়া পইড়া ফ্রি কিক আনে। রবিনিও কি করে! আর্জেন্টাইন বিগনেম গুলারে আর শেম না দিই।



আর্জেন্টিনা একটা গোল শোধাইছে একমাত্র সম্ভাব্য উপায়ে। দূরপাল্লার শট যেইটা হেড করার মতো সুযোগ থাকবো না ব্রাজিল ডিফেন্সের। গোলটা চমৎকার। সুপার কিপিং করা জুলিও সিজার হাত ছোয়াইলেও কাম হয় নাই। ব্রাজিলের বিপক্ষে এইটাই সম্ভবত ডাটোলোর অভিষেক ম্যাচ।



এই গোলের পর সম্ভাবনা নিয়া উত্তাল সবাই। আর্জেন্টিনার পক্ষে সম্ভব ম্যাচে ফেরত আসা। দুর্দান্ত খেলতে হবে। আমার মন বলছে ভিন্নটা। অলআউটে গেলেই কাউন্টার এটাকে গোল করবে ব্রাজিল। কাকা এইবার তারে দলে রাখার মাজেজা বুঝাইছে পত্রিকার ভাষায় ডিফেন্স চেরা পাসে। আর ফ্যাবিয়ানো যে কি মাল, সেইটা টের পাওয়াইছে অসাধারণ ফিনিশে।



কাহিনী মোটামুটি খতম। এই ম্যাচ ব্রাজিল জিতছে না আর্জেন্টিনা হারছে সেই হিসাবে আর না যাই। আমার দুঃখ একটাই। মেসিরে ফর্মে পাইলাম না। কারণটা কি হইতে পারে, অনেক ভাইবা সেইটাও আবিষ্কার করছি। ওর প্যান্টটা সাইজে বড় ছিলো। ঠ্যাঙ্গ বাইজা যায় খালি। থ্রি কোয়ার্টার আসলেই ফুটবলের জন্য উপযোগী না।

মন্তব্য ৪২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

ভাঙ্গন বলেছেন: আর্জেন্টাইনরা "সোয়াইন ফ্লু অবকাশে" গ্যাছে!
আবার আইবো!

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩২

অমি রহমান পিয়াল বলেছেন: :))

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৬

নাফিস ইফতেখার বলেছেন: আজীবন ব্রাজিল! B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩২

অমি রহমান পিয়াল বলেছেন: পোস্টটা উল্টা পাল্টা হয়া গেছিলো, মানে আগের লাইন পরের লাইন। এইবার দেখেন ঠিকাছে কিনা

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪

ডমরু বলেছেন: ব্রাজিল রকস|

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬

অমি রহমান পিয়াল বলেছেন: আবার কয় :)

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

নিঃশব্দ শিশির! বলেছেন: বস কি কালের কন্ঠে জয়েন করেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯

অমি রহমান পিয়াল বলেছেন: না, করি নাই

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭

কাব্য বলেছেন: Brazil rulZ B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০

অমি রহমান পিয়াল বলেছেন: YO... :)

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৭

মাঈনুদ্দীন বলেছেন: ব্রাজিল তো ব্রাজিল, ধারের কাছে কেউ নাই। আর তাই সবসময় ব্রাজিল।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৪

অমি রহমান পিয়াল বলেছেন: হ, ঠিকোই :)

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯

তাহসিন আহমেদ বলেছেন: ব্রাজিল রকস। :)

Click This Link

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯

অমি রহমান পিয়াল বলেছেন: আবার কয়, :)

পড়ছি, ধন্যবাদ

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪

ইশতিয়াক অাহমেদ বলেছেন: কেউ কিছুই হয় নাই...আমি হারছি...

কষ্টে আছি...

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

অমি রহমান পিয়াল বলেছেন: কষ্ট পাওয়ার কিছু নাই ম্যান। বলিভিয়ার থিকা ৩ গোল কম দিছে ব্রাজিল। আপনার তো আনন্দিত হওয়া উচিত।

ম্যারাডোনারে মেইল কইরা বলেন মেসিরে হাফপ‌্যান্ট পড়াইয়া খেলাইতে, ওই প‌্যান্টটা ওর বড় হইতেছে

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

অমি রহমান পিয়াল বলেছেন: বুঝতে ভুল করলাম না তো! অন্য কেইস নাকি?

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০১

জাতি জানতে চায় বলেছেন: আর থ্রি কোয়ার্টার বা হাফ প্যান্ট দিয়া কি ব্রাজিল ঠেকান সম্ভব!!! ;) :) :D

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

অমি রহমান পিয়াল বলেছেন: =p~ =p~ =p~

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আপ্নে কোন্দলের সমর্থক?

আম্মো বিরাজিল :)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

অমি রহমান পিয়াল বলেছেন: সেডাই সেডাই ;)

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭

স্বপ্নরাজ বলেছেন: মেসিরে ফর্মে পাইলাম না। কারণটা কি হইতে পারে, অনেক ভাইবা সেইটাও আবিষ্কার করছি। ওর প্যান্টটা সাইজে বড় ছিলো। ঠ্যাঙ্গ বাইজা যায় খালি। থ্রি কোয়ার্টার আসলেই ফুটবলের জন্য উপযোগী না।


---- হাহাপগে। Click This Link

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯

অমি রহমান পিয়াল বলেছেন: =p~

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১০

উদ্ভ্রান্ত পথিক বলেছেন: হাহাপগে!!
৫ এ ১০!!

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯

অমি রহমান পিয়াল বলেছেন: :)

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮

কে এম তানভীর আহম্মেদ বলেছেন: অমি ভাই, লগইন না করে থাকতে পারলাম না! ব্রাজিল রকস।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনারে

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

অমি রহমান পিয়াল বলেছেন: হাইলাইটসের ভিডিওটা যোগ করে দিলাম

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১

হাসান বায়েজীদ বলেছেন: আর্জেন্টিনারে ছাড় দিতে ইচ্ছা করছিলো, কারন তাদের অনেকটা বাচা মরার লড়াই..কিন্তু যেহেতু ম্যারাডোনা জড়িত...তাই প্রেষ্টিজ ম্যাচে ছাড় দেয়াটাও সংগত না....;)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬

অমি রহমান পিয়াল বলেছেন: ছাড় একেবারে দেওয়া হয় নাই সেইটা ঠিক না। বলিভিয়া ৬টা দিছিলো, ব্রাজিল মাত্র তিনটা। সবই মায়া ;)

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১১

হাসান বায়েজীদ বলেছেন: "ম্যারাডোনা-এ্যরা" কি সর্বোচ্চ গোল-খাওয়া-এ্যরায় পর্যবসিত হয় কী-না সেদিকেই এখন তাকিয়ে পুরা জাতি.......;)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯

অমি রহমান পিয়াল বলেছেন: =p~

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

সিংহ বলেছেন: ওর প্যান্টটা সাইজে বড় ছিলো। ঠ্যাঙ্গ বাইজা যায় খালি।....

:).

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২০

অমি রহমান পিয়াল বলেছেন: =p~

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

ফারহান দাউদ বলেছেন: কিছু কওয়ার নাই, ম্যারাডোনা জোকারি করতাসে, ওর্তেগা পালের্মো রে ডাইকা চমক দেয়া আর খেলা এক জিনিস না। এইবারে আর্জেন্টিনার খবর আছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২

অমি রহমান পিয়াল বলেছেন: আমার ধারণা আর্জেন্টিনা মেসির ওপর বেশী ভরসা করতেছে

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬

আকাশ_পাগলা বলেছেন: ফুটবলের ব্যাপারে আমার হাত নাই, পাও নাই। তাই আমি চুপ কইরাই থাকলাম।
আপনার পুস্টে কমেন্ট না করলে ভাল্লাগে না, তাই কমেন্ট করে গেলাম।

এইটাই আমার কমেন্ট।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৩

অমি রহমান পিয়াল বলেছেন: কমেন্টে খুশ

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

তাহসিন আহমেদ বলেছেন: পিয়াল ভাই আর ও জুশ থ্যাংকসসস লন। :) :)
ভিডু দিছেন সে জন্যে।মন খারাপ করা দিন গুলা তে মাঠের আনন্দের চেয়ে আর কিছুই বেশি না। :)

আবার ও ব্রাজিল রকস!!!!! :) :D :D

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৬

অমি রহমান পিয়াল বলেছেন: ব্রাজিল রকস!!!!!

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৮

সাধারণমানুষ বলেছেন: আর থ্রি কোয়ার্টার বা হাফ প্যান্ট দিয়া কি ব্রাজিল ঠেকান সম্ভব না।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২

অমি রহমান পিয়াল বলেছেন: সেটাই :) তবে জাইঙ্গা পইড়া ফুটবল খেলাওতো এলাউড না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.