নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার শুরুতে

যেখানে সব কিছু শেষ হয়ে যায়, ঠিক সেখান থেকেই আমার শুরু

বিপাশা দেবনাথ

খুব সাধারন থাকতে ভীষন পছন্দ করি আমি। পড়ছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশলে। গল্পের বই, গান শুনা আর মাঝে মাঝে গুন গুন করে একটু সুর তোলার বৃথা চেষ্টা করি। নিজের মত করে থাকা আর বন্ধুদের সাথে সময় কাটানোর বাইরে লেখা লেখি করার অভ্যাস আছে। যখন কোন কাজ করি নতুন কিছু করার ইচ্ছে থাকে সব সময়। এইত আমি.......... খুব সাধারন।

বিপাশা দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

ভাল লাগা কবিতা................

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৪

আজ অনেক দিন পরে হঠাৎ শক্তি চট্টোপাধ্যায়'র কবিতা পড়লাম। খুব ভাল লাগল আবারো অনেক দিন পর। তাই শেয়ার করলাম। :)



অবনী বাড়ি আছো?

শক্তি চট্টোপাধ্যায়




অবনী বাড়ি আছো?

দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া

কেবল শুনি রাতের কড়ানাড়া

‘অবনী বাড়ি আছো?



বৃষ্টি পড়ে এখানে বারোমাস

এখানে মেঘ গাভীর মতো চরে

পরাঙ্মুখ সবুজ নালিঘাস

দুয়ার চেপে ধরে–

‘অবনী বাড়ি আছো?’



আধেকলীন হৃদয়ে দূরগামী

ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি

সহসা শুনি রাতের কড়ানাড়া

‘অবনী বাড়ি আছো?’



মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৯

জিনাত বলেছেন: আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’


ধন্যবাদ এত সুন্দর কবিতাটি দেয়ার জন্য

২| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫২

ফারুক আহেমদ রনি বলেছেন: সে এক ক্লান্ত বিকেল কবিতা প্রথম পড়ে শুনিয়েছিলো আমার এক বন্ধু। সন্ধ্যারাগে রাঙা পড়ন্ত বিকেলে বন্ধুরা নদীপাড়ে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় কবিতাটি আবৃত্তি করে শুনায় ছেলে বেলার বন্ধু রানু। রানুর সাথে আমার যোগাযোগ নেই পনরো বছর..
ভাল লাগলো বিপাশা কবিতাটি আবার পাঠ করার সুযোগ করে দেয়ার জন্য। অবশ্য অসংখ্যবার পড়েছি এবং শুনেছি কিন্তু প্রথম দিনটির কথা বেশি মনে পড়ছে। রানুর কথাও ...........
ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

বিপাশা দেবনাথ বলেছেন: ধন্যবাদ রনি ভাই। :)

৩| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫২

ভেংচুক বলেছেন: হুম ভালো

৪| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:০৩

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?

খুব ভাল লাগল।


ধন্যবাদ শেয়ার করার জন্য.:)

২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১০

বিপাশা দেবনাথ বলেছেন: ধন্যবাদ পড়বার জন্যে। :)

৫| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১১

সুরভিছায়া বলেছেন: খুবভাল লাগল এ কবিতা পোষ্ট দেয়াতে । ধন্যবাদ ।

৬| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১২

হমপগ্র বলেছেন: সেদিন আমার মা বলছিলেন শক্তি চট্টপাধ্যায়ের এই কবিতা সম্পর্কে।

আজকে পড়ে বুঝলাম। চমৎকার একটি কবিতা!

৭| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৯

মাহমুদ৬৯ বলেছেন: চমৎকার একটি কবিতা! অসংখ্য বার পড়া একটি কবিতা আবার পড়লাম তবু মনে হলোনা পুরোনো কবিতা।

ধন্যবাদ।

৮| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৮

তারার হাসি বলেছেন: র্সবকালের সেরা কবিতার একটি কবিতা।

৯| ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

সব যদি আজ বদলে যেত বলেছেন: কবিতাটি মনে মনে খুজছিলাম।
অনেক সুন্দর।
ধন্যবাদ।

১০| ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: আছি । অশরিরী

এখন নড়ে না অবনীর কড়া
দুয়ার হেরে/খুলে ঘুমিয়ে আছে পাড়া

কেউ খোঁজে বাড়ি?


বৃষ্টি যখন পড়ত বারোমাস
মেঘ এখানে গাভীর মত করে

গল্পে মানুষ ছিল ঘরে

দুয়ার চাপার সবুজ নালিঘাস

আছি।অশরিরী


সবল সংযোগ নিকট পরিধি
সহবতেই অতি সজাগ আমি

কেউ করে না রাতের হট্টহল্লা, কড়ানাড়া

আছি। শুধুই শরিরী।



হেরে না খুলে ?

১১| ০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২২

সোনাপাখি (ভুল) বলেছেন: সেই কবে কোন সন্ধেবেলায় ঠাঁই হলো এ বাড়িতে!
তারপর অর্গল দিয়ে সে যে সেই গেলো আর কোনও দিন
দুয়ারে এসে নাড়েনি কড়া, বলেনি আজও....
অবনী বাড়ি আছো?
আমি কান পেতে আছি দিগন্তে একদিন যদি শুনতে পাই
বাতাসের ঘর্ষণে, মেঘের গর্জনে...
অবনী বাড়ি আছো?..
অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকি... শেষ হয় সময়
শেষ পরিতাপের সবগুলো তন্ত্রী, শধু পড়ে থাকে
সুর... অ-ব-নী--- বাড়ি আছো...?... অবনী---------

১২| ২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৮

কৃষ্ণেন্দু বলেছেন: আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?.....................................ধন্যবাদ......

১৩| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৭

শত রুপা বলেছেন: অবনী বাড়ি আছো?
অবনী বাড়ি আছো?
অবনী বাড়ি আছো?
অবনী বাড়ি আছো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.