![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ বালিকা,ও মেঘ বালিকা
শুনছো ?
আমায় ডাকছো কি,
চিনলে কেমনে?
ওই যে দেখছি প্রতিদিন,গেঁথে গেছে যে আঁখিতে।
তাই বল,বেশ তো বাহ!
কি করতে পারি তোমার তরে?
"আমি যে তোমাকে ভালোবাসি,অনেক"
হেহ (মুচকি হেসে) ......তাই বুঝি!
সে তো সবাই বাসে।
নাহ ! ঠিক অমন নয়,তুমি যে সাধনা!
তাহলে তো বেশী কিছু,কি দিবো প্রতিদান !
তুমি কি আমার হবে,মেঘ?
তোমার ! কিভাবে হবো,আমি তো আকাশে।
আসবে প্রতিদিন,খুনসুটি করবো,
তুমি মুখ ভার করবে,আমি সোহাগ দিবো,
পবনের ঝাপটায় উড়ে যাবে,আমি দৌড়ে পিছু
আমি স্বপ্নে বেড়াবো,তুমি ছায়া হবে।
থামো না থামো,আমার যে কেমন লাগছে!
হবে আমার?
যেতে কি পারি এই স্বপ্ন ছেড়ে!এখন যাই তবে?
এখনই ! কীসের তাড়া!
বৃষ্টিগুলো ডাকছে আমায়,বসন্ত যে শেষ!
আবার আসবে কবে,বলে যাও।
মেঘ হয়ে নয়,বৃষ্টি হয়ে চমকে দিবো,তোমায় সোনা!
মনে থাকে যেন,আমি প্রহর গুনবো।
বিজলী চমকালো,যেন মহাপ্লাবন এর আগমনী!
"অঝোরে বৃষ্টি ঝরে",মেঘ বালিকা কই তুমি!
এদিকে বান ধেয়ে এসেছে,প্লাবনে সব ভেসে গিয়েছে
"এই যে সোনা,আমি এসে গেছি,খুব কেঁদেছিলে বুঝি,
দেখো তো চিনতে পারো কি না!"
"মেঘ বালিকা"-তুমি?এই হল আসার সময়!
বৃষ্টি হয়ে যে ভাসিয়ে দিলে,বিদায় দিতে এসেছো?
না সোনা না,আমি যে এমনই,ঝরতেই হবে।
"তোমায় ভালোবেসে,তোমাতেই শেষ"
ওই যে গান শুনছো?
"বানের তোড়ে ভাইসা গেছে কত আপনজন"
২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৩
চির চেনা বলেছেন: সত্যি ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১০
নূর সালাম বলেছেন: সত্যিই ?