![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের কালো আঁধার গুলো
নিদের পেয়ালা নিয়ে
নিদ গুলো সব বিষের মত
আঁকড়ে ধরে পেঁচিয়ে।
হুশ এর কোন নাই যে হুশ
বেহুশ,বে-খবর
কোথায় আছি,কেমন করে
ঘর নাকি কবর!
তেজীর তেজও নুয়ে পড়ে
নিদের অথৈ ঢেউয়ে
গর্ব তবে কীসের এতো
যাও সব মাড়িয়ে!
এমনই একদিন মওতের হাঁক
ভাঙবে তেজের সব
আঁধারে আঁধারে গোরে শুধুই
নিথর রবে শব।
০৩ রা জুন, ২০১৭ ভোর ৬:৩০
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৭ রাত ১১:০৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।