![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈশবের যত স্বপ্ন গুলো পুঁটি চান্দার মত
কচুরিপানার শিকড়ে শিকড়ে
জগতের কল্পনা যত
মায়ের কোলে,বাবার দোলে সেই যে পৃথিবী
দুনিয়া যেন ঘর আর দোর
চির সত্যের ছবি।
কৈশোর যেন দমকা মেঘের হঠাত ভেসে উঠা
গর্জনে তর্জনে কত ভয়ানক
ভাবের যে সব ছটা।
এইম ইন লাইফে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারের দাম
পড়ার টেবিলে বসে না মন
জয়ের নেশা ধরাধাম।
যৌবন বুঝি বাতাসের সাথে মেঘের হানাহানি
গর্জে উঠা মেঘের বুকে
বাতাসের কনকনানি
বিদ্যা আলয়ে,মুদ্রা বলয়ে সে কি কম্পিটিশান
ছুঁচোও যেন ঝাপটে পড়ে
নিয়ে মেকী শান।
এই কি জীবন!যেন মনে হয় লড়াইয়ের মরূদ্যান
পরতে পরতে বিছানো গায়ে
কাটা ভরা লোনা সোপান।
আধার কেটে যখনই ভাবি এই বুঝি এলো সূর্য
ইসরাফিলের ডাক এসে যায়
বেজে উঠে তার তূর্য।
ভুল করে যদি আবার পেতাম শৈশবের সেই দিন
পুঁটিকেই ভালোবেসে বেসে
বাজতাম বেহালা বীণ
এই তো জীবন রঙ্গিন সুতোর,খুঁজে ফিরি শৈশব
এখন কত ভার কাঁধেতে
শুধু নাই কলরব।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
চির চেনা বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণার জন্য ---- এটাও জীবনেরই একটা পার্ট
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: জীবন মানে শুধুই লড়াই আর লড়াই । এমন করতে করতে অবশেষে সবাই হারিয়ে যায় ।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
চির চেনা বলেছেন: জি ---
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৭
জাহেদুর রহমান সোহাগ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম অসাধারন লিখেছেন।