![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মুঠো রোদ্দুর হাতে দাড়িয়ে
একটা বিপ্লবের স্বপ্ন দেখি ।
একটা সুনামি কিংবা একটা ভূমিকম্পে
তাকে চূর্ণ বিচূর্ণ হতে দিতে পারি না।
এখনো আকাশে মেঘ দেখে যারা
কপাল চাপড়িয়ে হায় মাতম করছে
বাঁশঝাড় ভেদ করা আবছা আলোতে
একটু সান্ত্বনা খুঁজে নিতে বলছি।
অন্ধকারে যদি এতোই ভয়
তবে আলোর মশাল জ্বেলে কেন নিচ্ছো না!
মুখে তুলে দিলেই যদি খাবে
তবে এ খাবার তোমাদের দিতে চাই না,
না খেয়ে একটু রাখাইন কিংবা কাশ্মীর
কিংবা একটি বাংলাদেশ হয়ে যাও।
বুকে ছুরি,মাথায় বন্দুক,গলায় ফাঁসীর দড়ি,
কি হবে আর পরোয়া করে এ জীবনের!
মৃত্যুই যদি এই পথের ঠিকানা হয়
তবে মশার মত দুই হাতের থাপ্পড়ে মেরে
ফু দিয়ে উড়িয়েই হেসে উঠবো।
আর হেটে যাবো মস্তক দিয়ে পশুর স্বাদ মেটাতে।
কাপুরুষের আর বেঁচে থাকার দরকার নেই
শুটকি হয়ে ইতিহাস হয়েই থাকো।
নয়তো জেগে উঠো বঙ্গবন্ধুর দুই লাইনে,
"তোমাদের যার কাছে যা কিছু আছে,
তাই নিয়ে ঝাঁপিয়ে পড়"।
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে অগণিত মানুষ ছাড়া বাংলাদেশীর হাতে আর কিছু নাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২১
অবনি মণি বলেছেন: কিংবা একটি বাংলাদেশ হয়ে যাও।
বুকে ছুরি,মাথায় বন্দুক,গলায় ফাঁসীর দড়ি
কি হবে আর পরোয়া করে এ জীবনের!