![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাচলে পরে ঘোমটা উড়ে
তাই তো আমি নাচি না
সবাই যদি নাচে তবে
বসে কিন্তু থাকবো না।
কেন করলো সে ওটা
ঠিক হয়নাই একদম তা!
আমিও তো কম পারিনা
এই যে দেখো আমারটা।
বলি আমি,
এভাবেই তো চলছে সব
নিজেরটা
যত দোষ পড়ে চোখে,পরের
কাজেরটা।
২৯ শে মে, ২০১৭ ভোর ৬:৩৭
চির চেনা বলেছেন: দুঃখজনক
২| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্য নিজের দোষ কেউ দেখি না
সুন্দর হয়েছে
২৯ শে মে, ২০১৭ ভোর ৬:৩৭
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:০৮
ওমেরা বলেছেন: জী নিজের দোষ নিজের চোখে ধরা পরে না কেউ ধরিয়ে দিলে ও সহজ ভাবে গ্রহন করতে পারি না ।