![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিশ্চুপ বড় শান্ত হতে চেয়ে
শূন্য হয়ে গেলাম প্রিয়
ক্রিয়া প্রতিক্রিয়ার ভাব আড়াল করে
হয়ে গেছি বড় নিষ্ক্রিয়।
হৈ হুল্লোড় কোলাহল ছেড়ে সব
ঘরের কোণে খুঁজি শান্তি
ঘরের কোনায় বিষাদ রহে গো
আজ দেখলাম সব ভ্রান্তি।
প্রিয় তোমারে দূরে ঠেলে,আমি
খুঁজেছি চন্দ্র সূর্য
দৃষ্টির ব্যাস আর হাতের পরিধি
বাজিয়েছে বিষ তূর্য।
হরণ করেছি স্বপ্ন আশা সাধ
হরষে বাজায় বীণা
মরণ খুঁজে বিষাদের জ্বালায়
লুকোবার আঙিনা।
বড় শান্ত,খুব শান্ত হতে চেয়ে
অধিক শোকের পাথর
নয়নের বুকে খরা জমে গেছে
নিস্তব্দ,নিশ্চুপ,নিথর।
©somewhere in net ltd.