![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা তোমায় ছুতে চাইলাম
তুমি দিলে মোরে স্মৃতি
স্বপ্ন তোমায় ঘরে তুললাম
দিলে ভাঙ্গার অনুভূতি।
এলে নিদারুণ আঁধার নিয়ে
আলোর আশায় দিবাযামি
“আশা নাকি সে মরীচিকা”
ভুলেই ছিলাম আমি।
সুরতের গুনে তারা গুনে যাই
চাকচিক্য কে ভাবি জীবন
কষ্ট বিনা ধুলিস্যাত যে সবই
ফানুসে ভরা এ ভুবন।
কবি বলেন,
“দুধের বাটি শক্তি যোগায়
যদি ঘাম করে ঝরঝর!
আশা স্বপ্নের আরাধনা রেখে
শ্রমের পায়ে তে ধর।”
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা।
শুভকামনা রইল ভাই।