![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি না, এটা অন্য কেউ। নিজেকে খুঁজে পাবার চেষ্টাতে এখানে আসা। জানিনা পাবো কিনা......
আমরা যারা মোটামুটি গ্যাজেট পছন্দ করি, গ্যাজেট এন্ড গিয়ার নিঃসন্দেহে প্রিয় নাম ছিলো। ছিলো বলছি এই কারনে যে গত কয়েকদিনের নিউজ আর গ্যাজেট এন্ড গিয়ারের কর্মকান্ড দেখে নিজেদেরই এখন মনে হচ্ছে অকালকুষ্মান্ড! কেন হবে না? সস্তায় ভালো মোবাইল সেট এর জন্য নির্ভরযোগ্য নাম গ্যাজেট এন্ড গিয়ার যেভাবে বছরের পর বছর আমাদের বোকা বানালো তাতে আর বলার কি থাকে? মোবাইল কেনার জন্য যে গ্যাজেট এন্ড গিয়ার ছিলো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাদের কাজ কর্ম দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি, শুধু আমি না আমার মত অনেকেই।
গত বৃহস্পতিবার দুপুরে গ্যাজেট এন্ড গিয়ারের বনানী ১১ এবং গুলশান অ্যাভিনিউয়ের শোরুমে অভিযান চালিয়ে প্রায় চারশ মোবাইল জব্দ করা হয়েছে। যার বেশির ভাগই নকল! সেটগুলোর সঙ্গে কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি দেওয়া হয় না। গ্রাহকদের সাথে প্রতারণার চরম উদাহরণ দিলো গ্যাজেট এন্ড গিয়ার। গতকাল থেকে তাদের ফেসবুক পেইজ ও ইন্যাক্টিভ। সাধারণ ক্রেতার প্রশ্নের উত্তর দেয়ার ভয়েই কি পেইজ ডিলিট করে দিয়েছে গ্যাজেট এন্ড গিয়ার কর্তৃপক্ষ? কমদামে ভালো হ্যান্ডসেট পাওয়ার আশায় আমরা যারা গ্যাজেট এন্ড গিয়ারের উপর ভরসা করেছিলাম তাদের ভরসার এই কি প্রতিদান দিয়েছে তারা?
দেড় কোটি টাকার সেট জব্দ হয়েছে গতকাল [শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. মইনুল খান বলেন, জব্দ হ্যান্ডসেটগুলোর মূল্য দেড় কোটি টাকারও বেশি। এগুলো ঢাকা কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাইপথে মোবাইল আমদানির জন্য গেজেট অ্যান্ড গিয়ারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি – বাংলা নিউজ ২৪.কম] মানুষের বিশ্বাস নিয়ে এভাবে খেলার অধিকার তাদের কে দিয়েছে জানতে ইচ্ছে করে।
মোবাইল ফোন বা অন্য যেকোন ইলেক্ট্রনিক গ্যাজেটের জন্য যে কোন কোম্পানীর অনুমোদিত ডিলার বা তাদের নিজেদের শপ ছাড়া অন্য কিছু বিশ্বাস করছিনা আর। আক্কেল হয়েছে ভালো মতো।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৭
লিখেছেন বলেছেন: অদ্ভুত স্বপ্ন বলেছেন: গ্যাজেট এন্ড গিয়ারের কাস্টমার সার্ভিস ভাল না।
কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম সামু'র প্রথম পাতায় জাল মোবাইল বিষয়ক এবং গ্যাজেট এন্ড গিয়ারের বদনাম গেয়ে একই সাথে তিনটা পোস্ট পাবলিশ হয়েছে তিনটা ভিন্ন ভিন্ন নিক থেকে। পোস্টের নিউজের সোর্স এক সপ্তাহ আগের একটা অনলাইন নিউজ সাইটের।
আমার কাছে বিষয়টা কেমন যেন একটু অদ্ভুত লাগছে।
বলেন তো ভাই ব্যাপারটা কি কাকতালীয়? নাকি এখানে অন্য ব্যাপার আছে?
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০২
অদ্ভুত স্বপ্ন বলেছেন: গ্যাজেট এন্ড গিয়ারের কাস্টমার সার্ভিস ভাল না।
কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম সামু'র প্রথম পাতায় জাল মোবাইল বিষয়ক এবং গ্যাজেট এন্ড গিয়ারের বদনাম গেয়ে একই সাথে তিনটা পোস্ট পাবলিশ হয়েছে তিনটা ভিন্ন ভিন্ন নিক থেকে। পোস্টের নিউজের সোর্স এক সপ্তাহ আগের একটা অনলাইন নিউজ সাইটের।
আমার কাছে বিষয়টা কেমন যেন একটু অদ্ভুত লাগছে।
বলেন তো ভাই ব্যাপারটা কি কাকতালীয়? নাকি এখানে অন্য ব্যাপার আছে?