![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাক ডাকে কা কা কা
চড়াই কিচিরমিচির
মোরগ ডাকে কুক্কুরু কু
মুরগী কিরকির।
কোকিল কালো,দেখতে হলেও
ডাক যে ভারী মিষ্টি
কুহু কুহু মায়া ভরা বেশ
কি অপরূপ সৃষ্টি !
হাস ডাকে প্যাক প্যাক
জলের রাজা সে
ময়না কয় মিষ্টি কথা
গানেও বেজায় যে।
মন মুনিয়া রূপ মেখে
নানা বাহার মেলে
পায়রা গুলোর বাকুম বাকুম
মনে ঢেউ তোলে।
তোতা পাখীর আতা নেই
তবুও রূপে অপরূপা
বাবুই পাখীর শিল্প যেন
রবের দেয়া বিশেষ কৃপা।
সারি সারি বক যেন
শান্তি বিমান ওই
পানকৌড়ির ভাবখানা
কেমনে ভুলে রই!
দোয়েল বুঝি বাচ্চা বাচ্চা
নেচে নেচেই সারা
টুনটুনি টা টুনটুন
জাগিয়ে রাখে পাড়া।
মাছরাঙ্গা তুই বন্ধু হবি?
একটা দিবি মাছ?
পেঁচার চোখে চোখ পড়লেই
দিলে পড়ে ভাঁজ।
কাঠ ঠোকরা কাঠ ঠোকরা
খট খট খট খট
রাতের রাণী বাদুড় পাখী
ফলে বাজায় জট।
গাং চিল টা দক্ষ পাইলট
গগন জুড়ে উড়ে
জোড়া শালিক জোড়ায় জোড়ায়
যাত্রার খবর পড়ে।
শত পাখি,কত পাখি
সাত চুয়াল্লিশের মেলা
ভাটির দেশ পাখির দেশ
হৃদয়ে করে খেলা।
(সরকারী হিসেব মতে বাংলাদেশে প্রায় ৭৪৪ প্রকারের পাখি আছে)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩০
চির চেনা বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: খুবই চমৎকার হইছে ভাই,......ভালোলাগা অফুরন্ত
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩১
চির চেনা বলেছেন: অনুপ্রাণিত হতে অনেক কাজে লাগবে --- ধন্যবাদ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯
সাদা মনের মানুষ বলেছেন:
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩১
চির চেনা বলেছেন: খুবই সুন্দর --- অসংখ্য ধন্যবাদ
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
মাঝিবাড়ি বলেছেন: ভাল লেগেছে
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪১
পলাশমিঞা বলেছেন: মোরগ ডাকে কুক্কুরু কু
মুরগী কিরকির। এখান আমার বেশি ভাল্লাগছে।