![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষাদের অনলে পোড়া হৃদয় মন্দির
অঙ্গার হতে হতে চৌচির
যেন হাজার বছর ধরে জলবিহীন
কাঠখোট্টা এক পৃথিবীর ধন্যতার প্রতীক ।
হেঁটে হেঁটে বহুদূর,বড় যে তিয়াস
খাঁ খাঁ আগুনের ছাঁদ
রুক্ষতার যে পরশ বিছিয়ে দিয়েছে
ভস্মও যেন "কেঁদে বাঁচার" ধ্যানে।
"নীল খামের একটা চিঠি"
যেন আটলান্টিকের গভীরতা
আর নীল নদের খরস্রোতা নিয়ে এসেছে
এক বিন্দু নোনা জল যে ঝরবে
তার জো ও যে নাই
বহু আগেই হাহাকার মরুভূমি হয়ে গেছে।
চাতক পাখির মত সে কি অপেক্ষার প্রহর
এই বুঝি এসে গেলো
এই বুঝি মন্দিরের কপাট খুলে দিলো।
নটবর করে শিয়রে বসিয়ে দিলো।
আসে না আর আসে না,
আসে না সেই মধুক্ষণ।
"প্রিয়া ঘর আ যাও"- এই ডাক শুনতে
কত বোন উজাড় হয়েছে
কত ক্রোশ,জায়গা,দেশ অতিক্রম হয়েছে
তবু বিষাদ যেন অনলেই ভালোবাসায় পায়।
একটা টিকেট দে না রে ! পরপারের !
অনলেই পুড়বে যখন
সবুজে কেন?অবুঝেই হউক!
মাতম উঠে না,তাই তো খেলনা মনে হয়
"হৃদয়ের মাতম উঠেছে আকাশ জুড়ে"
দেখেছে কি কেউ কভু জীবন পর্দায়?
কে আসে কে যায়?সবই তো আঁধার
শুধু ময়না পাখিটারেই আলো মনে হয়!
খুনসুটি হয়েছে?তাতে কি?
হৃদয় টা তো জোড়া লাগানো ভালোবাসার ডোরে।
বিষাদের বিষ ঝাড়বি না বল?
আয় না একটা জীবন দিতে !
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০
চির চেনা বলেছেন: ডেকে যাই বারেবার
আসে না ফিরে
পাখিটা বড্ড অভিমানী
আসবে না আর নীড়ে।
২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪
সিগনেচার নসিব বলেছেন: বেশ লাগল কবিতা!!
শুভেচ্ছা রইল ভাই
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯
কানিজ রিনা বলেছেন: পাখি তুই আয় দেখে যা কেমন আছি।
আবার আসিবা ফিরে ধান শীড়ি নদীটির তীরে।