![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলাবদ্ধতা এলেই নাগরিক দায়িত্ব নিয়ে অনেকেই হাজির হয়।
অবশ্য তড়িৎ দায় এড়াতে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে।
কিন্তু !!!
ক্ষমতার জোর খাঁটিয়ে নদী নালা খাল বিল দেদারছে ভরাট করে অনিয়ন্ত্রিত বাড়ি,কল কারখানা যারা তৈরি করেছে দোষটা কি তাদের নাকি পলিথিনের?
নিষ্কাশনের সকল ব্যাবস্থা বন্ধ করে বছরের পর বছর ধরে ড্রেন বা নালা গুলোর পরিষ্কার বা খনন না করেই,জলাবদ্ধতা আসলেই জনগণের দোষ !!
নদীগুলো কে ভরাট করেছে?
খাল বিল কে ভরাট করেছে?
বুড়িগঙ্গা তে বিষাক্ত বর্জ্য কারা ফেলে?
এমপি,মন্ত্রী,মেয়রদের ছত্রছায়ায় কোম্পানি গুলোই তো ! নাহ !
কোন মেয়র এসে সকল নিষ্কাশনের রাস্তা গুলো একদম ক্লিয়ার করে ঠিক করে ঘোষণা দিয়েছে যে আজকে থেকে কারো বাড়ি বা দোকানের সামনে কোন পলিথিন বা আবর্জনা এমনিতে পরে থাকলে দেখলেই জরিমানা সহ জেল জুলুম দেয়া হবে !
পরিষ্কারের নামে খবর নাই,জগনগ শুধু পলিথিন বন্ধ করলেই সব হবে!
বিশ্বের কোন রাজধানীতে এতো কল কারখানা আছে?
আরেকটা কথা জনগণ মানবে কি না মানবে শুধু প্রতি বছর বন্যার সময় বললেই চলবে বা পৃথিবীর কোথাও এমন হয়েছে?
উন্নত দেশগুলোতে দেখুন !
প্রথমে রাস্তা গুলো সুন্দর করেছে,তারপর শিক্ষা দিয়ে সচেতন করেছে এবং তারপর সিসি ক্যামেরা বসিয়ে কন্ট্রোল করেছে।
মানুষ কি শুধু সচেতনতার জন্য ফেলে না ?
নাহ,সরকার প্রতিদিন পরিষ্কার করে আবার সিসি আর আইন দিয়ে নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশে কবে এভাবে পরিষ্কার করেছে?
মেয়রদের কাজ শুধু কি জনগণকে দোষারোপ করা !!
তো তাদেরকে কি জনগণের তৈরি ফুলের বাগানে শুধু নির্বাচিত হয়ে ঘ্রাণ শুঁকার জন্য পাঠিয়েছে !!
কিছু চামচা সাংবাদিক,শয়তানের বাল ছিঁড়ার ক্ষমতা নাই,জনগণের উপর চাপিয়ে রিপোর্ট করে বিশাল সচেতন বনে যায় আর নেতাদের সহবত নেয়! অথচ কলার বাকল আর চিপস এর প্যেকেট এরাই কিন্তু যত্রতত্র ফেলে।
কাল ঘোষণা দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে নিষ্কাশনের পথ ক্লিয়ার করেন,পরিদন শপথ করেন প্রতিদিন রাস্তা ঘাট পরিষ্কার করবেন।ডাস্টবিন গুলো মোড়ে মোড়ে বসান আর পরিষ্কার করেন দেখেন কোথাকার জল কোথায় যায় !!!
২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:৩৭
সচেতনহ্যাপী বলেছেন: শিরোনামের সাথে একাত্বতাা।।। দোষ একাা সরকারেরও না।। আমাদের অসেচতনতাই মূখ্য।।অবশ্য এজন্য আইনের কঠিন প্রয়োগও কাামম্য।
০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:০০
চির চেনা বলেছেন: প্রথম পদক্ষেপটা সরকার কেই নিতে হবে ---- পরের পদক্ষেপ জনগণকে দিয়ে করাতে হবে --- তারপর জনগণ ঠিক হবে
৩| ০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৫
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: বড় বড় প্রকল্প নিয়ে সরকার ব্যস্ত জনগনের আই ওয়াস করতে,উন্নয়ন আর উন্নতি কিন্তু ইঁদুর এসে যে ঘরের বেড়া কেটে নিচ্ছে তার খবর নাই!
০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:০০
চির চেনা বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:২৮
রোকনুজ্জামান খান বলেছেন: Akol Bakol Manush. Holei Hoye Zabe?
Jonogone Taka Mere Tokai Bananor Karkhana Khule Boseche Era. Shikhar Har Full Controle Na Nite Parle Mone Hoy. Possible Not Sure.