![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের প্রাচীর আসমান ছুঁই ছুঁই
বিস্তর জমিন প্রান্তর জুড়ে
সীমা পরিসীমা নেই যে তার !
অন্তর অক্ষে বেদনার বারিধারা
উলট পালট স্রোতের আগ্রাসী চলা
শুধু পিছনেই ঠেলে নিয়ে যায়
কবে হেসেছিলেম প্রান খুলে,বলতে পারো?
স্মৃতির অলক্ষ্যে চলে যাওয়া সে দিনও
মনে না আসার দুঃখই দিয়ে যায় ।
কে বলেছিল জানি না-
"অভাগা যেদিকে চায়,সাগর শুকিয়ে যায়"
তা কি আর বলতে !
হাসির মাঝেও কান্নার গোঙানি
সকলের অলক্ষ্যে শুধুই নিরব জল ফেলা
তবুও মেকী এই উপস্থাপনা
শুধু প্রাচিরগুলু আবরন দিয়ে রাখতে
এই নিরন্তর প্রচেষ্টা।
বাঁচার আকুতি নয় যে এখানে
শুধু সুন্দরের প্রতীক্ষায় ।
দাও সে সুন্দর,নাও যে দুঃখ।
আমি খরস্রোতায় থেকেও
সে প্রতীক্ষার প্রহর গুনে যাই।
©somewhere in net ltd.