![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। ইহা কোন দেশী কুকুর?
২। ইহা কোন প্রজাতির কুকুর?
৩। আমাদের দেশে এই কুকুর কোথাও কি পাওয়া যাবে?
৪। পাওয়া গেলে কত দাম হতে পারে?
ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
অন্ধকারে একজন বলেছেন: তবে কুকুরটা কিন্তু জোস।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
কাকতড়ুয়া007 বলেছেন: আরে ! গত কয়েকদিন আগে চ্যানেল আইতে মনে হয় দেখেছিলাম !
পরে শুনেছি যে দেশ থেকে এ দেশে এসেছিল সে দেশে আবার ফিরে গেছে ।
অপেক্ষা করেন কিছুদিন পর আবার দেখতে পাবেন !
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
অন্ধকারে একজন বলেছেন: কুকুরে ভরে গেছে দেশে এমনিই। নতুন করে আর চাই না। আর কয়েকটা তো ফাঁসি ঝুলছে আর বাকীগুলোকে লাথি মেরে পাঠিয়ে দিতে হবে। যেগুলো চলে গেছে আগেই সেগুলোও যেন আর না আসে।
প্লিজ এই কথা বইলেন না আর দেখতে চাই এই কুকুরগুলোকে দূর থেকে ঘেউ ঘেউ করে তাতেই অসহ্য হয়ে গেছি। দেশে এসে ঘেউ ঘেউ করলে অসহ্য হয়ে দেখা যাবে মেরে নিজের পা নষ্ট করছি।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
হাসিনুল ইসলাম বলেছেন: বাংলাদেশের বিখ্যাত সরাইলের কুকুর বলে মনে হচ্ছে। তবে সরাইলের কুকুর এতটা একরঙা কম দেখা যায়। এরা মূলত গ্রেহাউন্ড জাতের। বাচ্চার দাম ১৫-২০ হাজার ছিল।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭
অন্ধকারে একজন বলেছেন: এটা সরাইলের কুকুর মনে হচ্ছেন না। তবে গ্রে-হাউন্ড হওয়ার সম্ভবনা আছে। আমারও তাই মনে হচ্ছে। দামতো খুব বেশি না তাহলে।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
বাধা মানিনা বলেছেন: আরে বাহ.. কি সুন্দর কুকুর। চুমা দিতে মঞ্চায়
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮
অন্ধকারে একজন বলেছেন: চুম্মা খাইতে গিয়া কামড়া খাইয়েন না আবার
৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
শাহরিয়ার খান রোজেন বলেছেন: সরাইলের কুকুরের বডি ল্যাঙ্গুয়েজ এটার মতো নয়। কুকুরটা যে দেশেরই হোকনা কেন, অন্তত বাংলাদেশের যে নয় এটা নিশ্চিত।
০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১০
অন্ধকারে একজন বলেছেন: ভাইয়ু একটু দেখেন তো এই কুকুরটা কোন দেশের জানা যায় কিনা? জানতে খুব মন চাইতে আছে।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০০
শাহরিয়ার খান রোজেন বলেছেন: কুকুরটি ইতালির। উল্লেখিত লিংকে কুকুরটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
http://en.wikipedia.org/wiki/Italian_Greyhound
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
অন্ধকারে একজন বলেছেন: খান ভাইয়ু আপনাকে ধন্যবাদ। যা পড়ে বুঝলাম এই কুকুরের তো চরিত্র ভালো না। এরা তো প্রভুভক্ত না। এমন কুকুর থেকে দূরে থাকাই মঙ্গল।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩১
দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: কুকুর বলতে আমরা সাধারণত বুঝি প্রভুভক্ত কুকুর। কিনতু পৃথিবীতে কুকুরের এমনও কিছু প্রজাতি আছে যারা খুব বেশি প্রভুভক্ত হয় না, এমনকি রাগের মাথায় মনিবের উপর চড়াও হয়ে মনিবের দুই চোখ নষ্ট করে দেওয়ার ইতিহাস ও আছে। Italian Greyhound এর চরিত্র কিছুটা এই রকম রগচটা । এটা না কেনাই ভাল। এরা মানুষের সং খুব ভালবাসে। কিনতু রেগে গেলে খবর আছে... আর কিনতে চাইলে দাম লাখের উপর পড়বে।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১
অন্ধকারে একজন বলেছেন: যথার্থই বলেছেন। ভেবে দেখলাম এই কুকুর এর আশেপাশে থাকা যাবে না।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বিলাসী বলেছেন: ভাই আমার জীবনে প্রথম দেখলাম।