![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ক্রিকেট জাতির সমৃদ্ধি আনতে পারবে এমনটা খোদ অধিনায়ক মাশরাফিও নাকচ করে দিয়েছেন।বলেছেন যে এটা একটা বিনোদন তাই এই নিয়ে মাথা না ঘামিয়ে প্রত্যেককে তার নিজ নিজ কাজে মন দিতে।
যাই হউক,তারপরেও দুইটা লাইন লিখতে চাচ্ছি।
বলির পাঠা হাতুরে সিং কে দিয়ে ক্রিকেটে যে নোংরা রাজনীতি চলতেছে তা অত্যান্ত লজ্জাকর।
ব্রান্ডিং এ খেলাধুলাও দেশের নাম বইতে পারে।সেই সম্ভাবনা ক্রিকেটে বাংলাদেশের থাকলেও আজ একে বাদ তো কাল ওকে,কাল ওকে তো পরশুদিন তাকে।
কাউকে ঘাড় ধরে বের করা হয়,কাউকে লাথি দিয়ে,কাউকে মেনেজ করে আর কাউকে স্রেফ ভুলে গিয়ে বের করে দেয়া হচ্ছে।
নাসির এর কথা বলতে বলতে তো সবার মাথা নষ্ট।কে শুনে কার কথা।
শুভাগত এর মত তৃতীয় শ্রেণীর ক্রিকেটার বা লিটন দাসের মত অফ ফর্মের খেলোয়াড় যখন দলে ডাক পায়,মাহমুদুল্লাহ কে যখন দল থেকে ছুড়ে ফেলা হয় এবং সর্বশেষ মাশরাফিকে কৌশলে দল থেকে বের করে দেয়া তখন একের পর এক দোষ দিয়ে যাওয়া হচ্ছে হাতুরে কে !!
বাহ !!
সাংবাদিক আর লোকজন গিলছেও তা!
নির্বাচক আর বোর্ড সভাপতির মত এতো ক্ষমতাধর ব্যাক্তি সমূহ থাকা সত্ত্বেও সব হাতুরের ক্ষমতায় ক্রিকেট চলছে !!
কেউ কিচ্ছু বলছে না বা বলতে পারছে না!!!
শুধু সাফল্যের পরে পাপন এসে বলছে আমার কারণে অমুক কে নেয়া হয়েছে তাই সাফল্য এসেছে বা আমি ধমক দিয়েছি তাই সাফল্য এসেছে!!!
“উদর পিণ্ডি ভদোর ঘাড়ে চাপানো” এর নীতি দিয়ে প্রতিদিন নিত্য নতুন প্রতারণা করে ক্রিকেট এর ১২ টা বাজাচ্ছে।
দেশের অন্যান্য সেক্টরের মত প্রত্যেকটা সেক্টরকেই চূড়ান্ত ধ্বংস করা হচ্ছে।
ধিক্কার,নিন্দা আর ক্ষোভ জানাই।
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪
চির চেনা বলেছেন: সুজন এবং পাপনের কথা বার্তা শুনেছেন?
তারা মাশরাফি কে অধিনায়ক থেকে সরে যেতে বলেছিল !!!
কেন ?
মাহমুদুল্লাহ কে বাদ কে দিয়েছে?পাপন না !!!
সব কার নামে চালিয়ে দিচ্ছে ? হাতুরে !!!
নাসিরের জায়গা হবে না কে বলেছে?
আকরাম খান না ???
লিটন কে জায়গা করে দিতে আয়োজন কে করে ?
২| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২
রানার ব্লগ বলেছেন: পাপোনের অপসারন এই মুহূর্তে জরুরি, আশা করি প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখবেন।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯
ধ্রুবক আলো বলেছেন: ক্রিকেট বোর্ডের পরিবর্তন দরকার বড় পরিবর্তন
৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: এত প্রশ্নের ঢিল!! আমি শুধু গ্রীনিজের কথা বলেছি।। উনি শুধু বলেছিলেন, বাংলাদেশ তিনদিনের টিম।!!
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৮
চির চেনা বলেছেন: সম্ভবত আপনার প্রশ্নটি আমি বুঝতে পারি নি।
আরেকটা বিষয় গর্ডন গ্রিনিজের সময়কার আর এখনকার সময় আকাশ আর পাতালের মত ফারাক।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: নির্বাচক আর বোর্ড সভাপতির মত এতো ক্ষমতাধর ব্যাক্তি সমূহ থাকা সত্ত্বেও সব হাতুরের ক্ষমতায় ক্রিকেট চলছে !! [/sb
গর্ডন গ্রিনিজের কথা মনে আছে??