![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম না জানা একটা পাখিটা এসেছিল দ্বারে
কত নামে ডাকলাম পাখি,চিনলাম না যে তারে
হলুদ,সবুজ,লাল,বেগুনী
হলুদ,সবুজ,লাল,বেগুনী কত রঙ্গের ডানা
হাত বাড়ালেই বলতো পাখি,ধরতে তারে মানা ।
আদর করে দিতাম খেতে,শুইতে দিতাম বুকে
আরাম করে সুখ টা নিয়ে আঁচড় দিতো এঁকে।
কে পাখীটা,কোথায় বাস,কি যে তার ছবি
নিত্য দিন জবাব দিতো,কত হাবিজাবি ।
খরা নিয়ে শুষে নিতো বুক নদীটার পানি
আমার খরায় ভেংচি দিতো অচিন সেই পাষাণী।
নিত্য পাখী আসবে বলে সেই যে প্রহর গুনা
মিছেমিছি বলতো লোকে,যায়নি তখন শুনা ।
কাঁদতো যখন সেই পাখীটা,আমায় নিতো খুঁজে
সুখের সময় উড়াল দিতো নয়ন দুটো বুজে।
তবুও তার ছাতা হয়ে মেঘ তাড়িয়ে দিতাম
ঠাণ্ডা জলের ঝাল সয়ে একাকী কাঁদতাম।
হঠাত যেদিন খুঁজে পেলাম সেই পাখীটার সব
মিষ্টি সেদিন অগ্নি হয়ে বানিয়ে দিলো শব।
হাছা পাখী গেলো উড়ে,মিছা ছিল রাণী
মিছা স্বপন ভেঙ্গে হাছায়,টানছি জলের ঘানি।
সেই পাখীটা পালিয়ে গেলো,বুকের পাঁজর ছিঁড়ে
নিত্য আমি খুঁজি পাখী,হাজার পাখীর ভিড়ে।
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
চির চেনা বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
আনিসা নাসরীন বলেছেন: সুন্দর
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে