![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কীসের অহংকার করো?
চেহারার!
প্রিন্সেস ডায়না ও তো অনেক সুন্দরী ছিল
কোথায় সে?যখন অনাকাঙ্ক্ষিত এক্সিডেন্ট এ মারা গেলো কোথায় তার চেহারা?কোথায় তার অহংকার!
কোথায় তার গর্ব!
সম্পদের!
যে সিরিয়াতে জাকাত দেয়ার মানুষ খুঁজে পেতো না সেখানকার লোকজন,সেখানকার শের রা দ্বারে দ্বারে ভিক্ষা চায়।
২০০৬ সালে তুরস্কে ভূমিকম্পে প্রায় ১ লক্ষ ৬০ হাজার লোক মারা যায়,তাদের মধ্যে অনেক বড় বড় ব্যাবসায়ি ছিল।
কোথায় তাদের অহংকার!কোথায়!
কোথায় মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক!কোথায় নানকের ছেলে?বিশাল ক্ষমতাধর নানকের ছেলে ল্যাপটপ বিস্ফোরণে মারা গেলো!তার অহংকার আর দাম্ভিকতা কি তাকে বাঁচিয়ে রাখতে পেরেছে বা নানকের চোখের অশ্রু কে বন্ধ করতে পেরেছে?
এক ফোঁটা নাপাক জল থেকে সৃষ্টি মানুষ!
নিজের উপর নিজের কোন ক্ষমতা নাই আর তা দিয়েই এত অহংকার!
অহংকার একমাত্র স্রস্টার,তার চাদর এটা।এই অহংকার এর চাদর নিয়ে টানাটানি করবেন না।
বলছি না রিকশাওয়ালা আর আপনি এক প্লেটে খান,তবে তাকে মানুষ হিসেবে ভাবুন এবং সেই সম্মান দেন।
বলছি না আপনার অফিসের পিয়নের সাথে আপনার মেয়ের দিয়ে দেন,তবে তাকে মানুষ হিসেবে ভাবেন।
বলছি না রাস্তার পাশের ছেলেমেয়েটাকে আপনার ঘরেই নিয়ে রাখুন,তবে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সাথে অমানুষের মত ব্যাবহার করবেন না।
বলছি না আপনার কামাইয়ের সব কিছু গরীবদের দিয়ে দেন,তবে তাদের জন্য তাদের হক টুকু তৃপ্ত মনে,গোপনভাবে দিয়ে দিন।
বলছি না আজ থেকে সৌন্দর্যের চর্চা বন্ধ করে দেন,তবে আপনার চেয়ে কম সুন্দরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা ছড়াবেন না,আর ভ্রু কুচকাবেন না,বাজে মন্তব্য করবেন না।
©somewhere in net ltd.