![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত রোজায় দুই বক্স রাসবেরি কিনলাম।দেখতে বেশ চমৎকার লাগছিল তাই ইফতারের ঠিক আগে সবাইকে খাওয়াবো বলে কিনলাম।ইফতার শুরু হলে বক্স খুলে দেখি দেখতে সুন্দর হলে কি হবে সেগুলো আসলে ভিতরে সব পচে গেছে,খাওয়ার উপযুক্ত না।অগত্যা কিছুটা বিরক্তি নিয়ে ফেলে দিলাম।
এরকম যে কোন কিছুই যদি পচা থাকে তবে সবাই ফেলে দেয় বা কিনে না।অর্ধেক পচা জিনিষ ও কেউ কিনে না।অনেক সময় হয়তো একদম নামমূল্যে কিনে নেয়।
আচ্ছা এই যদি হয় আমাদের নিজেদের বিচার তবে আপনার সম্পর্কে একটু বিচার করুন তো!
একটা সাজানো দেহ,যত্ন করা শরীর,টাকা পয়সা ওয়ালা সব ঠিক আছে কিন্তু আমলের কিছুই নেই।আমল পূর্ণ পচা বা বেশীরভাগ পচা।
আমরা যেমন কোন পচা কে গ্রহণ করি না,ঘৃণা ভরে বা বিরক্তিভরে ফেলে দেই তাহলে আল্লাহ্র কি ঠেকা পড়েছে আমার আপনার মত পচা জঘন্য আমলকে আল্লাহ্ গ্রহণ করবে?
নামাজ নেই,আমল নেই,ইসলামের জন্য কোন কাজ নেই শুধু কিছু উদযাপন ছাড়া,তাহলে আপনি কিভাবে মুসলমানের কাতারে নিজেকে দাবী করতে পারেন?
বাতিলের সাথে আপনার সমস্ত সখ্যতা থাকবে আর আপনি সুবাধাবাদি হয়ে নিজেকে উচ্চ কাতারে ভাবেন!
আপনার আর শয়তানের মধ্যে পার্থক্য এটাই যে আপনি তার গুটি আর সে গুটিবাজ।
৭৩ কাতারের ৭২ কাতার যেখানে জাহান্নামের বাসিন্দা সেখানে আমরা যারা সস্তা দামে জান্নাত কিনতে চাচ্ছি,সেটাও কি সম্ভব!
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
চির চেনা বলেছেন: শোকরিয়া
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
খোরশেদ আলম সৈকত বলেছেন: ভালো লাগলো।