![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুকিয়ে গেছে ভরা নদী
খরায় চরায় বালি বুক
জলের নাই কলকলানি
আহারে সেই ভাটির সুখ !
তরী আর ভাসে না
ভরা গাঙের কোল পরে
পালা গান যাত্রা গান
আজো যে মন নাড়ে।
প্রদীপ গুলো নিভে আঁধার
বিজলীর বাতি জ্বলে
সোনার গ্রাম,সোনার মাঠ
হারালো কই কার ছলে !
আহারে দিন,সোনাভরা সেই
কত প্রাণের মেলা
পুব,পশ্চিম,উত্তর,দক্ষিণ
যেন আত্মার এক ভেলা !
রবির ছিল ভালোবাসা,
চাঁদের বুকে স্বপ্ন
ক্ষেতে ক্ষেতে ফলতো তখন
খাঁটি সোনা রত্ন।
কলসি কাঁখে বাংলা পরী
জোয়াল কাঁধে রাজা
পান্তা ভাতে,হাত পাখাতে
সেই ছিল কি মজা !
ঝিরি ঝিরি ধানের ক্ষেতে
মন যে ছুটে যায়
কেউ কি পারো আসবে রেখে
আমার সেই সে গাঁয়!
মন্তু মিয়াঁর আনমনে চোখ
টুনির প্রেমের মায়া
মকবুলের রাজ্য শাসন
কাঁদায় যে মোর হিয়া।
আহারে সেই ফেলে আসা দিন
আহারে আমার গাঁ
ইট পাথরে রস কষ হীন
তোমায় খুঁজি যে মা।
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪
চির চেনা বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১
ধ্রুবক আলো বলেছেন: নদী শুকিয়ে চর পরে যাচ্ছে, অনেক নদী এখন নেই বললেই চলে,!!
কবিতা খুব ভালো লাগলো, অনেক শুভ কামনা রইলো.....
লেখাটায় +++
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩
চির চেনা বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।