![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পলোকের গল্প শুনে,যুবক তোমার মন
প্রতিবাদের ভাষায় তুমি,
করো মঞ্চের আয়োজন!
প্রশ্ন জাগে তোমার কাজে,কোথায় তোমার বিবেক
গল্প শোন,দেখো নি চোখে
মিথ্যা নয় কি আবেগ!
মঞ্চে তোমার দেশপ্রেম আর টিভির টক শো তে
দেখেনি কি তবে ২৮ তারিখ
পড়েনা কি চোখ বিশ্বজিতে!
কবেকার কোন ধর্ষণ সেই,সত্য কি না জানো
তার জন্য চিৎকার দাবী
তনু,খাদিজা নাই কেনো !
যুবক তুমি সচেতন যুগের,দাবী করো বারবার
অবাক চেয়ে ভাবি তোমায়
শুধু কি গল্প অতীত কারবার!
বর্তমানের তরী ভেসে যায়,ধ্বংসের কোলে ভাস্বর
যুবক তোমার বিবেক কেড়ে
কল্প ধরিয়েছে অধীশ্বর।
মূলা ঝুলিয়ে তোমার অবর কেড়ে নিচ্ছে যারা
আবেগ ঝেড়ে মিথ্যার প্রাসাদ
ভেঙ্গে ফেলো সব সারা।
যুবক তুমি,তোমার মাটি,তোমার এ সোনার দেশ
বিবেক যদি না জাগে আজ
কেড়ে নিবে সব পরদেশ।
২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪১
এম এ কাশেম বলেছেন: যুগোপযোগী।
সবাই কিন্তু হুজুগে পাগল।
শুভেচ্ছা জানবেন।
২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ জানবেন
৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪২
আছির মাহমুদ বলেছেন: ভাল। সুন্দর চিন্তা।
২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২৮
শিপন মোহাম্মদ বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো।