![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন জানি খুব হাসি পাচ্ছে ---
যাই হউক ঘটনা টা খুলেই বলি।
৩৩ হাজার কোটি টাকা নিশ্চয়ই জামায়াত চুরি করেনি।
সাগর রুনিকে নিশ্চয়ই জামায়াত হত্যা করেনি।
রান প্লাজা?মনে আছে রানা প্লাজার কথা? হাজারের উপর মানুষ মারা গেছে,
নিশ্চয়ই জামায়াত করেনি।
কিংবা ৫৭ জন চৌকস বিডিয়ার অফিসারকে নিশ্চয়ই জামায়াত হত্যা করেনি।
করেনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডার,
বিশ্বজিৎ কে হত্যা,
তনুকে ধর্ষণ।
তো করেছে কি?
নেতাদের ফাঁসী নিয়েও অনেকেই মন্তব্য করেছে যে বের করে নিয়ে যাবে,হাঙ্গামা করে দেশ উড়িয়ে দিবে,কিছু করা তো দূরের কথা, সেসব কিছু করার সাহস ও কিন্তু নাই।
তবু সকলের মুখে সারাদিন জামায়াত আর জামায়াত।
ছোটবেলার ভুতের গল্পের মত।ভুতের কি কোন অস্তিত্ব আছে?
নাই,তবু মুরুব্বিদের ভুত নিয়ে কত ভয় দেখানো আর খাওয়ানো!
বাংলাদেশের রাজনীতিতেও একই অবস্থা,ল্যাংড়া খুড়া জামায়াত-ই প্রধান উপজীব্য বিষয়।
এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ,আধিপত্যাবাদের পরিপূর্ণ রূপ এটাই।রাজনীতি আর রাজনীতির জায়গায় নেই,এটা একটা পারমানবিক খেলা হয়ে গিয়েছে।
কাঠামোগত ভাবে দেশ লাখ সমস্যায় জর্জরিত থাকলেও গৌণ বিষয় জামায়াত যখন বড় ইস্যু তখন স্বাধীনতার অপমৃত্যু হয়েছে।
ডক্টর মুহাম্মদ শহিদুল্ললাহ বলেছিলেন,
"ভুতের ভয় দেখিয়ে যে জাতিকে ঘুম পাড়ানো হয়,তারা কোনদিন সিংহের সাথে লড়াই করতে পারবে না"
বাংলাদেশেও একই অবস্থা,জামায়াত ভীতি দেখিয়ে দেশ কে হিজড়া বানিয়ে দেয়া হয়েছে।
রাজনৈতিক extremism দরকার,আধিপত্যবাদীয় extremism নয়।
জামায়াত বড় না সুন্দরবন?
এখানেও রাজনৈতিক বিভক্তি হয়ে যাবে,তবে চেতনাই যত সমস্যার সৃষ্টি।
২| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৮
নোমান প্রধান বলেছেন: যারে দেখতে নারী তার চলন বাকা
৩| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১
নীলাকাশ ২০১৬ বলেছেন: উপরে বর্ণিত অঘটনগুলো নির্বিঘ্নে ঘটানোর জন্যই জামায়াতকে নির্মূল করার প্রয়োজন ছিল। ভারত কিভাবে আস্তে আস্তে বাংলাদেশকে হিজরা বানিয়ে দেয়, তা এখন টের পাবেন। জামায়াত বিহীন বাংলাদেশের রাজনীতিতে জনগণের কতটা অংশগ্রহণ থাকে - সেটা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন।
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৬
চির চেনা বলেছেন: টের পাচ্ছি,শুধু ভবিষ্যতের কাছে ফসিল টা তুলে দেয়ার অপেক্ষার প্রহর টুকু বাকী।
৪| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১
একা কি আমি! বলেছেন: সাধারন জনগন সবকিছু বুঝে কিন্তু কিছুই করার ক্ষমতা নাই। জামায়াত শিবির এত খারাপ হলে তাদের নামে হরতাল আর গাড়ি পুরানো ছাড়া আর কোন মামলা নাই। তাদের নামে কোন খুনের, চাদাবাজি, ডাকাতি, মেয়েদের ধর্ষণ, ব্যাংক ডাকাতি, টেন্ডারবাজি এসবের নামে কোন মামলা নেই। তাহলে বোঝা যায় তাদের থেকে ভাল বাংলাদেশে আর একটি নেই। কারন তারা ৫ ওয়াক্ত নামাজ পরে। যারা নামাজ আদায় করে তারা কোন খারাপ কাজ করতে পারে না।
০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮
চির চেনা বলেছেন: খারাপ ভালো সব জায়গায়ই আছে,তবে এদের খারাপের ব্যাপারগুলো তো লক্ষণীয় না তেমন,বেশীরভাগ টাই কাল্পনিক।তবু আমরা এদের নিয়েই ব্যাস্ত।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭
কানিজ রিনা বলেছেন: সব মাছেই ঘু খায় গাওড়া মাছেরই দোষ
হয়।