নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যর সন্ধানে পথ চলা।।

ব্যক্তিগত চাহিদার কাছে অপরাজিত সৈনিক।।

অনিকেত রহমান

আমি অর্ধের চেয়ে বেশি, ভাঙ্গার চেয়ে ভালো। ছিন্নের তরে অন্ধের কালো।আমি শুন্য দিয়ে পূর্ণ হয়েছি, চূর্ণ হয়েও ধন্য রয়েছি।পন্য অতি নগন্য আমার তুল্য মূল্য স্বল্প।।

অনিকেত রহমান › বিস্তারিত পোস্টঃ

সাইকো-থ্রিলার (রহস্যময় গল্প, চরিত্র)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

আমার মত যারা মাগানই অন-লাইন থেকে থ্রিলার,গোয়েন্দা,রহস্য বই ডাউনলোড করে পড়েন তাদের জন্য আজ একটা অসাধারণ সাইকো থ্রিলার বইয়ের সাথে পরিচয় করে দিব।। [হয়তবা অনেকে পড়ে থাকতে পারেন]



বইয়ের নামঃসাইকো

লেখকঃ রবার্ট ব্লচ

অনুবাদঃঅনীশ দাস অপু



বিশ্বখ্যাত হরর লেখক রবার্ট ব্লচের 'সাইকো' রচিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ১৯৫৯ সালে।।অসাধারণ এই সাইকোলজিক্যাল থ্রিলার প্রকাশের সাথে সাথে পরিণত হয় বেষ্ট সেলারে।। বইতে রয়েছে ভয়, উত্তেজনা, রোমাঞ্চ আর শিহরনের দারুন এক কম্বিনেশন।। বইটিকে অনেকেই সর্বকালের সেরা সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে অভিহিত করেছে।। বইটি পড়লেই বুঝতে পারবেন এই বইয়ের কেন এত প্রশংসা করছি।।





বইটি ডাউনলোড করুন এখানে



এ কাহিনী নিয়ে পরবর্তীতে সাসপেন্স কিং আলফ্রেড হিচকস নির্মাণ করেন ছায়াছবি “সাইকো” তার এই বইটিও বিশ্বের সেরা দশটি সাইকো-থ্রিলারের মধ্য আছে।।





মুভি ডাউনলোড লিংক এখানে



বিদ্রঃ আমি বলতে পারি মুভি থেকে বইটি পড়লে বেশি ভালো লাগবে।। আর কোন ব্লগার ভাইয়ের কাছে যদি ভালো থ্রিলার,গোয়েন্দা বা সিরিয়াল কিলারদের নিয়ে লেখা কোন বইয়ের নাম কিংবা ডাউনলোড লিংক থাকে তবে দিলে আমার অনেক উপকার হয়।।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

এক্স রে বলেছেন: অনেকদিন ধরে এমন কিছু খুজছিলাম। ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অনিকেত রহমান বলেছেন: মন্তব্য জন্য ধন্যবাদ।।

এধরনের বই ইংলিশে অনেক পাওয়া যায় কিন্তু বাংলাই বই কিংবা কোন তথ্য খুব একটা চোখে পড়ে না।।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

অপ্রচলিত বলেছেন: মুভিটা দেখেছি। খুব একটা ভালো লাগে নি যদিও আমি হিচককের পাঁড় ভক্ত। :( তবে ভালো তথ্যবহুল পোস্ট। +++

০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

অনিকেত রহমান বলেছেন: মুভিটা আমার কাছেও খুব বেশি ভালো না লাগলেও বইটি পড়েছিলাম এতে সাইকো চরিত্রে কত গুলো দিক ফুটে উঠেছে সে গুলো ভালো লেগেছে।।

ধন্যবাদ।।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪

মশিকুর বলেছেন:
ভাই এ বিষয়ে আমার আগ্রহ আছে। আশাকরি এই রিলেটেড আরও পোস্ট আপনার কাছ থেকে পাবো। আরও কিছু বইয়ের নাম দিতে পারলে উপক্রিত হতাম।

শুভকামনা।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩০

অনিকেত রহমান বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।।
এ বিষয়ে আমারও অনুসন্ধান চলছে। আশা করছি দুই- তিন দিনের ভিতরে আরও একটা পোষ্ট দিতে পারবো।।

এসব বই বাংলাতে অন-লাইনে খুব একটা পাওয়া যাই না।
সাইকো-২ এই বইয়ের আর একটা পার্ট।। অন-লাইনে নেই আপনি লাইব্রেরী তে খোঁজ নিয়ে দেখতে পারেন।।

কালেক্টর নামে আর একটি বই আছে ।।

আর নেটে কোন বই পেলেই পোষ্ট দিব।। সাথে থাকার জন্য ধন্যবাদ।।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫০

আমিই মিসিরআলি বলেছেন: মুভি দেখেছিলাম
অবশ্যই শেয়ার দিবেন এই জাতীয় বইয়ের

ধন্যবাদ জানবেন :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

অনিকেত রহমান বলেছেন: অবশ্যই দিব ।। আপনিও আমাকে হেল্প করবেন এ জাতীয় বই শেয়ার দিয়ে।।



অনেক অনেক ধন্যবাদ ।। :) :) :)


৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: মুভিটা আজ দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.