![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের পর সময় যাচ্ছে
দিনের পর দিন
মরণের ঊষা আসছে ঘনিয়ে
জমা কত শত ঋণ।
কত শত পাপ,লোভ লালসা
গুনাহের বোঝা ভারী
আরশিনগরের খরস্রোতা
কেমনে দিবো পারি!
আকাশ কালো,জীবন আঁধার
আলোর নাই যে দেখা
জীবন তরী চলে হেলে দুলে
মাঝি যে বড় একা
সঠিক পথের দিশাহারা জীবন
হিসেব যে বড্ড ভারী
মাফ করে দাও হে দয়াময়
করুণা দাও গো ভরি।
আমার জীবন,আমার মরণ
সবই তোমার তরে
পাড় করে দাও প্রভু তুমি
তোমার রহম ঝড়ে।
কবরের আঁধার,পুণ্য ছাড়া
জ্বলবে না যে বাতি
প্রভু তোমার চাই গো ক্ষমা
আমি যে দিবা রাতি।
০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৬
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৯
বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার। পড়ে বেশ ভাল লাগল।