![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতির রোমান্থন নয় যে এ
কালে ভদ্রে ফিকে হয়ে ভেসে উঠা কিঞ্চিৎ-
আবেগের পরশ নয় যে তা
একটা অস্তিত্ব,প্রানের স্পন্দন
একটা ভালোবাসা,জীবন্ত সিন্ধু
অনন্য অতুলনীয় তুমি বন্ধু।
আকাশে উড়ে যাওয়া পাখি দেখে স্বপ্ন দেখা
নদীর তটিনী ধরে বয়ে যাওয়া,
গতির তালে জীবন আঁকা
কখনো বা রঙ তুলিতে ছোঁয়া দিয়ে
চায়ের চুমুকে আঁধি তুলে
বাশের কঞ্চি দিয়ে মেপে ভব শিখা
সবই তো তোমাতে যাত্রারম্ভ
অনন্য অতুলনীয় তুমি বন্ধু।
থেমে যাওয়া কোন চলন নয় যে তা
ভুলে যাওয়া কোন ছায়া সে নয়
জীবনের সাথে,হত্তন এর পথে
সাহস আর শক্তির প্রতিবিম্ব
অনন্য,অতুলনীয় তুমি বন্ধু।
©somewhere in net ltd.