![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হলো ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়,বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেয়া এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায়না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে যেমনঃ নিস্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা,আত্নীয়দের ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোন ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে...এমনকি কোন কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এটাই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।
ভালোবাসার সংজ্ঞা বিতর্ক,অনুমান এবং অন্তর্দর্শনের উপর প্রতিষ্ঠিত। অনেকেই ভালোবাসার মত একটি সর্বজনীন ধারণাকে আবেগপ্রবন ভালোবাসা, কল্পনাপ্রবন ভালোবাসা কিংবা প্রতিশ্রুতিপূর্ণ ভালোবাসা এসব ভাগে ভাগ করার পক্ষপাতী নন। তবে এসব ভালোবাসাকে শারীরিক আকর্ষনের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যেতে পারে। সাধারণ মতে, ভালোবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয় যেটা একজন মানুষ অপর আরেকজন মানুষের জন্য অনুভব করে। কারোপ্রতি অতিরিক্ত যত্নশীলতা কিংবা প্রতিক্ষেত্রে কারো উপস্থিতি অনুভব করা ভালোবাসার সাথেই সম্পর্কযুক্ত। অধিকাংশ কথ্য ধারণায়,ভালোবাসা নিঃস্বার্থতা, স্বার্থপরতা, বন্ধুত্ব, মিলন, পরিবার এবং বন্ধনের সাথে গভীরভাবে যুক্ত।
ভালোবাসার সাধারণ এবং বিপরীত ধারণার তুলনা করে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালোবাসাকে কঠিনভাবে বিচার করা যায়। ধনাত্নক অনুভূতির কথা বিবেচনা করে ভালোবাসাকে ঘৃণার বিপরীতে স্থান দেয়া যায়। ভালোবাসায় যৌনকামনা কিংবা শারীরিক লিপ্সা একটা গৌণ বিষয়। এখানে মানবিক আবেগটাই বেশী গুরুত্ববহন করে। কল্পনাবিলাসীতার একটা ক্ষেত্রও এই ভালোবাসা, ভালোবাসা সাধারণত শুধুমাত্র বন্ধুত্ব্ব নয়। যদিও কিছু সম্পর্ককে অন্তরংগ বন্ধুত্ব বলেও অবিহিত করা যায়।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
অমিভা বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
মৈথুনানন্দ বলেছেন: ফালতু
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ৮:০২
অমিভা বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
জটিল বলেছেন: ভাই রে !
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ৮:০১
অমিভা বলেছেন: বুঝী নি। ধন্যবাদ
৪| ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ৯:১৮
ফারুক আহেমদ রনি বলেছেন: বাহ.. ভালবাসার বিস্তর বনর্ণা সত্যি বিমোহিত করেছে.... মনে হচ্ছে ভালবাসার উনুনে হৃদয়-মনটাকে আরেক দফা জ্বলিয়ে পুড়িয়ে অঙ্গার হতে ইচ্ছে করছে...
ভাল লাগলো.......
০৪ ঠা অক্টোবর, ২০০৮ ভোর ৬:২৪
অমিভা বলেছেন: ধন্যবাদ
৫| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫২
একজন ব্লগার বলেছেন: ভালো লাগলো!+
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩
অমিভা বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:০১
মৈথুনানন্দ বলেছেন: ভালোবাসা এমোশ্নটিকে ফালতু বলতে চেয়েছিলাম - লেখা নিয়ে নো কমেন্ট। ক্লেয়র?
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৪২
অমিভা বলেছেন: না ক্লিয়ার না।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৮
রুবেল শাহ বলেছেন: ভালোবাসা বলে কিচ্ছু নাইকা......... ক্লিয়ার?
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫
অমিভা বলেছেন: না আছে
৮| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৮
জইন বলেছেন: তোমার দৃষ্টিকোণ থেকে বলতে চেয়েছ.... খারাপ হয়নি... ভাল লাগলো... আরো লিখতে পারতে।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
চাঙ্কু বলেছেন: ভালুবাসা ভালা না
তয় বিশ্লেষনটা ভাল লাগছে ।