![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাকছে দেশ,ডাকছে বুকে
ডাকছে আকুল সুরে
ডাকছে বড় ব্যাকুল হয়ে
রইবি কত দুরে!
মায়ের আঁচল ছিঁড়ে গেছে
অশ্রু চোখে ঘুমায়
অশ্রু গুলো কাঁদতে কাঁদতে
বারেবারে রোনায়।
সেই মাঠের ঘাসগুলোতে
ইটের দালান খাঁড়া
জলের ডোবা,কলের পাড়
বদলে হল ফোয়ারা।
রক্ত কত গত হয়েছে
ডাকছে শুধু কই!
সাত সমুদ্দুর এ পাড়েতে
চোখটি বুজে রই।
গোলাপ বাগান শুকিয়ে যে
কাঁটা জেগে আছে
আমার জল না পেলে সে
রইবে না আর বেঁচে।
ঘরের দোরে বাবা বসে
আনমনে চেয়ে রয়
বাবাও নাকি জল ফেলে
লোকে তো তাই কয়!
ঈদ ডাকে,পার্বণ ডাকে
ডাকে ফাগুন শরৎ
ডাকে সোনার দেশের মাটি
ডাকে মায়ার আড়ৎ।
ডাকিসনে কেউ ডাকিসনে
ডাকিসনে এমন করে
ঘর ফেরার আকুল কথা
বলবো কেমন করে!
যে ঘরে মোর ছড়িয়ে আছে
আমার সোনা দিন
সেই ঘর যে আমার মনে
বাজায় খেদ বীণ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
চির চেনা বলেছেন: জি ভাই ---
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
ভাবুক কবি বলেছেন: দারুণ ছন্দময় ছড়া
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
চির চেনা বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
ওমেরা বলেছেন: কবিতাটা অনেক সুন্দর হয়েছে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১
নাগরিক কবি বলেছেন: রক্ত কত গত হয়েছে
ডাকছে শুধু কই!
সাত সমুদ্দুর এ পাড়েতে
চোখটি বুজে রই।
হ্যা ভাই সত্যি চোখ বুজে আছি।