![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরণীর কোন স্বাদ আহ্লাদ
থাকতে নাই যে কভু
পতি দেবতা,পতি পরম
পতিই সবের প্রভু।
পতির আদেশ,পতির নিষেধ
পতির সকল হুঙ্কার
এক বাক্যে মেনে নিবে যে
থাকবে না কোন ঝঙ্কার।
পতি দেবতা মহান সে যে
আসবে খাবে শোবে,
ক্লান্ত ঘরণী,শ্রান্ত দেহে
শরীর টাকে টিপবে।
পতি তাহারা বাল্য থেকেই
মহান অধিপতি
ঘর,টেবিল রাজ্য তাহার
বাকীরা প্রজা,বাঁদি।
পতি দের রাজ্যে অসহায় পতি
ফাঁকে ফোঁকে খুঁজে ভাব
পরের উপর চাপাইয়া সবই
চর্চা করে কু স্বভাব।
এরাই তো সেই ঘরণীর পতি
ঘরণীর স্বাদ কাড়ে।
ধর্মের বাণী মিথ্যা বানিয়ে
উচ্চ্যবাচ্য করে।
ওরে বেটা,বদের পাঠা
শোন দিয়া মনরে
নিজের কর্ম নিজেকে করতে
ধর্ম শিখাইছেরে।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪
চির চেনা বলেছেন: বেশীরভাগ ছেলেরাই এই ধারনায় বড় হয় --- আজব
২| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৩৩
নাগরিক কবি বলেছেন: ভাল, বাস্তবতা আছে।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৫
চির চেনা বলেছেন: বেশীরভাগ ছেলেদের ধারনা এরকমই যে তারা শুধু আরাম আয়েশ করবে , আদেশ আর নসিহত করবে
৩| ২৯ শে মে, ২০১৭ সকাল ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: ওরে বেটা,বদের পাঠা
শোন দিয়া মনরে
নিজের কর্ম নিজেকে করতে
ধর্ম শিখাইছেরে।
ভাল বলেছেন ।
২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৫
চির চেনা বলেছেন: ধন্যবাদ ----
৪| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি মেয়ে তো?
৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৫
চির চেনা বলেছেন: আমিও সেই ছেলেদের দলে --- দেখি আর আফসোস করি --- আমার মা কত কষ্ট করে !!
৫| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:১১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো।
৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৬
চির চেনা বলেছেন: ধন্যবাদ।
৬| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগল
১৬ ই জুন, ২০১৭ সকাল ৭:১২
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথগুলো অনেকাংশেই সত্যি
ভাল লাগল