![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন যায় চলে
কিছু না বলে,
রাত আসে পরে
হ্যাঁ না চুপিসারে।
মন কেঁদে যায়
দেখি না উপায়,
মুখ হল ভার
অশ্রু জলের বাহার।
কি জানি চায়
কি কেন পায় ?
আমি খুঁজি তারে
কোথা সে ঠারে?
ফুলে ফুলে উড়ে
বুকে বারি ঝরে
চাই ক্ষণে ক্ষণে
নিঃশ্বাসের প্রতি টানে।
এসো ফিরে ঘরে
পালকি পিঠে চড়ে
লাল শাল বেনারশি
আমি তোকে ভালোবাসি।
২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০০
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: ভাল,
বিশেষ করে
চাই ক্ষণে ক্ষণে
নিঃশ্বাসের প্রতি টানে।
লাইন টা দারুণ লাগল,
৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪১
সাদিয়া আফরোজ বলেছেন: রোমান্টিক
৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।
৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
বিজন রয় বলেছেন: সুন্দরম।
৬| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৪
চির চেনা বলেছেন: ধন্যবাদ জনাব
৭| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ ব্র
৮| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৫
চির চেনা বলেছেন: তাই নাকি?? ধন্যবাদ
৯| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬
চির চেনা বলেছেন: মেক্সি,,,, ফ্রেঞ্চ
১০| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬
চির চেনা বলেছেন: অসনখ্য ধন্যবাফ
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১৬
দায়ী বলেছেন: ছন্দের মিলটা সুন্দর, পড়ে ভাল লাগল