![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কারা কারা ক্রিকেট দেখেছেন জানি না,
তবে যারা ক্রিকেট দেখেন না তাদেরকেও বলবো,আজকের খেলাটার রিপ্লে নয় অন্তত মাশরাফির কাছে ছুটে যাওয়া এক ভক্তের এবং সেই ভক্তকে নিয়ে মাশরাফির অনন্য উদাহরণ সৃষ্টির ভিডিও ক্লিপিংস টা।
প্রথমত মাশরাফি কে আপনারা কম বেশী সবাই চিনেন।সে একজন খেলোয়াড় এর পাশাপাশি একজন নেতা।শুধু তাই নয় তিনি খেলাকে কোন মানদণ্ডে বিচার করেন সে কথাও হয়তো আপনাদের কারো অজানা না।
তাই তিনি জানেন খেলার প্রতি মানুষের ভালোবাসা আর প্রত্যাশা।
সেখান থেকে সবাই যেমন খুব চাপে থেকে নিজেকে অপ্রস্তুত রাখে,মাশরাফি ঠিক সে রকম নয় আবার নেতৃত্ব পেয়ে অহংকারের চুড়ায় বসে থাকা অন্য মানুষদের মত নয়।
সেই সাথে নেতা কিভাবে কেমন করে মানুষের পাশে থাকবে,কতটুকু দায়িত্ববান হবে তার উদাহরণ ও সৃষ্টি করে দিয়েছেন।
ভক্তকে বুকে জড়িয়ে নিয়ে তাকে নিরাপত্তা কর্মীদের হাত থেকে রক্ষার নিবেদনটুকু করতেও ভুলে যাননি।বিরক্ত মনে মনে হয়েছিলেন কি না জানি না,তবে অধস্তন দের কে কিভাবে আগলে রাখা উচিত তাই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি।সকল অবস্থায় অন্যের প্রতি দায়িত্বশীল আচরণের যেন নক্ষত্রময় আচরনের ছাপ রেখে দিলেন ইতিহাসের পাতায়।
বাংলাদেশের প্রত্যেক দলের নেতাদের এ থেকে শিক্ষা নেয়া উচিত।
নেতা মানে ভিনগ্রহের কেউ না,আবার এক গ্রহের ভেবে শুধু বুকে জড়িয়ে ধরা না।
আশেপাশের ময়লা থেকে টেনে তুলে আনাই নেতার কাজ।আর এই জন্যই সে নেতা আর অধস্তন রা তার পানে তাকিয়ে তার ভরসায় তাকে সমর্থন দিয়ে যায়।
০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৪
চির চেনা বলেছেন: স্বাগতম ভাই
২| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:১৯
তানজিরুল63 বলেছেন: ভাই, সুন্দর লিখেছেন!
০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৪
চির চেনা বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৮
রক্তিম দিগন্ত বলেছেন: ফ্যানের ব্যাপারটা মাশরাফি চমৎকার ভাবে হ্যান্ডেল করেছে। এমনিই দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা, তার উপর খেলা চলাকালীন এমনভাবে মাঠে ঢুকে পড়া খুবই অদ্ভুত। সেটাও আবার ইংল্যান্ড যেদিন দেশে আসলো সেদিনই। মাঠের নিরাপত্তাকর্মীরা তৎপর ছিল না বুঝাই যায়। মাশরাফিও প্রথমে চমকে গিয়েছিল। পরে সব বুঝে শুনেই জড়িয়ে ধরে। নিরাপত্তাকর্মীদেরও এমন ভাবে হ্যান্ডেল করে যেন, এটা তেমন কিছুই না। যাতে এতে নিরাপত্তা ইস্যু নিয়ে আর কেউ কিছু বলতে না পারে - সেই কাজও সেরে দিল। তবে, এই ফ্যানের দৌড়ে দলের সবাই ই চমকে গেছে।
মাশরাফি জড়িয়ে ধরায় এবং নিরাপত্তাকর্মীদের হাতে ফ্যানকে হুট করে ছেড়ে না দেওয়ায় - সবাই ব্যাপারটাকে মাশরাফির মহত্ব হিসেবেই ভাবছে। এটাই দরকার। মাশরাফি যেমন বুঝে শুনে ব্যাপারটা মাঠে হ্যান্ডেল করেছে, ফ্যানদের ঐ ভাবেই ব্যাপারটাকে আপাতত দূরে রাখা উচিৎ। মিডিয়াও এটাকে খুব একটা বড় করছে না। আপাতত ইংল্যান্ড দলের সাথে সিরিজটা শেষ হোক।
নেতা যেভাবে ব্যাপারটা স্বাভাবিকভাবে মানিয়ে নিয়েছে - ফ্যানরাও নেতাকে সম্মান করে কিছুটা মানিয়ে নিক।
০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৫
চির চেনা বলেছেন: সহমত ভাই
৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩০
ধ্রুবক আলো বলেছেন: ভাই দারুন লেখছেন,, অভিনন্দন
০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১২
চির চেনা বলেছেন: ধন্যবাদ ----
৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৩
ডঃ এম এ আলী বলেছেন: ইংল্যান্ড দল সহি সালামতে সিরিজটা খেলতে পারে যেন এটাই এখন সব থেকে বেশী কাম্য । বিষয়টি বেশ কিছু গুরুত্বপুর্ণ ইস্যুর জন্ম দিয়েছে সেগুলী সংস্লিস্ট সকলের গভীর দৃস্টিভঙ্গী নিয়ে দেখার প্রয়োজন আছে ।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
চির চেনা বলেছেন: হমম, এখন সেটাই দেখার বিষয়।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:১৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল বিষয় নিয়ে লিখেছেন