![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙ্গ রস লীলা
হল সাঙ্গ খেলা
নাচছে প্রমোদ বালা
অবগাহনের মেলা
সিনান করেছি কলে
খরস্রোতার জলে
খসিয়া গায়ের চামড়া
ডেকেছে হুল ভ্রোমরা
হৃদয় গিয়েছে মরে
আলেয়ার বাহু ডোরে
চাঁদের আলো কোলে
কলঙ্কের ভেলা দোলে
মরিছিনু অকালে
নীল বিষের ছোবলে
আঁখি ডুবে নিশি
ডাইনী সর্বনাশী
নিয়েছে ফাল্গু সেচে
আধমরা হয়ে বেঁচে
রঙ্গ রস লীলা
হল সাঙ্গ খেলা।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: বেশ লাগলো। চমৎকার মাত্রার প্রয়োগ ... ।