![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কিছু রাত বুঝি এমনি হয় !
কুল কাঠের শিখা দপ দপ করে
ছোপ ছোপ নীল বর্ণ রেখে যায় !
কপোল বেয়ে নিরব অশ্রু ক্ষতে জ্বালা দিয়ে
বিভীষিকাময় করে,বিষণ্ণ করে-
অজানা কালো মেঘ জীবন আকাশ জুড়ে
কালবৈশাখীর আভাস ছড়িয়ে রাখে।
সান্ত্বনার বানী শান্ত হয়ে পরে রয়
অবলা,ঢিমা সেজে শুধু ফ্যালফ্যাল করে
করুন চাহনি স্থির করে রাখে।
বড় সে যন্ত্রণা,অহর্নিশ যাচ্ছি বয়ে।
জানি কেউ আসবে না,শুনবে না-
কান পেতে
শুধু রাতের আধার নীরব সাক্ষী হয়ে
লিখে রাখবে পরতে পরতে।
আর আমি ? কুল কাঠে পিড়ি পেতে
রইবোই বসে উপায়হীন ।
এই বুঝি অমানিশা কেটে ভোর হল !
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪
তারছেড়া লিমন বলেছেন: কেউ আসেনারে ভাই.............দু:খ বোঝার মত মন আর কারও অবশিষ্ট নেই...
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
চির চেনা বলেছেন: হমম্্্্্ কেউ আসে না, সুসময়ের বন্ধু সবাই,দুঃসময়ে কেউ নাই .।.।.।.।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
আশিক মাসুম বলেছেন: জানি কেউ আসবে না,শুনবে না-
কান পেতে
শুধু রাতের আধার নীরব সাক্ষী হয়ে
লিখে রাখবে পরতে পরতে।
খুবি হৃদয় ছোঁয়া একটা কবিতা হয়েছে। শুভ কামনা থাকলো।