![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা প্রেমিক আর পোষে না
খরচ বেড়েছে কত
অনলাইনে অফলাইনে
চলছে খোঁজ শত ।
আইসক্রিমের দাম বেড়েছে
ফুচকায় কি চলে ?
বার্গার না খেলে পরে
জাত যে গেলো বলে!
কিরণমালা আর প্রিয়াঙ্কা দি
আরও কত ফ্যাশন !
বাপের কাছে চাইবো কেন
আটা ময়দা বেসন!
ফ্ল্যাক্সিলোডেই কত খরচ
ইন্টারনেটের পিছে
বুঝতেই পারেন বাজার চড়া
একটুও না মিছে।
প্রেমিকের গিফট দিয়ে
করবো বাড়ি গাড়ী
স্বপ্ন নয় সত্যি এটা
করেছে এক বেচারি।
তাই তো খুঁজি দিনভর
মুরগী মুরগী মুরগী
ওরা দিবে টাশকি খেয়ে
আমি হব বর্গী।
২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
চির চেনা বলেছেন: আমিও তাই ভাবছি
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: বুদ্ধিটা কম খারাপ না