![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের পাশে ছোট্ট একটা বাগান আমি,
নানা রং,বর্ণ জড়ায়ে বাহারী ফুল বুকে
সারি কে সারি,দিতে দিতে পাড়ি
হয়তো আমি আর আমি
হুম,আমি-'ঘাসফুল' ঘাসের ফুল
হয়তো দেখে চমকিত হবে
খুশিতে ঝিলিক দিয়ে উঠবে টোল ফোলা গালে
বন্ধুদের ডেকে বলবে এই দেখ দেখ -
হয়তো ছবি তুলে নিবে গোটা দশেক
আহা ! কি পরম শান্তি !
আমারও পরম শান্তি,কি ভালোবাসা !
এই,এই-করে কি! না না তুলতে যেও না ফুল
এ তো বোকামি মহা ভুল
পাছে লোকে যদি বলে,এই তুমি রাস্তার !
মানে রাস্তার ফুলে বাড়ী সাজাবে !
চলে যাও,করো নাকো ভুল,আমি রাস্তার ফুল;
ছবি না নিয়েছো ! ওটা অনেক দামী,যদিও আমার,
তাই দিয়ে ঘর সাজাও,আমিও কল্পনায় ভেবে নিবো,
তুমি হাসবে,আমিও কল্পনায় ভেবে নিবো ।
©somewhere in net ltd.