![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা শুধু মাত্র আমার ব্লগ, এখানে আমি আমার পরিকল্পনা গুলি লিখি।তাই এটাকে অনুসরন করতে যাইয়েন না।
------------------------------------------------------------------------------
গত বৃহঃ বার চেসিস দেখার জন্য নিটোলে আর ইফাদ অটো তে গেলাম ।
নিটোল হল বাংলাদেশের টাটার ডিলার আর ইফাদ হলো অশোক লিল্যান্ড এর ডিলার।নিটোলে গিয়া একটা বিষয় নিয়া বিস্মিত হলাম, বাংলাদেশে এখন ও টাটার ২০১০ মডেলের চেসিস আসে নাই,নিটোল এখন ও সেই ২০০৫-০৬ এর মডেল গুলি বিক্রয় করে, যা টাটা এখন আর উতপাদন করেনা। আর ইফাদের কাছে লেটেষ্ট মডেলের অশোকের কথা জানতে চাইলে তারা ২-৩ সপ্তাহ অপেক্ষা করতে বললো, এর মধ্যে তাদের নতুন মডেল এসে যাবে।
দেখা যাক, পরিকল্পনা মত কতদুর যাওয়া যায়।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭
মোঃ ওমর শরীফ বলেছেন: বড় কোম্পানি ছাড়া কেউ হিনো গাড়িতে হিনোর পার্টস লাগায় না। সবাই সাধারনতঃ টাটার, চায়না পা্টস, কোরিয়ান পার্টস ব্যবহার করে। পার্টস এর দামের পার্থক্য কিন্তু অনেক।
আর ভাই ভলভো তো চেইন কোম্পানি। তাই পার্টস ও তারা সরবরাহ করে।তবে গ্রীনলাইন কিছু পার্টস দেশিয় উতস থেকে নেয়।
*এই গুলি আমার বাস্তব অভিজ্ঞতা।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
গ্রামের মানুষ বলেছেন: শুভ কামনা রইলো। আমারও স্বপ্নের ব্যবসা পরিবহন ব্যবসা। কিন্তু সবাই ডিসকারেজ করে। এই যেমনঃ লস হয়, ড্রাইভার চুরি করে, এক্সিডেন্ট, গালি-গালাজ করা লাগে, ভদ্রলোকেরা এই ব্যবসা চালাতে পারে না ইত্যাদি ইত্যাদি।
অথচ আমার চোখের সামনে অনেক লাভজনক রুট রয়েছে যেখানে এখনো খালি আছে। (কুমিল্লা- নাঙ্গলকোট অথবা লাকসাম/ চাঁদপুর-চিটাগাং ইত্যাদি)
আপনার চিন্তা করা রুটটা কি?
টাটার ১২১২ তো ৩০ লাখে পাওয়া যায় মনে হয়! ব্যাঙ্ক ছাড়া টাটা নিজেও তো ইন্সটলমেন্টে দেয় সম্ভবত।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
মোঃ ওমর শরীফ বলেছেন: ১, ব্যবসা তে লাভ-লছ দুইটাই থাকবে।
২, মনিটরিং না থাকলে চুরি করবে।
৩, ব্লগে যেমন গালাগালি হয়, আমার তো মনে হয় এর চাইতে ড্রাইভার-হেল্পার রা কম গালাগালি ই করে।
৪, লাভজনক রুট অনেক আছে।
৫, আমাদের বর্তমান রুটঃ নারায়ন গঞ্জ-ঢাকা-রংপুর-কুড়িগ্রাম,
তবে রুট কে আরেকটু বড় করতে পারি। জাফলং-সিলেট-ঢাকা-রংপুর।
৬, আমরা কোম্পানির মাধ্যমে কিস্তিতে নেই, ব্যাংকের মাধ্যমে গেলে অনেক ঝামেলা।
*তবে পুজি বেশি লাগে, তাই বড় পুজি না থাকলে একা নাইমেন না। তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: শুভ কামনা.
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
সত্যচারী বলেছেন: পরিকল্পনা ভালো.... ভাই বাংলাদেশে হিনো ভলবো এর পার্টস কেমন চলে?? আমি ট্রাক বাস লরির কথা বলছিলাম।