![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্র্যগ্ন্যান্ট মহিলা বা বাচ্চা কোলে নেয়া মহিলা বা বৃদ্ধা এদের দেখলে পথ ছেড়ে দেয়া বা বাসের সিট ছেড়ে দেয়ার কাজটা সকলের অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত।
কারণ বাচ্চা গর্ভে ধারণ করা একটা মহিলার কি পরিমাণ কষ্ট তা আপনার মা কে জিজ্ঞাসা করুন বা আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখুন !!!
আপনিও সেই একটা অংশ ছিলেন।
বাচ্চাকে লালন পালন করতে গিয়ে কতবার যে কোলে রাখতে কি নিদারুণ কষ্টটাই একজন মা কে করতে হয় !!!
কোমরে ব্যাথা হয়ে যায় ----
আপনিও সেই কোলেই ছিলেন।
আর বৃদ্ধা !!!
নিজের নানী দাদী বা নিজের বৃদ্ধা মা কে যখন কোথাও নিয়ে যান তখন সে ক্ষেত্রে আপনি আপনার নিজের বৃদ্ধ বা বৃদ্ধাদের জন্য মানুষের কাছে কি প্রত্যাশা করেন !!
আপনিও সেই কাজটাই করুন তাহলে !!!
ও আচ্ছা আরেকটা কথা,
শিশুদের ভালবাসুন --- আপনিও একদিন শিশু ছিলেন এবং আপনিও ভালোবাসার কাঙ্গাল ছিলেন ---
কবি নজরুলের ভাষায় বলতে হয়
“আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?”
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫
চির চেনা বলেছেন: আপনাকে আমি অসভ্য বলি নাই,কিন্তু এরকম অসভ্যের কমতি নেই সমাজে আর তাদের উদ্যেশ্যেই লিখা জনাব।
বাপ দাদার বয়সী রিকশাওয়ালাকে অহরহ চড় মারছে,গরীব বয়োবৃদ্ধ কে তুই তোকারি করছে ---- এরকম অজস্র অসভ্যদের উদাহরণ আছে,উদাহরণ আছে সন্তান সহ মহিলার পেটে লাথি মারার !!!
বাচ্চা কোলে মহিলাটি দাঁড়িয়ে থাকার পরেও কানে হেড ফোন লাগিয়ে দিব্যি বসে বসে গান শুনছে এমন উদাহরণ খুব কম না একবারে ---
২| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৫
চাঁদগাজী বলেছেন:
আমরা তো এগুলো ১৯৬৬ সাল থেকে করে আসছি, আপনার বিবর্তন কি সম্প্রতি হয়েছে?
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩২
চির চেনা বলেছেন: আপনার জন্ম ’৬৬ তে হয়েছে,তাই তার কথা বলছেন,আমার পরে হয়েছে তাই আমি পরে শুরু করেছি।আর যারা করে তাদের জন্য বলি নাই,অনেককেই দেখেছি করে না,এমন কেউ এটা পড়লে সেন্স ফিরে পেতে পারে তাই লিখা।
ক্ষমতা থাকলেই তির্যক মন্তব্য করা যায়।তাতে আপত্তির কিছু নাই।
নীতি কথা সবাই জানে তবু বারবার মনে করিয়ে দেয় বয়া দিতে হয়।তাতে যদি বিবর্তন এর ধারা আসে তবে তো চ্যাপ্টার ক্লোজ।
ধন্যবাদ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৪
রিফাত হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আমরা তো এগুলো ১৯৬৬ সাল থেকে করে আসছি, আপনার বিবর্তন কি সম্প্রতি হয়েছে?
হাহাহহহাা মজা পেলুম
৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৮
সিনবাদ জাহাজি বলেছেন:
হাহ হাহ
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই করে। এটা বলতে হয় না। আমরা এখনো এত অসভ্য হইনি...