![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবাগুলো সব কেমন যেন
আগুন আগুন স্বভাব
সবকিছুতেই ভারী ভারী সব
কঠিন কঠিন ভাব।
বায়না ধরলেই “না” কথাটি
মুখের উপর খাড়া
বাবা মানেই অস্বস্তি আর
যন্ত্রণার বারিধারা।
বাবা মানেই শুধু টাকার ছবি
অন্য বেলায় না থাক
বাবা মানে শুধু দিয়ে যাক সব
কখনো না নাক গলাক।
এমন রূপেই বাবা বুঝি
হয়েছিল চিরচেনা
বাবার মাঝে যে বড় প্রিয় ধন
থাকে না কারো জানা।
এক জামাতে যুগ করে পার
এক জুতাতেই কিছু কাল
পকেট ছিঁড়ে বাবা শুধু
বায়না পুরায় চিরকাল।
প্রিয় মীন মাথার স্বাদ ছেড়ে
পাতে তুলে দেওয়া
মনে হত সব নিষেধ বাবাদের
বড় হয়ে এসব খাওয়া।
বাবার চোখেও যে জল আসে
চোখের আড়াল হলে
কেউ বুঝে না,কেউ বুঝে না
কল্পনারও ছলে।
বাবা গুলো সব এত ভালো কেন
এত কেন মায়া ভালোবাসা
নয়নের বারিধারায় চোখ ছল ছল
পাই না খুঁজে কোন ভাষা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২১
চির চেনা বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩
বর্ষন হোমস বলেছেন:
বাহঃ
ভালই লিখেছেন।ছন্দে ছন্দে মনের কথা ফুটে উঠলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২১
চির চেনা বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮
ভাবুক কবি বলেছেন: দারুণ লিখেছেন।
বাবাগুলা এমনই
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২১
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৯
বাহাউদ্দিন আবির বলেছেন: চমৎকার লিখেছেন