![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিনিয়ত দুয়ারে মাথা ঠুকরে ঠুকরে যাচ্ছি
প্রতিদিন অপলক চেয়ে চেয়ে অপেক্ষা
হয়তো কোন দৈব শক্তি এসে বলে দিবে
ঢের হয়েছে,এবার নে,নিয়ে যা।
প্রতিনিয়ত কান্নার সাথে সংসার করছি
হাহাকার আর শূন্যতার সাথে চোর পুলিশ খেলা
মনে হয় যেন এই বুঝি সোনা বৃষ্টি নেমে আসছে
আর ভরিয়ে দিচ্ছে ক্ষত বিক্ষত গুলো।
প্রতিদিন ভাবছি হয়তো সকাল হলে
একটি মিষ্টি হাসি ঘুম ভাঙ্গিয়ে খুন রাঙ্গা
লাল বর্ণ দিয়ে লাল গালিচা টেনে বলবে
এই পথ ধরে হেঁটে যাও,নাও এই আমার থেকে।
প্রতিদিন ভাবছি আবদার গুলো পূর্ণ করতে
সাত সমুদ্র পাড়ি দিয়ে উড়াল দিয়ে আসবে
একটু অভিমান উপড়ে ফেলে এক চিলতে
ভোরের শুভ্রতা নিয়ে পাটি বিছিয়ে বসাবে।
প্রতিনিয়ত স্বপ্ন দেখছি জীবনের নাও
শান্ত হয়ে ভাসছে দুরন্ত তটিনীর বুক চিড়ে
মাঝি গাইছে সুর মহুয়ার গীতি আমার জন্য
প্রাণখোলা দিল ছেড়ে,সুর ছেড়ে।
প্রতিনিয়ত ভাবছি মগ ডালের পাখি
খাঁচায় পুড়বো নানা ছুতোয়,কৌশলে
একটু হাসির জন্য,বেঁচে থাকার জন্য
আরও কিছু পথ চলে যাবার জন্য।
প্রতিনিয়তই শিখছি নানা অভিনয়
নানা করুণার মিষ্টি বাণী ভরা বুলির আওয়াজ।
তুমি বোকা রে,তুমি বোকা
প্রতিদিন তুমি মৃত্যুকেই ডাকছো না তো !
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৮
কালের সময় বলেছেন: অসাধারণ হয়েছে কাব্য ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫০
সারেমল বলেছেন: দারুন
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২
আহমেদ জী এস বলেছেন: চির চেনা ,
...প্রতিনিয়তই শিখছি নানা অভিনয় ...
চিরসত্য একটি কথা বলেছেন ।
কবিতায় ভালো লাগা ।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
চির চেনা বলেছেন: ধন্যবাদ না...... উষ্ণ ভালোবাসা সবার জন্য...... ভ্রমণ করেছেন বলিয়া ্্
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৯
বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর ভালো লাগলো কবিতা ।