![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাদের এ সংসার ছাড়তে হবে
ছিঁড়তে হবে মায়ারই জাল
ডাক এলে গো যাইতে হবে
করবে না কাজ কোন চাল।।
স্বাদের এ সংসার ছাড়তে হবে
ছিঁড়তে হবে মায়ারই জাল।
জটিল এ মায়ার জাল
যতই ঢেউ উথাল পাতাল
ছাড়তে কি আর মনে চায় !
তবু বাঁধন ছাড়তে হবে
এ ধরা কাটতে হবে।।
করবে না কাজ কোন চাল।
ডাক এলে গো যাইতে হবে।।
করবে না কাজ কোন চাল।
স্বপ্ন,স্বাদ,ভালোবাসা
মিছেমিছি নানান আশা
নোনা জলে ভাসবেরে সুজন।
ডাক আইলে সবই শেষ
তবুও করি হা পিত্যেশ।।
মাটির ঘরই হইবেরে ঠিকানা।
মনা,মাটির ঘরই হইবেরে ঠিকানা।
স্বাদের এ সংসার ছাড়তে হবে
ছিঁড়তে হবে মায়ারই জাল
ডাক এলে গো যাইতে হবে
করবে না কাজ কোন চাল।।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
চির চেনা বলেছেন: জি ভাই গান --- ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা গান নাকি ভাই, খুব সুন্দর গান লিখেছেন।
ভালো লাগলো